Type Here to Get Search Results !

আকিজ ইলেকট্রিকসে National Sales Manager - NSM নিয়োগ

0



আকিজ ইলেকট্রিকসে National Sales Manager - NSM নিয়োগ


জাতীয় বিক্রয় ব্যবস্থাপক (National Sales Manager - NSM)


আকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড (Akij Electrics & Electronics Limited - AEEL), আকিজ ভেঞ্চার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্প গ্রুপ হিসেবে পরিচিত। ফুড ও বেভারেজ খাতে অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি ডেইরি, স্বাস্থ্য ও হাইজিন, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, সাইকেল, বীমা এবং কৃষি ব্যবসা খাতে সাফল্যের সাথে কার্যক্রম পরিচালনা করছে।


পদের দায়িত্বসমূহ:

  • বিক্রয় কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন করা।
  • দেশের সকল অঞ্চলে বিক্রয় টিমকে নেতৃত্ব দেওয়া ও বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
  • দৈনন্দিন বিক্রয় কার্যক্রম তদারকি করা ও বিক্রয় পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।
  • বিক্রয় সম্পর্কিত পারফরম্যান্স বিশ্লেষণ করা এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা।
  • কোম্পানির পণ্য প্রচারের জন্য বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ইভেন্ট ইত্যাদিতে অংশগ্রহণ করা।
  • মাসিক ও বাৎসরিক বিক্রয় পূর্বাভাস প্রস্তুত করা।
  • বিক্রয় দলের সমস্যার তাৎক্ষণিক ও কার্যকর সমাধান প্রদান করা।
  • গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করার লক্ষ্যে সেবা মান উন্নয়ন করা।


শিক্ষাগত যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে মাস্টার্স/এমবিএ ডিগ্রি (মার্কেটিং-এ মেজর হলে অগ্রাধিকার পাওয়া যাবে)।


অভিজ্ঞতা:

  • ন্যূনতম ১৫ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা।
  • ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য খাতে NSM বা অনুরূপ পদে কাজ করার প্রমাণিত অভিজ্ঞতা।


প্রয়োজনীয় দক্ষতা:

  • বাংলাদেশের বাজার ও ভোক্তা আচরণ সম্পর্কে সম্যক ধারণা।
  • বিক্রয় বিশ্লেষণ দক্ষতা, ডিস্ট্রিবিউটর ও বিক্রয় টিম ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা।
  • নেতৃত্ব, যোগাযোগ, আন্তঃব্যক্তিক সম্পর্ক গঠন ও গ্রাহকসেবামুখী মনোভাব।

নিয়োগ বিজ্ঞপ্তি:

 

আকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 


সূত্রআকিজ ইলেকট্রিকস অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড


বয়সসীমা: ৩৫ হতে ৪৫ বছর।


বেতন-ভাতা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।


আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৭ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত career@akijfood.com ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: আকিজ ইলেকট্রিকস নিয়োগ বিজ্ঞপ্তি, আকিজ ইলেকট্রিকস চাকরি ২০২৫, আকিজ ইলেকট্রিকস NSM পদে নিয়োগ, আকিজ গ্রুপ নতুন চাকরি, আকিজ ইলেকট্রিকস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, আকিজ ইলেকট্রনিক্স জব সার্কুলার, আকিজ NSM পদে চাকরি, আকিজ গ্রুপ বিক্রয় ব্যবস্থাপক নিয়োগ, আকিজ ইলেকট্রিকস সেলস ম্যানেজার জব, National Sales Manager নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, আকিজ ইলেকট্রিকস মার্কেটিং চাকরি, আকিজ গ্রুপের অধীন চাকরি, আকিজ গ্রুপ নতুন নিয়োগ, NSM Job Circular Akij Electronics, আকিজ গ্রুপ সেলস টিম নিয়োগ, akij group jobs 2025, akij electronics sales manager job, akij electronics job circular 2025, national sales manager job in akij, akij electric job apply, akij job news, akij electronics job news.

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments