পটুয়াখালী সিভিল
সার্জন কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
স্বাস্থ্য ও পরিবার
কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার স্মারক নং-
স্বাপকম/প্রশা-১/এডি/২সি-০১/৯৫-৪৩৫, তারিখ: ১৮/০২/২০২৫ অনুযায়ী নির্দেশনার
আলোকে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সিভিল সার্জনের
কার্যালয়, পটুয়াখালী এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে
সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত পূর্বতন ৩য় শ্রেণীর (গ্রেড ১৩-১৬) শূন্য পদে
জনবল নিয়োগের জন্য অনুমোদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
এই প্রেক্ষিতে, সংশ্লিষ্ট
শূন্য পদসমূহে নিয়োগের উদ্দেশ্যে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা
এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা
হচ্ছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র দাখিল করতে পারবেন।
আবেদনকারীদের নির্ধারিত সকল শর্তাবলি পূরণ সাপেক্ষে প্রক্রিয়াটি সম্পন্ন করতে
হবে।
বিজ্ঞপ্তি
প্রকাশ: ২০ জুন, ২০২৫
আবেদন শুরু: ২৩ জুন, ২০২৫
আবেদনের
শেষ: ১৪ জুলাই, ২০২৫
পটুয়াখালী সিভিল
সার্জন কার্যালয়: একটি প্রামাণ্য পরিচিতি
উৎপত্তি ও ইতিহাস: স্বাধীনতার পর
বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে। এই
ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার তদারকি, প্রশাসন এবং ব্যবস্থাপনা
নিশ্চিত করার জন্য প্রতিটি জেলায় "সিভিল সার্জন কার্যালয়" প্রতিষ্ঠা
করা হয়। পটুয়াখালী
জেলার সিভিল সার্জন কার্যালয় আনুমানিক ১৯৭০ এর দশকে প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল জেলার
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রশাসনিক কাঠামো গঠন এবং সরকারি স্বাস্থ্য
প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় করা।
প্রতিষ্ঠানের আইনগত
ভিত্তি ও গঠন:
- মূল দায়িত্ব ও কাঠামো: সিভিল সার্জন কার্যালয়
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ একটি জেলা প্রশাসনিক ইউনিট। এটি বাংলাদেশের
সংবিধান, স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন
নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
- প্রযোজ্য আইন ও বিধি:
- সরকারী কর্মচারী আচরণ বিধিমালা
- স্বাস্থ্য অধিদপ্তরের সেবা বিধিমালা
- সরকারি নিয়োগ ও প্রশাসনিক আদেশ
- সরকারি হিসাব ও নিরীক্ষা নীতিমালা
৩. সদর দপ্তর ও
শাখাসমূহ:
- সদর দপ্তর: সিভিল সার্জনের মূল কার্যালয়টি অবস্থিত পটুয়াখালী জেলা
শহরে, যা জেলার সকল
স্বাস্থ্যসেবা ইউনিটের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করে।
- শাখাসমূহ ও ইউনিট:
- প্রশাসন শাখা
- হিসাব ও বাজেট শাখা
- রোগ নিয়ন্ত্রণ শাখা (CD & NCD)
- পরিবার পরিকল্পনা সমন্বয়
- টিকাদান ও Expanded Program on Immunization (EPI)
- স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগ
- হিসাবরক্ষণ শাখা
- জেলা স্বাস্থ্য তথ্য ইউনিট (DHIS2)
- স্বাস্থ্য পরিদর্শন দল ও মাঠ পর্যায়ের
কর্মীদের তত্ত্বাবধান
পদের
সংখ্যা: ০৬ টি
লোকবল
নেবে: ১২৪ জন
নিয়োগ
বিজ্ঞপ্তি:
পটুয়াখালী সিভিল
সার্জন কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: পটুয়াখালী
সিভিল সার্জন কার্যালয় ও Teletalk jobs
আবেদন
করুন: http://cspatuakhali.teletalk.com.bd
আবেদন সংক্রান্ত
শর্তাবলি ও নির্দেশনাবলি
১। আগ্রহী প্রার্থীগণকে http://cspatuakhali.teletalk.com.bd
ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র অনলাইনে আবেদন
করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
২। নিয়োগ ও কোটার ক্ষেত্রে
সরকারের বর্তমান বিধি-বিধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ
করা হবে।
৩। ২০/০৬/২০২৫ তারিখে
আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণে
এফিডেভিট গ্রহণযোগ্য নয়; শুধুমাত্র এসএসসি সনদ, জাতীয়
পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের তথ্য গ্রহণযোগ্য হবে।
৪। সরকারি, আধা-সরকারি,
স্বায়ত্তশাসিত বা স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত অনাপত্তিপত্র (NOC) দাখিলপূর্বক নির্ধারিত সময়ে আবেদন করতে হবে।
৫। আবেদনপত্রে উল্লিখিত
স্থায়ী ঠিকানা পূর্বের নথিতে বর্ণিত ঠিকানা থেকে ভিন্ন হলে, বা মহিলা
প্রার্থী স্বামীর ঠিকানা ব্যবহার করলে, সেক্ষেত্রে জাতীয়
পরিচয়পত্রসহ স্থানীয় জনপ্রতিনিধির সত্যায়িত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।
৬। পূর্বে যারা আবেদন করেছেন
(মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশ অনুযায়ী), তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
৭। স্বাস্থ্য সহকারী পদে
আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট (পুরাতন) ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে
প্রয়োজনে একই ইউনিয়নের অন্য ওয়ার্ড বা পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের
বিবেচনা করা যেতে পারে।
৮। স্বাস্থ্য সহকারীর শূন্য
পদের তালিকা সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অফিসে, সিভিল সার্জন
কার্যালয়ে এবং www.cs.patuakhali.gov.bd
ওয়েবসাইটে পাওয়া যাবে।
৯। কম্পিউটার অপারেটর, অফিস সহকারী
কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১০। আবেদনপত্রে শিক্ষাগত
যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য অবশ্যই সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তা না থাকলে
আবেদনপত্র বিবেচনায় আনা হবে না।
১১। বিদেশি বিশ্ববিদ্যালয়
থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
কর্তৃক ইস্যুকৃত সমমান সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
১২। কোনো তথ্য গোপন, মিথ্যা বা
বিভ্রান্তিকর প্রমাণিত হলে পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো সময়ে প্রার্থীর আবেদন
বা নিয়োগ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। যে প্রার্থী বাংলাদেশের
নাগরিক নয় বা বিদেশি নাগরিককে বিবাহ করেছেন/করবেন, নৈতিক স্খলনজনিত দণ্ডপ্রাপ্ত,
কিংবা সরকারি চাকুরি হতে বরখাস্ত, তারা আবেদন
করার যোগ্য বিবেচিত হবেন না।
১৪। একজন প্রার্থী শুধুমাত্র
একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদের জন্য আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে
গণ্য হবে।
পটুয়াখালী সিভিল
সার্জন কার্যালয় - কার্যক্রম ও বৈশিষ্ট্য
প্রধান কার্যক্রম ও
বৈশিষ্ট্য:
- জেলার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও
স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যক্রম তদারকি
- জাতীয় স্বাস্থ্য কর্মসূচি (যেমন: টিকাদান, ভিটামিন
এ ক্যাম্পেইন, ডেঙ্গু প্রতিরোধ)
- স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের নিয়োগ ও প্রশাসনিক
ব্যবস্থাপনা
- রোগ পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা (surveillance)
- স্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতিতে সমন্বয় (যেমন:
কোভিড-১৯ মহামারি ব্যবস্থাপনা)
- মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা প্রসারে নীতিমালা বাস্তবায়ন
- স্বাস্থ্যসেবায় ICT ব্যবহারের প্রসার (ডিজিটাল
স্বাস্থ্য সেবা, DHIS2)
ভবিষ্যৎ পরিকল্পনা:
- জেলার সকল উপজেলায় উন্নতমানের হাসপাতাল স্থাপন
- ডিজিটাল হেলথ রেকর্ড এবং ই-পারসোনাল ফাইল সিস্টেম চালু
- স্বাস্থ্যসেবায় AI এবং মোবাইল হেলথ ইউনিট সংযোজন
- গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ প্রকল্প
বাস্তবায়ন
- চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ কার্যক্রম আরও
আধুনিকীকরণ
- স্বাস্থ্যসেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হেলথ
ক্যাম্প এবং সচেতনতা কার্যক্রম
যোগাযোগের ঠিকানা:
সিভিল সার্জন কার্যালয়, পটুয়াখালী
ঠিকানা: সিভিল সার্জনের অফিস, পটুয়াখালী সদর,
জেলা: পটুয়াখালী
ফোন: সাধারণত অফিসিয়াল হেল্পলাইনে পাওয়া যায় (স্বাস্থ্য অধিদপ্তর
ওয়েবসাইটে হালনাগাদ)
ইমেইল: cs.patuakhali@mohfw.gov.bd (সম্ভাব্য)
ওয়েবসাইট: https://dghs.gov.bd
(স্বাস্থ্য অধিদপ্তরের মূল ওয়েবসাইট)
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ
সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া
হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: পটুয়াখালী
সিভিল সার্জন নিয়োগ ২০২৫, পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগ
চাকরি, সিভিল সার্জন অফিস পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি,
সিভিল সার্জন কার্যালয় জব সার্কুলার ২০২৫, স্বাস্থ্য
অধিদপ্তর নিয়োগ পটুয়াখালী, teletalk cspatuakhali job apply, স্বাস্থ্য সহকারী নিয়োগ পটুয়াখালী, সরকারি
স্বাস্থ্য চাকরি পটুয়াখালী, পটুয়াখালী সিভিল সার্জন চাকরির
আবেদন লিংক, সিভিল সার্জন অফিস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি,
স্বাস্থ্য বিভাগ নিয়োগ ২০২৫, cspatuakhali.teletalk.com.bd
apply, সিভিল সার্জন অফিসে ৩য় ও ৪র্থ শ্রেণির চাকরি, জেলা স্বাস্থ্য সেবা নিয়োগ বিজ্ঞপ্তি, পটুয়াখালী teletalk
আবেদন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ সার্কুলার,
govt health job circular 2025, civil surgeon patuakhali job circular, স্বাস্থ্যসেবা বিভাগ পটুয়াখালী চাকরি, স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ পটুয়াখালী
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments