আস-সুন্নাহ ফাউন্ডেশন
- প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৫
বিশ্ববিদ্যালয়পড়ুয়া (জেনারেল
ব্যাকগ্রাউন্ডের) শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্পন্ন আরবি ভাষা শিক্ষা
প্রদানের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান প্রশিক্ষক
নিয়োগ দেওয়া হবে, ইনশাআল্লাহ।
পদবির বিবরণ
আরবি ভাষা প্রশিক্ষক
– ০৩ জন
আস-সুন্নাহ ফাউন্ডেশন
- প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও দর্শন
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সমাজকল্যাণমূলক
ও শিক্ষাভিত্তিক ইসলামি প্রতিষ্ঠান, যা সমাজে আহলে
সুন্নাহ ওয়াল জামাআহ ভিত্তিক বিশুদ্ধ ইসলামি জ্ঞান বিস্তার, মানবকল্যাণ এবং নৈতিকতাপূর্ণ নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করছে।
প্রধান কার্যক্রমসমূহ
১. ইসলামি শিক্ষা ও
প্রশিক্ষণ
- আরবি ভাষা, কুরআন, হাদীস,
ফিকহ ও আকীদাভিত্তিক শর্টকোর্স, অনলাইন
ক্লাস এবং লাইভ সেমিনার
- বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের জন্য ‘জেনারেল টু ইসলামি
স্কলার’ মডেলভিত্তিক শিক্ষা কার্যক্রম
- আরবি ভাষা কেন্দ্র (Arabic Language Center) পরিচালনা
২. প্রকাশনা ও মিডিয়া
- ইসলামি বই, পুস্তিকা ও অনলাইন আর্টিকেল প্রকাশ
- ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়
দ্বীন প্রচার
- প্রামাণ্যচিত্র, ভিডিও সিরিজ এবং শর্ট ফিল্ম প্রোডাকশন
৩. সমাজসেবামূলক
কার্যক্রম
- গরীব-অসহায়দের জন্য সাদাকাহ ও জাকাত
কর্মসূচি
- দুর্যোগে ত্রাণ তৎপরতা
- ঈদে উপহার বিতরণ, শীতবস্ত্র
বিতরণ ইত্যাদি
৪. যুব ও
নেতৃত্ব উন্নয়ন
- তরুণদের জন্য ইসলামিক ক্যাম্প
- লিডারশিপ ট্রেইনিং
- ক্যারিয়ার কাউন্সেলিং, স্কিল
ডেভেলপমেন্ট প্রোগ্রাম
৫. নারী
শিক্ষায় অবদান
- নারীদের জন্য আলাদা ইসলামি শিক্ষা কোর্স ও
সিস্টেম
- অনলাইন ভিত্তিক হিজাব, আকীদা
ও পারিবারিক জীবনমুখী পাঠদান
বৈশিষ্ট্য ও বিশেষত্ব
- আদর্শিক স্পষ্টতা: আহলে সুন্নাহ ওয়াল জামাআহ
আকীদার ওপর প্রতিষ্ঠিত
- শিক্ষা ও বাস্তবতার সমন্বয়: কিতাব ও
সুন্নাহভিত্তিক জ্ঞানকে প্র্যাকটিক্যাল জীবনের সঙ্গে যুক্ত করা
- সামাজিক দায়বদ্ধতা: শুধু ইসলাম প্রচার নয়,
বরং সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ
- যুববান্ধব পরিবেশ: তরুণদের ভাষা ও চিন্তাধারায়
দ্বীনের বাণী পৌঁছানো
- আন্তর্জাতিক মানের শিক্ষক ও কোর্স
- টেকসই ও সংগঠিত কাঠামো: নির্ধারিত
বিভাগ, টিম ও কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রভাব
সৃষ্টি
ভবিষ্যৎ পরিকল্পনা
১. আস-সুন্নাহ ইনস্টিটিউট
অব ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা, যেখানে ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার
সমন্বয়ে উচ্চতর ডিগ্রি দেওয়া হবে।
- ফুল-টাইম দাওয়াহ একাডেমি চালু, যেখানে
ছাত্রদের কুরআন-হাদীস, ভাষা ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ
দেওয়া হবে।
- নারী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, যেখানে
নারী শিক্ষার্থীরা ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কোর্সও
নিতে পারবে।
- ই-লার্নিং প্ল্যাটফর্ম উন্নয়ন, যেখানে
দেশে-বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা অনলাইনে ইসলামি শিক্ষা গ্রহণ করতে পারবে।
- আন্তর্জাতিক স্কলারদের অংশগ্রহণে গবেষণাকেন্দ্র (Research Wing) গঠন।
- আস-সুন্নাহ পাবলিক স্কুল/মাদরাসা চালু, যেখানে
মূলধারার ছাত্রদের জন্য শরিয়াহভিত্তিক কারিকুলামে শিক্ষা দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
- মাসিক বেতন: ৩০,০০০ – ৫০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা
সাপেক্ষে নির্ধারিত)
- বার্ষিক ইনক্রিমেন্ট
- বছরে ২টি উৎসব বোনাস
- প্রভিডেন্ট ফান্ড সুবিধা
- কর্মক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতির সুযোগ
- প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের ব্যবস্থা
- দ্বীনি পরিবেশে আত্মিক উন্নয়ন ও নৈতিক দায়িত্ব পালনের
সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি:
আস-সুন্নাহ ফাউন্ডেশন - প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
কর্মঘণ্টা
সকাল ৯:০০টা – বিকেল
৬:০০টা (পূর্ণকালীন)
যোগ্যতা ও অভিজ্ঞতা
১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা/তাখাসসুস
ডিগ্রি
২. দাওরায়ে হাদিস বা আরবি বিভাগ থেকে সিজিপিএ ৩.০০ বা মুমতাজ
সহ উত্তীর্ণ
৩. আরবি ভাষা, ব্যাকরণ এবং চারটি স্কিল (পড়া,
লেখা, বলা ও শোনা)-তে পারদর্শিতা
৪. অন্তত ১ বছরের প্রাসঙ্গিক শিক্ষাদানের অভিজ্ঞতা
৫. দায়িত্বশীলতা, দ্বীনি চেতনা ও শিক্ষাদানে
আন্তরিকতা
দায়িত্ব ও কাজের
পরিধি
- বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের জন্য আরবি ভাষা শিক্ষার
আয়োজন
- যুগোপযোগী ও ফলপ্রসূ শিক্ষণ পদ্ধতির ব্যবহার
- শিক্ষার্থীদের আরবি ভাষা চর্চায় উদ্বুদ্ধ করা
- ক্লাস পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান
- প্রাসঙ্গিক শিক্ষাসামগ্রী প্রস্তুত ও ব্যবহার
- এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ
- প্রতিষ্ঠানের নির্ধারিত নির্দেশনা অনুসারে কাজ করা
আবেদন ও ভাইভার
সময়সূচি
- আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৫ (বুধবার)
- ভাইভার তারিখ: ৩০ জুলাই ২০২৫ (বুধবার)
ভাইভা সম্পর্কিত
নির্দেশনা
- শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ভাইভায় অংশগ্রহণের
আমন্ত্রণ জানানো হবে
- ভাইভার পূর্বে এক সপ্তাহের জন্য নির্ধারিত
পাঠ্যসামগ্রী সরবরাহ করা হবে
- ভাইভা নির্ধারিত পাঠ্যসামগ্রী অনুসারে অনুষ্ঠিত হবে
ভাইভার জন্য
প্রয়োজনীয় দলিল
১. সর্বশেষ ডিগ্রির সনদ/ট্রান্সক্রিপ্ট
২. আরবি ভাষা বিষয়ক কোর্স/প্রশিক্ষণের সনদ
৩. শিক্ষকতার অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
৪. আরবি ভাষায় লেখা বা বক্তৃতার নমুনা (যদি থাকে)
৫. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি
৬. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
৭. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
আমাদের প্রত্যাশা: আমরা এমন প্রশিক্ষক খুঁজছি, যারা পেশাগত
দক্ষতার পাশাপাশি ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত, আন্তরিক ও
সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। যদি আপনি সেই যোগ্য ব্যক্তি হন—আজই আবেদন করুন!
আবেদন ফরম লিংক:
https://forms.gle/nTipUgYqVib2gwya8
যোগাযোগ ঠিকানা:
+880 1958-277668
আস-সুন্নাহ ফাউন্ডেশন,
প্লট-৭০, রোড-৩, ব্লক-সি,
আফতাবনগর, ঢাকা-১২১২ (সিরাজ কনভেনশন সেন্টারের
বিপরীতে)
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ
সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া
হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: আস-সুন্নাহ ফাউন্ডেশন
নিয়োগ ২০২৫, আরবি ভাষা প্রশিক্ষক নিয়োগ ২০২৫, ইসলামিক শিক্ষক
নিয়োগ বিজ্ঞপ্তি, আস-সুন্নাহ ফাউন্ডেশন চাকরি, শিক্ষক নিয়োগ ২০২৫ বাংলাদেশ, ইসলামি শিক্ষা
প্রতিষ্ঠান নিয়োগ, আস-সুন্নাহ ফাউন্ডেশন জব সার্কুলার,
arabic language teacher job in bangladesh, arabic teacher recruitment 2025, ইসলামি প্রতিষ্ঠানে চাকরি ২০২৫, শিক্ষক পদে নিয়োগ
বিজ্ঞপ্তি, আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ সার্কুলার,
full time arabic teacher job, arabic teaching job circular, madrasa teacher job
2025, আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ আবেদন, religious
institution job circular, arabic trainer job bangladesh, আরবি
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষক নিয়োগ তথ্য ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments