বাংলাদেশ সিভিল
সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমি- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সিভিল সার্ভিস
(বিসিএস) প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি
নিয়োগের লক্ষ্যে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে
অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই
গ্রহণযোগ্য হবে;
ডাকযোগ বা সরাসরি কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫
আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৫
আবেদনের
শেষ: ১৪ আগস্ট ২০২৫
বাংলাদেশ সিভিল
সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমি: একটি প্রামাণ্য পরিচিতি
উৎপত্তি ও ইতিহাস
- প্রতিষ্ঠিত: গেজেটেড অফিসার্স ট্রেনিং একাডেমি (GOTA) → ১৯৭৭–এ
সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি (COTA) → ২১
অক্টোবর ১৯৮৭–এ বর্তমান নামে বিসিএস প্রশাসন একাডেমি হিসেবে যাত্রা
শুরু ।
- প্রথম প্রশিক্ষণ কোর্স: ২১ অক্টোবর ১৯৮৭–৩০ জানুয়ারি
১৯৮৮ (৩ মাস) কোর্সে ৫৭ জন প্রশাসন ক্যাডার কর্মকর্তার অংশগ্রহণ।
- ১৯৮৯–১৯৯৬ খ্রিস্টাব্দে, ফরেন সার্ভিস ক্যাডারের
প্রশিক্ষণও এখানে পরিচালিত হত।
প্রতিষ্ঠানের আইনগত
কাঠামো
- আবদ্ধতা: এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন এক
সংযুক্ত প্রশাসনিক প্রতিষ্ঠান ।
- নেতৃত্ব: রেক্টর (সচিব র্যাংকের) নেতৃত্বে
পরিচালিত, তিন জন পরিচালক (উপ সচিব স্তর) ও ডেপুটি সচিব
স্তরের ১২০+ কর্মীবল রয়েছে।
সদর দপ্তর ও শাখাসমূহ
- ঠিকানা: ১৪, বিসিএস
প্রশাসন একাডেমি, শাহবাগ রোড, শাহবাগ,
ঢাকা–১২১৭ ।
- সরাসরি শাখা:
- গ্রন্থাগার (প্রায় ৫১,০০০
টাইটেল, মুক্তিযুদ্ধ কর্নারসহ)
- ভাষা ও কম্পিউটার ল্যাব, মেডিকেল
সেন্টার, রিক্রিয়েশন রুম, অডিটোরিয়াম
ইত্যাদি
পদের
সংখ্যা: ০৭ টি
লোকবল
নেবে: ১৫ জন
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ সিভিল
সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমি- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ
সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমি
আবেদন
করুন: http://bcsaa.teletalk.com.bd
আবেদন সংক্রান্ত
শর্তাবলি ও নির্দেশনাবলি
ক. সরকারের সর্বশেষ
প্রজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে
হতে হবে। বয়সের প্রমাণস্বরূপ শুধুমাত্র যথাযথ সরকারি নথি গ্রহণযোগ্য হবে; কোনো ধরণের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
খ. জনপ্রশাসন
মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২৩ জুলাই ২০২৪ তারিখের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে কোটা
পদ্ধতি অনুসরণ করা হবে।
গ. আবেদনকারী যদি
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত, শারীরিক
প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গের হন, তবে তা আবেদন ফরমে
স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
ঘ. পদের তালিকার ২
নম্বর ক্রমিক অনুযায়ী যেসব আবেদনকারী বিভাগীয় কোটা প্রাপ্ত, তাদের
ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
ঙ. যারা সরকারি, আধা-সরকারি
বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরিরত, তাদের অবশ্যই
যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে অনাপত্তিপত্র (NOC) সংগ্রহপূর্বক
আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate ঘরে টিক (✔) চিহ্ন দিতে হবে। মৌখিক
পরীক্ষার সময় মূল ছাড়পত্র জমা দিতে হবে।
চ. আবেদন ফরমে
প্রার্থীর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা ছাড়াও যাবতীয় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে
হবে। পরবর্তীতে চাকরিতে নির্বাচিত হলে নতুন করে অতিরিক্ত শিক্ষাগত সনদ যোগ করার
সুযোগ থাকবে না।
ছ. নিয়োগ প্রক্রিয়া
সম্পূর্ণরূপে সরকারের প্রচলিত বিধি-বিধান, আদেশ ও কোটানীতির আওতায় পরিচালিত হবে। কোনো
সংশ্লিষ্ট বিধান ভবিষ্যতে পরিবর্তিত হলে, তা মেনে চলা হবে।
জ. প্রার্থীদের লিখিত, ব্যবহারিক
(যদি প্রযোজ্য হয়) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার স্থান ও সময়
সংশ্লিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অথবা একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা
হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
ঝ. মৌখিক পরীক্ষার সময়
প্রার্থীদের সকল মূল সনদপত্র এবং সত্যায়িত ফটোকপিসহ পূরণকৃত আবেদন ফরম জমা দিতে
হবে।
ঞ. আবেদনকারীদের জাতীয়
পরিচয়পত্রের একটি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
ট. পদের তালিকায় ১
নম্বর ক্রমিকের জন্য "সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ
বিধিমালা, ২০১৯" এবং ২–৭ নম্বর ক্রমিকের জন্য "বিসিএস প্রশাসন একাডেমির
নিয়োগ বিধিমালা, ২০২৩" অনুসরণ করে নিয়োগ সম্পন্ন করা
হবে।
ঠ. নিয়োগকারী কর্তৃপক্ষ
পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তির যেকোনো অংশ সংশোধন বা পুরো বিজ্ঞপ্তি বাতিলের
অধিকার সংরক্ষণ করেন।
ড. নিয়োগ সংক্রান্ত
যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ সিভিল
সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমি - কার্যক্রম ও বৈশিষ্ট্য
কার্যক্রম ও
বৈশিষ্ট্য
- প্রাথমিক ও পেশাজীবন প্রশিক্ষণ:
- নবীন সহকারি কমিশনার/সহ সচিবদের জন্য ৫‑মাস
আইন ও প্রশাসন কোর্স;
- ম্যাজিস্ট্রেট, ল্যান্ড
অফিসারদের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ;
- উপ‑জেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য
উন্নত প্রশিক্ষণ ।
- শিক্ষাদান ছাড়াও গবেষণা ও প্রকাশনা:
- বার্ষিক জার্নাল, গবেষণাপত্র,
পেশাদার গ্রন্থাদি প্রকাশ;
- সেমিনার, কর্মশালা ও অভিজ্ঞতা
বিনিময়ের আয়োজন ।
- বিশেষত গুরুত্বারোপ: দলগত মনোভাব, ফৌজদারি ও ভূমি আইন, সুশাসন, আইটি দক্ষতা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী
অনুশীলনে।
- আরো সুযোগ: একাডেমি কর্তৃক–ট্রেনিং সফর, বাস্তবমুখী পাঠদান পদ্ধতি এবং মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড
ম্যানেজমেন্ট (MPPM) কোর্স পরিচালনা ।
ভবিষ্যৎ পরিকল্পনা ও
উদ্যোগ
- ভিশন‑মিশন: দক্ষ ও নৈতিক প্রশাসনিক মানবসম্পদ গঠন;
২০২১ লক্ষ্য রেখে ২০৪১ সালের দিকে উন্নত আয়োন্নত রাষ্ট্র
বিনির্মাণে ভুমিকা পালন ।
- প্রসার ও আধুনিকীকরণ:
- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৬০
ঘণ্টা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা;
- ভবিষ্যতে কেরানীগঞ্জে “বঙ্গবন্ধু বিসিএস
প্রশাসন একাডেমি” নামে নতুন ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব — প্রায় ৳১৮.৩৩ বিলিয়ন ব্যয়ে।
যোগাযোগের ঠিকানা ও
তথ্য
- মূল ঠিকানা:
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি
১৪, শাহবাগ রোড, শাহবাগ,
ঢাকা–১২১৭
ফোন: ০২‑৫৫১৬৫৯০১
ওয়েবসাইট: bcsadminacademy.gov.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ
সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া
হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: বিসিএস প্রশাসন
একাডেমি নিয়োগ ২০২৫, bcs administration academy job circular 2025, প্রশাসন
একাডেমি চাকরি বিজ্ঞপ্তি, বিসিএস একাডেমি নিয়োগ সার্কুলার,
bcs academy job apply, প্রশাসন একাডেমি আবেদন ফরম, প্রশাসন একাডেমি চাকরির যোগ্যতা, বিসিএস প্রশাসন
একাডেমি অফিস সহকারী নিয়োগ, সরকারি চাকরি বিজ্ঞপ্তি ২০২৫,
bd govt job circular 2025, teletalk bcsaa job apply, besaa.teletalk.com.bd
apply, প্রশাসন একাডেমি অনলাইন আবেদন, জনপ্রশাসন
মন্ত্রণালয় চাকরি, admin academy job circular 2025,
bcsaa.teletalk.com.bd job circular, bcsaa application form 2025, bcs job 2025,
bcs নিয়োগ আবেদন।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments