Type Here to Get Search Results !

বাংলাদেশ সেনাবাহিনী- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

0



বাংলাদেশ সেনাবাহিনী- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন

৮৬তম বিএমএ স্পেশাল (এএমসি) কোর্স

সমরে ও শান্তিতে রাখিব সুস্থ

 

উল্লেখ্য: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নির্ধারিত বিধি অনুযায়ী সকল শর্ত পূরণ করতে হবে।

 

বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩ জুলাই ২০২৫

 

আবেদন শুরু:  ১৪ জুলাই ২০২৫

 

আবেদনের শেষ:  ০৯ আগস্ট ২০২৫

 

বাংলাদেশ সেনাবাহিনী: একটি প্রামাণ্য পরিচিতি

উৎপত্তি ও ইতিহাস: বাংলাদেশ সেনাবাহিনীর সূচনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়, যখন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের নিয়েই গড়ে ওঠা সেনাবাহিনী পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ, সুশৃঙ্খল ও দক্ষ বাহিনীতে পরিণত হয়। স্বাধীনতার পর সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

প্রতিষ্ঠানের আইন: বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হয় “Army Act, 1952” এবং পরবর্তীতে প্রণীত “Bangladesh Army Rules” ও অন্যান্য সংশ্লিষ্ট সামরিক বিধিমালার অধীনে। এসব আইনের মাধ্যমে বাহিনীর কাঠামো, শৃঙ্খলা, নিয়োগ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।

 

সদর দপ্তর ও শাখাসমূহ:

  • সেনা সদর দপ্তর (Army Headquarters):
    ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ।
  • প্রধান শাখাসমূহ:
    ১. পদাতিক (Infantry)
    ২. আর্টিলারি (Artillery)
    ৩. ইঞ্জিনিয়ার্স (Engineers)
    ৪. সিগন্যাল (Signals)
    ৫. লজিস্টিকস, চিকিৎসা, গোয়েন্দা, সামরিক পুলিশ, এভিয়েশনসহ বিভিন্ন শাখা ও ইউনিট
  • কমান্ড কাঠামো:
    বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বিভিন্ন অঞ্চল ভিত্তিক কমান্ডে বিভক্ত (যেমন: ১১, ২৪, ৩৩, ৫৫, ১০ পদাতিক ডিভিশন)।

 

পদের সংখ্যা:  বিজ্ঞপ্তিতে রয়েছে

 

লোকবল নেবে: বিজ্ঞপ্তিতে রয়েছে

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ সেনাবাহিনী - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



সূত্র: বাংলাদেশ সেনাবাহিনী

 

আবেদন করুন:  https://join.army.mil.bd

 

আবেদন সংক্রান্ত শর্তাবলি ও নির্দেশনাবলি

যোগ্যতা:

১। বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

 

২। শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

ক্রমিক

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য

মহিলা প্রার্থীদের জন্য

ক।

উচ্চতা

১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)

খ।

ওজন*

৫৭.০০ কেজি (১২৬ পাউন্ড)

৪৮.০০ কেজি (১০৫ পাউন্ড)

গ।

বুক

স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

বিঃদ্রঃ বয়স ও উচ্চতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত ওজন স্কেলের অতিরিক্ত ওজন থাকলে প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে।

 

৩। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):

  • আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা):
  • ১. এমবিবিএস ডিগ্রি (সরকার স্বীকৃত মেডিকেল কলেজ হতে)।
  • ২. বিএমএতে যোগদানের পূর্বে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে এবং ইন্টার্নশিপ সনদপত্র জমা দিতে হবে।
  • ৩. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (কিন্তু কোনো পরীক্ষায় জিপিএ ৪.৫০ এর কম গ্রহণযোগ্য নয়) থাকতে হবে।

 

৪। বৈবাহিক অবস্থা:

  • পুরুষ প্রার্থীরা: সাধারণত অবিবাহিত হতে হবে। তবে, ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ২৬ বছর বা তদূর্ধ্ব বয়সের ক্ষেত্রে বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • মহিলা প্রার্থীরা: বিবাহিত বা অবিবাহিত, উভয় প্রকার আবেদন করতে পারবেন।

 

৫। জাতীয়তা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

 

অযোগ্যতা:

৬। সেনা, নৌ বা বিমান বাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি থেকে অযোগ্য ঘোষণা, বরখাস্ত বা অপসারণপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না।

 

৭। আইএসএসবি কর্তৃক সর্বোচ্চ ২ (দুই) বার স্ক্রিন আউট বা রেড কার্ডপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে ৫ (পাঁচ) বছর পূর্বে এমন স্ক্রিন আউট বা রেড কার্ডপ্রাপ্তদের জন্য আবেদন করার সুযোগ থাকবে। একবার স্ক্রিন আউট ও একবার রেড কার্ডপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন।

 

৮। যাদের চোখের নিকট বা দূর দৃষ্টি ২.৫ ডাইঅপ্টারের বেশি বা অ্যাস্টিগমাটিজম ১.০ ডাইঅপ্টারের বেশি, তারা অযোগ্য বিবেচিত হবেন।

 

৯। সেনা, নৌ অথবা বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

 

১০। মেডিকেল বা ডেন্টাল কলেজের পেশাগত পরীক্ষাগুলোতে ২ (দুই) এর বেশি বিষয়ে রেফার্ড প্রাপ্তরা সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য হবেন।

 

১১। দ্বৈত নাগরিকত্বধারী কিংবা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

 

১২। আবেদন প্রক্রিয়ার যেকোনো ধাপে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আবেদন পদ্ধতি:

১৩। ১৪ জুলাই ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

 

১৪। আবেদন করতে হলে https://join.army.mil.bd ওয়েবসাইটে গিয়ে হোমপেজের ডান দিকে থাকা "Apply Now" অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট কোর্সের জন্য আবেদন সম্পন্ন করতে হবে।

 

১৫। আবেদনকারীকে টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ, রকেট বা অনুরূপ যেকোনো মাধ্যম ব্যবহার করে আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ আরও ১,০০০/- (এক হাজার) টাকা—মোট ২,০০০/- (দুই হাজার) টাকা (ফিরতযোগ্য নয়) পরিশোধ করতে হবে। ওয়েবসাইটের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে ফি পরিশোধের পর সঙ্গে সঙ্গে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার সংগ্রহ করা যাবে।

 

বাংলাদেশ সেনাবাহিনী - কার্যক্রম ও বৈশিষ্ট্য

কার্যক্রম ও বৈশিষ্ট্য

  • প্রাথমিক মিশন: সার্বভৌমত্ব ও দেশের নিরাপত্তা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহায়তা, দুর্যোগ-সহায়তা, ও রাষ্ট্র-নির্মাণ কার্যক্রমে অংশগ্রহণ
  • শান্তি রক্ষা মিশন: ১৯৮৮ সাল থেকে প্রায় ৪০টি দেশে ইউন নোগল্পে অংশ নিচ্ছে; বর্তমানে ~,০৮৫ সদস্য নিয়োজিত, এবং ১২৪ জন শহীদ হয়েছি
  • চট্টগ্রাম হিলস ও শান্টি বাহিনী বিরোধ: ১৯৯৭ সালে শান্তি চুক্তির মাধ্যমে এই দীর্ঘ সংঘাত মীমাংসিত হয়েছে এবং সেনাবাহিনী এখনও আইন-শৃঙ্খলা বজায় রাখছে
  • আরো কার্যক্রম: রাস্তা, সেতু নির্মাণ, NIDs/পাসপোর্ট ইস্যু, নদী বাঁধ, করোনা-সহায়তা, বন্যাদাবী সহায়তা, রানা প্লাজা দুর্যোগে উদ্ধার তাহাদীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

 

আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা (Forces Goal 2030)

  • সংগঠনিক বৃদ্ধি: পূর্ব, মধ্য ও পশ্চিম অঞ্চলে তিনটি স্বতন্ত্র কোর যোজনা, মোট ১০টি ইন্ফ্যান্ট্রি ডিভিশনে উন্নীত
  • প্রযুক্তিগত উन्नয়ন:
    • আধুনিক ট্যাঙ্ক, রডার, সেলফ-প্রোপেল্ড গান, FM-90, ড্রোন ও ইউএভি (যেমন Bayraktar TB2) অর্জন ।
    • সাইবার যুদ্ধ ইউনিট, স্যাটেলাইট নজরদারি, AI ও বিগ ডেটা বিশ্লেষণ চালু হচ্ছে ।
  • শিক্ষা প্রতিষ্ঠান ও দক্ষতা:
    • BMA, NDC, MIST, AFWC, AFMC BUP-এর মাধ্যমে অঙ্গাসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য বিষয়ে আধুনিক প্রশিক্ষণ প্রদান ।

 

যোগাযোগের ঠিকানা

  • Army Headquarters
    Dhaka Cantonment, Dhaka‑1206, Bangladesh
  • Bangladesh Military Academy (BMA)
    Bhatiary, Chittagong, Bangladesh

অধিকাংশ শাখা ও স্পেশালাইজড ইউনিট ভিন্ন ভিন্ন ক্যান্টনমেন্টে অবস্থিত। বিস্তারিত জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫, সেনাবাহিনী চাকরি বিজ্ঞপ্তি ২০২৫, army job circular 2025, bangladesh army job 2025, সেনাবাহিনীতে নিয়োগ ২০২৫, BD army circular 2025, সেনাবাহিনী ট্রেনিং নিয়োগ ২০২৫, নতুন সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ আর্মি নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনী চাকরির আবেদন প্রক্রিয়া, army job apply 2025, সেনাবাহিনী চাকরি আবেদনের শেষ তারিখ, বাংলাদেশ আর্মি চাকরির সুযোগ, army Sainik job circular, অফিসার ক্যাডেট নিয়োগ ২০২৫, বিএমএ ২০২৫ নিয়োগ, সেনাবাহিনী চাকরির যোগ্যতা ও শর্তাবলী, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ফর্ম, সেনাবাহিনী চাকরির ওয়েবসাইট, join Bangladesh army 2025, BD army job news 2025

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments