আলায়েন্স বিল্ডার্স
লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদবী ১: সিনিয়র
এক্সিকিউটিভ / সহকারী ব্যবস্থাপক (ক্রেডিট রিয়েলাইজেশন)
পদসংখ্যা: ২৫ জন
🔹 মূল দায়িত্বসমূহঃ
আলায়েন্স বিল্ডার্স
লিমিটেড তাদের ক্রেডিট রিয়েলাইজেশন টিমে যোগদানের জন্য উদ্যমী, কর্মক্ষম ও ফলাফলমুখী প্রার্থী খুঁজছে। এই
পদে নির্বাচিত ব্যক্তি গ্রাহকদের কাছ থেকে সময়মতো পাওনা আদায়, বকেয়া কমানো এবং দীর্ঘমেয়াদি গ্রাহক সম্পর্ক রক্ষা করার দায়িত্ব পালন
করবেন।
প্রধান দায়িত্বসমূহঃ
- বিভিন্ন
ক্লায়েন্টের কাছ থেকে নির্ধারিত সময়ে রাজস্ব সংগ্রহ নিশ্চিত করা।
- প্রাপ্ত অর্থের
বিপরীতে মানি রিসিপ্ট ইস্যু করা।
- প্রতিটি
ক্লায়েন্টের পৃথক ফাইল সংরক্ষণ (আবেদনপত্র, চুক্তিপত্র, রিসিপ্ট,
পত্রাদি ইত্যাদি)।
- দৈনিক ও মাসিক
রাজস্ব সংগ্রহের প্রতিবেদন প্রস্তুত করা।
- মাসিক বকেয়া ও
অসম্পূর্ণ চুক্তির তালিকা প্রস্তুত করা।
- রাজস্ব সংগ্রহের
লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণ করা।
- বকেয়া আদায়ের
জন্য পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করা।
- আর্থিক
প্রতিষ্ঠানের মাধ্যমে ক্লায়েন্টদের ঋণ সংগ্রহ ও পরিশোধ প্রক্রিয়া তদারকি করা।
- ক্লায়েন্টদের
চূড়ান্ত হিসাব বিবরণী প্রস্তুত করা।
- অগ্রিম ও
বিলম্বিত অর্থের ক্ষেত্রে ছাড় বা সুদ গণনা করা।
- নির্ধারিত
কিস্তি সময়মতো আদায় নিশ্চিত করা।
- নিয়মিত
ক্লায়েন্টদের সাথে ফোন, ইমেইল
বা পত্রযোগে যোগাযোগ রাখা।
- বিলম্বিত
অর্থপ্রদানের ক্ষেত্রে স্মারকপত্র, সতর্কীকরণ চিঠি বা বাতিলকরণ পত্র ইস্যু করা।
- প্রয়োজনে
গ্রাহকের রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা।
- হিসাব বিভাগে
সমন্বয়ের মাধ্যমে ক্লায়েন্ট ক্লিয়ারেন্স নিশ্চিত করা।
- গ্রাহকের সাথে
কঠিন পরিস্থিতিতে পেশাদার আচরণ বজায় রাখা।
- চুক্তি থেকে
রেজিস্ট্রেশন পর্যন্ত গ্রাহকের সাথে সুসম্পর্ক রক্ষা করা।
📚 শিক্ষাগত যোগ্যতা:
- স্নাতক/সমমান বা
স্নাতকোত্তর ডিগ্রি।
- জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
💼 অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট
ক্ষেত্রে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- রিয়েল এস্টেট
খাতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
🧠 প্রয়োজনীয় দক্ষতাঃ
অ্যাকাউন্টস ও
ফাইন্যান্স, কোল্ড কলিং,
কাস্টমার হ্যান্ডলিং।
👥 বয়সসীমা:
২৩ থেকে ৪২ বছর
(পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন)।
📍 কর্মস্থল:
ঢাকা (মিরপুর-১০)
💰 বেতন:
মাসিক ২০,০০০ থেকে ৩৫,০০০ টাকা
🕓 আবেদনের শেষ তারিখ:
৫ ডিসেম্বর, ২০২৫
পদবী ২: সিনিয়র
এক্সিকিউটিভ / সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) – হোটেল শেয়ার
পদসংখ্যা: ২৫ জন
🔹 মূল দায়িত্বসমূহঃ
নির্বাচিত
প্রার্থীদের কক্সবাজার ও কুয়াকাটায় হোটেল শেয়ার এবং ঢাকায় অ্যাপার্টমেন্ট
বিক্রির দায়িত্ব পালন করতে হবে।
এছাড়াও ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করতে
হবে।
📚 শিক্ষাগত যোগ্যতা:
- স্নাতক/সমমান
ডিগ্রি।
💼 অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট
ক্ষেত্রে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইনস্যুরেন্স, এমএলএম, ফার্মাসিউটিক্যাল,
এফএমসিজি, মাল্টিন্যাশনাল বা রিয়েল
এস্টেট খাতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
🧠 প্রয়োজনীয় দক্ষতাঃ
- বিক্রয় ও বিপণন
কৌশলে পারদর্শিতা।
- হোটেল শেয়ার ও
অ্যাপার্টমেন্ট বিক্রিতে বাস্তব অভিজ্ঞতা।
- বিক্রয়
পূর্বাভাস ও রাজস্ব পরিকল্পনা করতে সক্ষম।
- চ্যালেঞ্জ
গ্রহণে সক্ষম এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।
- বাংলা ও ইংরেজি
ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা।
👥 বয়সসীমা:
২৮ থেকে ৫০ বছর
(পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন)।
📍 কর্মস্থল:
ঢাকা (মিরপুর-১০)
💰 বেতন:
মাসিক ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা
🕓 আবেদনের শেষ তারিখ:
৫ ডিসেম্বর, ২০২৫
🏢 প্রতিষ্ঠানের নাম:
আলায়েন্স বিল্ডার্স
লিমিটেড
📍 ঠিকানা: ৬৪০, ১ম তলা, পশ্চিম কাজীপাড়া,
(শপনো লাইফ এর বিপরীত পাশ), মিরপুর, ঢাকা-১২১৬
🏗️ ব্যবসার
ধরন: আলায়েন্স বিল্ডার্স লিমিটেড বাংলাদেশের একটি
স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন স্থানে
আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন করে থাকে এবং সম্ভাব্য ক্রেতাদের জন্য
আধুনিক মানসম্পন্ন অ্যাপার্টমেন্ট বিক্রি করে থাকে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
আলায়েন্স বিল্ডার্স
লিমিটেড - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: আলায়েন্স বিল্ডার্স লিমিটেড, BDJOBS
আবেদন প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/alliancebuilders/alliancebuilders3.htm
https://hotjobs.bdjobs.com/jobs/alliancebuilders/alliancebuilders4.htm
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
আলায়েন্স বিল্ডার্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫, Alliance
Builders Ltd job circular 2025, real estate company job Bangladesh, Mirpur
Dhaka job circular, Sr Executive Credit Realization job Bangladesh, Assistant
Manager Sales Marketing job, hotel share sales job Cox’s Bazar, Kuakata hotel
share job circular, apartment sales job Dhaka, real estate marketing job
Bangladesh, Alliance Builders career, private company job circular Dhaka, real
estate company job 2025, sales executive job Bangladesh, credit collection
officer job Bangladesh, Mirpur job vacancy 2025, BanglaJobNews real estate jobs
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


.png)
Post a Comment
0 Comments