Type Here to Get Search Results !

যমুনা গ্রুপ - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (৩টি নিয়োগ বিজ্ঞপ্তি এক সাথে)

0



যমুনা গ্রুপ (যমুনা পেপার মিলস লিমিটেড)- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

বাংলাদেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড, যা ডুপ্লেক্স বোর্ড, ফোল্ডিং এবং কোটিং পেপার উৎপাদনে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের হেড অফিসকারখানায় বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ১ম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৪ জুলাই, ২০২৫, ২য় ৩য় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৫ জুলাই, ২০২৫

 

আবেদন শুরু: আবেদন শুরু

 

আবেদনের শেষ:  ২২ জুলাই ২০২৫ইং

 

যমুনা গ্রুপ: একটি প্রামাণ্য পরিচিতি

উৎপত্তি ও ইতিহাস: যমুনা পেপার মিলস লিমিটেড যমুনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা বাংলাদেশে কাগজ ও কাগজজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিল্পটি গড়ে ওঠে যমুনা গ্রুপের বহুমুখী শিল্প উদ্যোগের অংশ হিসেবে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি উচ্চমানের ডুপ্লেক্স বোর্ড, ফোল্ডিং পেপার এবং কোটিং পেপার উৎপাদন করে আসছে।

 

প্রতিষ্ঠানের আইন ও নীতিমালা: প্রতিষ্ঠানটি কোম্পানিজ আইন ১৯৯৪ (Bangladesh Companies Act, 1994) অনুসারে নিবন্ধিত একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান। এর পরিচালনা ও কর্মপরিচালনা প্রতিষ্ঠান প্রণীত নিজস্ব Human Resource Policy, Occupational Safety Standards এবং Environmental Guidelines অনুসরণ করে পরিচালিত হয়।

 

সদর দপ্তর ও শাখাসমূহ

  • সদর দপ্তর: যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স, বারিধারা, ঢাকা।
  • কারখানা/উৎপাদন শাখা: যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যমুনা সিটি, টাঙ্গাইল।

প্রতিষ্ঠানের আরও কিছু শোরুম এবং মার্কেটিং অফিস দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত।

 

পদের সংখ্যা:  ৬৬ টি

 

লোকবল নেবে: ৩২২ জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি: ১

যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।


নিয়োগ বিজ্ঞপ্তি: ২

যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।


নিয়োগ বিজ্ঞপ্তি: ৩

যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



সূত্র: যমুনা পেপার মিলস লিমিটেড, দৈনিক যুগান্তর

 

আবেদন করুন: আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদনপত্র আগামী ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি অথবা career@jamunapaper.com ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

ঠিকানা:
পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন)
যমুনা গ্রুপ
যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪
কুড়িল, প্রগতি সরণি, বারিধারা
ঢাকা-১২২৯, বাংলাদেশ।

 

যমুনা পেপার মিলস লিমিটেড - কার্যক্রম ও বৈশিষ্ট্য

প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য

  • উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের ডুপ্লেক্স বোর্ড, ফোল্ডিং পেপার, কোটিং পেপার উৎপাদন।
  • স্থানীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানির সম্ভাবনা সৃষ্টি।
  • পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তিউন্নত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা
  • দক্ষ ও প্রশিক্ষিত জনবল দ্বারা পরিচালিত উৎপাদন প্রক্রিয়া।
  • গুণগত মান নিয়ন্ত্রণ (Quality Control) পদ্ধতি কঠোরভাবে অনুসরণ।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন যন্ত্রপাতি সংযোজন।
  • বিদেশি বাজারে রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা।
  • পরিবেশবান্ধব পণ্যের বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ।
  • দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধি।
  • কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা।

 

যোগাযোগের ঠিকানা

যমুনা পেপার মিলস লিমিটেড
সদর দপ্তর:
যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স,
বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৯৮৮৭৬৮১
ইমেইল: info@jamunagroup.com.bd
ওয়েবসাইট: www.jamunagroup.com.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি, যমুনা গ্রুপ চাকরি, jamuna group job circular, jamuna group career, যমুনা গ্রুপে নিয়োগ, যমুনা গ্রুপ জব, যমুনা গ্রুপ ফ্যাক্টরিতে চাকরি, যমুনা গ্রুপ হেড অফিস নিয়োগ, jamuna group factory job, jamuna group office job, বেসরকারি কোম্পানির চাকরি, কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি, ঢাকায় কোম্পানির চাকরি, বাংলাদেশ কোম্পানি চাকরি, private company job in bangladesh, jamuna group latest job circular, jamuna group job update, jamuna group recruitment notice, jamuna group online apply, যমুনা গ্রুপ অনলাইন আবেদন, যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, jamuna group job news 2025. যমুনা পেপার মিলস নিয়োগ বিজ্ঞপ্তি, যমুনা পেপার মিলস চাকরি, jamuna paper mills job circular, jamuna paper mills career, যমুনা পেপার মিলস ফ্যাক্টরিতে চাকরি, যমুনা পেপার মিলস হেড অফিস নিয়োগ, jamuna paper mills factory job, jamuna paper mills office job, যমুনা পেপার মিলস নতুন চাকরি, যমুনা পেপার মিলস অনলাইন আবেদন, jamuna paper mills online apply, jamuna paper mills job news, যমুনা পেপার মিলস নিয়োগ ২০২৫, যমুনা গ্রুপ পেপার মিলস চাকরি, paper mills job in bangladesh, কাগজ মিলের চাকরি, ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি কোম্পানির চাকরি, কোম্পানি চাকরির খবর ২০২৫, jamuna paper mills latest job circular.

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments