Type Here to Get Search Results !

বেনকেম বাংলাদেশ লিমিটেড (সাবেক ব্রেনট্যাগ) এ অফিসার নিয়োগ

0



বেনকেম বাংলাদেশ লিমিটেড (সাবেক ব্রেনট্যাগ বাংলাদেশ লিমিটেড) এ অফিসার নিয়োগ

 

পদবী: সিনিয়র এক্সিকিউটিভ, টেকনিক্যাল সেলস / টেকনিক্যাল সেলস অ্যাকাউন্ট ম্যানেজার (CASE ও কনস্ট্রাকশন)

 

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

 

দায়িত্বসমূহঃ

  • পণ্য জ্ঞান: রঙ, কালি, আঠা ও নির্মাণ খাতের জন্য প্রয়োজনীয় উপাদান পণ্য ও সেবার গভীর ধারণা থাকতে হবে। ডিস্ট্রিবিউশন ও ইনডেন্ট সেলস উভয় ক্ষেত্রেই দক্ষতা প্রয়োজন।
  • কাস্টমার ম্যাপিং: গ্রাহক পর্যায়ক্রম নির্ধারণ, ব্যবসায় ফোকাস নিশ্চিতকরণ, ডিস্ট্রিবিউশন ব্যবসা সর্বোচ্চ করা এবং বিদ্যমান ও নতুন পণ্যের ক্ষেত্রে নতুন বাজার অনুসন্ধান করতে হবে।
  • বিক্রয় পরিকল্পনা: নির্ধারিত সেলস প্ল্যান বাস্তবায়ন ও মার্কেটিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে।
  • সরবরাহকারী ব্যবস্থাপনা: বাজার বিশ্লেষণের আলোকে সরবরাহকারীদের সাথে পেশাগত সম্পর্ক বজায় রাখা, তাদের আপডেট প্রদান ও নতুন সরবরাহকারীর সুযোগ খুঁজতে হবে।
  • স্টক পূর্বাভাস ও বিক্রয় পরিকল্পনা: প্রধান গ্রাহকদের সাথে নিয়মিত সমন্বয় করে তাদের ক্রয় পরিকল্পনা বুঝতে হবে এবং সঠিক সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।
  • ক্রেডিট ব্যবস্থাপনা: পণ্য সরবরাহের পর অর্থ পরিশোধ মনিটরিং করতে হবে। ইনভয়েস, ট্যাক্স ও ক্রেতার ঋণ গ্রহণযোগ্যতা পর্যবেক্ষণ করতে হবে।
  • CRM রিপোর্টিং: নিয়মিতভাবে সিআরএম রিপোর্ট প্রস্তুত করতে হবে, সম্ভাব্য সুযোগ ও পাইপলাইন আপডেট জানাতে হবে।
  • টেকনিক্যাল সাপোর্ট: রঙ, কালি ও সংশ্লিষ্ট শিল্পে প্রযুক্তিগত সহায়তা ও সমাধান প্রদান করতে হবে।

 

চাকরির ধরন: ফুল-টাইম স্থায়ী কর্মী

 

শিক্ষাগত যোগ্যতাঃ

  • সায়েন্স/কেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি আবশ্যক।
  • এমবিএ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

 

অভিজ্ঞতার প্রয়োজনীয়তাঃ

  • CASE ও কনস্ট্রাকশন কেমিক্যাল ডিস্ট্রিবিউশন খাতে ৫-৭ বছরের সংশ্লিষ্ট বিক্রয় অভিজ্ঞতা থাকতে হবে।
  • গবেষণা ও উন্নয়ন বা পণ্য উন্নয়নে কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।


নিয়োগ বিজ্ঞপ্তি:

 

বেনকেম বাংলাদেশ লিমিটেড - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 


সূত্রবেনকেম বাংলাদেশ লিমিটেড


পদবী: সিনিয়র এক্সিকিউটিভ / সেলস অ্যাকাউন্ট ম্যানেজার, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস (সলভেন্টস ও ইন্টারমিডিয়েটস)

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

 

দায়িত্বসমূহঃ

  • পণ্য জ্ঞান: শিল্প খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পণ্য যেমন হাইড্রোকার্বন ফ্লুইড, অ্যারোমেটিকস, এলিফ্যাটিক, গ্লাইকোলস, অ্যালকোহল ও অন্যান্য বাল্ক কেমিক্যাল সম্পর্কিত পণ্য ও সেবার গভীর জ্ঞান থাকতে হবে। প্রধানত পেইন্টস ও কোটিংস, ইনক, আঠা, পারঅক্সাইড, প্রিন্টিং ও প্যাকেজিং, ইলেকট্রনিক্স, কৃষি, ফার্মা, অয়েল সিড এক্সট্রাকশন, রাইস ব্রান ইত্যাদি শিল্প খাতের জন্য কাজ করতে হবে। ডিস্ট্রিবিউশন ও ইনডেন্ট সেলস উভয় ক্ষেত্রে দক্ষ হতে হবে।
  • কাস্টমার ম্যাপিং: গ্রাহক পর্যায়ক্রম নির্ধারণ, সঠিক ব্যবসায়িক ফোকাস প্রদান, ডিস্ট্রিবিউশন ব্যবসা সর্বোচ্চ করা এবং নতুন ও বিদ্যমান পণ্যের ক্ষেত্রে নতুন বাজার অনুসন্ধান করতে হবে।
  • বিক্রয় পরিকল্পনা: প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী সেলস স্ট্র্যাটেজি প্রণয়ন ও বাস্তবায়ন, নির্ধারিত সেলস প্ল্যান সম্পাদন ও মার্কেটিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
  • সরবরাহকারী ব্যবস্থাপনা: সরবরাহকারীদের সাথে পেশাগত সম্পর্ক বজায় রাখা, বাজার বিশ্লেষণসহ নিয়মিত রিপোর্ট প্রদান এবং নতুন সরবরাহকারী খোঁজার কাজ করতে হবে।
  • স্টক পূর্বাভাস ও বিক্রয় পরিকল্পনা: প্রধান গ্রাহকদের সাথে সমন্বয় করে তাদের ক্রয় পরিকল্পনা বুঝতে হবে এবং স্টক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
  • ক্রেডিট ব্যবস্থাপনা: পণ্য সরবরাহের পর অর্থ গ্রহণ নিশ্চিত করতে হবে। ইনভয়েস, ট্যাক্স ও ক্রেতার ঋণ গ্রহণযোগ্যতা নিয়মিত মনিটর করতে হবে।
  • টিম সহযোগিতা ও রিপোর্টিং: সাপ্লাই চেইন, ফাইন্যান্স ও কাস্টমার সার্ভিস টিমের সঙ্গে সমন্বয় করে কার্যাদেশ সম্পাদন ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। নিয়মিত সেলস পূর্বাভাস তৈরি করতে হবে এবং সিআরএম সিস্টেমে তথ্য আপডেট রাখতে হবে। প্রতিযোগী বিশ্লেষণ ও বাজার সংক্রান্ত প্রতিবেদন ম্যানেজমেন্টে সরবরাহ করতে হবে।

 

চাকরির ধরন: ফুল-টাইম স্থায়ী কর্মী

 

শিক্ষাগত যোগ্যতাঃ

  • সেলস ও মার্কেটিং বা কেমিস্ট্রিতে ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রি।
  • এমবিএ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

 

অভিজ্ঞতার প্রয়োজনীয়তাঃ

  • সলভেন্টস ও ইন্টারমিডিয়েটস কেমিক্যাল ডিস্ট্রিবিউশন খাতে ৩ থেকে ৫ বছর বাস্তব বিক্রয় অভিজ্ঞতা আবশ্যক।

 

বেঞ্চেম বাংলাদেশ লিমিটেড (সাবেক ব্রেনট্যাগ বাংলাদেশ লিমিটেড) এ নিয়োগ সংক্রান্ত অতিরিক্ত শর্তাবলী, সুযোগ-সুবিধা ও আবেদন পদ্ধতি নিম্নরূপ:

অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী:
বাজার সম্পর্কে সুদৃঢ় ধারণা ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।
ভালোমানের বিশ্লেষণী দক্ষতা ও লাভ-ক্ষতির হিসাব বুঝতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে প্রভাববিস্তারকারী যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে।
এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং সিআরএম ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
ব্যবসার ধারাবাহিক বৃদ্ধি ও তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা থাকতে হবে।

 

প্রদত্ত সুবিধাসমূহ:

  • সুস্পষ্ট ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা।
  • সহায়ক ও সহযোগিতামূলক কর্মপরিবেশ।
  • আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ।
  • ব্যক্তিগত দক্ষতা বিকাশের সুযোগ।
  • প্রয়োজনে বিদেশ ভ্রমণের সুযোগ (ট্রেড ফেয়ার/প্রদর্শনীতে অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য)।
  • প্রতিযোগিতামূলক বেতন কাঠামো।

 

প্রধান সুবিধাসমূহ:

  • উৎসব বোনাস।
  • বার্ষিক কর্মদক্ষতা বোনাস।
  • প্রভিডেন্ট ফান্ড।
  • গ্র্যাচুইটি সুবিধা।
  • লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স (এলএফএ)।
  • কর্মী ও তার নির্ভরশীলদের জন্য হাসপাতালে চিকিৎসা সুবিধা।
  • বহির্বিভাগ চিকিৎসা সুবিধা।
  • গ্রুপ লাইফ ইনস্যুরেন্স।
  • বাৎসরিক, নৈমিত্তিক ও অসুস্থতাজনিত ছুটি।
  • কোম্পানি নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সুবিধা।

 

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীগণকে বিস্তারিত জীবনবৃত্তান্ত সহ নিচের ই-মেইল ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে:
aboni.rabaya@benchembd.com
(ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে)

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: বেনকেম বাংলাদেশ লিমিটেড নিয়োগ, বেনকেম বাংলাদেশ অফিসার নিয়োগ ২০২৫, ব্রেনট্যাগ বাংলাদেশ চাকরি বিজ্ঞপ্তি, বেনকেম বাংলাদেশ চাকরি, বাংলাদেশ কেমিক্যাল কোম্পানি নিয়োগ, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল কোম্পানিতে চাকরি, কেমিক্যাল সেলস অফিসার নিয়োগ, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার, বেনকেম লিমিটেড সেলস ম্যানেজার চাকরি, ঢাকায় কেমিক্যাল কোম্পানির চাকরি, সলভেন্টস কোম্পানিতে নিয়োগ, কেমিক্যাল সেক্টরে অফিসার নিয়োগ, কেমিক্যাল সেলস এক্সিকিউটিভ নিয়োগ, বেনকেম কেমিক্যাল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি, কেমিক্যাল কোম্পানি চাকরির সার্কুলার ২০২৫, chemical company job circular 2025, industrial chemical sales officer job, chemical sales executive vacancy, chemical sector jobs in Bangladesh, Dhaka chemical company job circular, Benchem Bangladesh job, Brenntag Bangladesh career opportunity, officer recruitment in chemical industry.

 

ঘোষণা: ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments