Type Here to Get Search Results !

CHS Education এ জবে ক্যারিয়ার গড়ুন

0


CHS Education এ জবে ক্যারিয়ার গড়ুন

 

CHS Education Ltd একটি দ্রুত বর্ধনশীল আন্তর্জাতিক শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান, যারা শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রতিটি ধাপে সহযোগিতা করে। আমরা UK, USA, কানাডা, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ ও আবেদন সহায়তা দেওয়ার জন্য দক্ষ ও উৎসাহী কাউন্সেলর খুঁজছি।

 

পদ: কাউন্সেলর/সিনিয়র কাউন্সেলর

পদসংখ্যা: ৩ জন

 

মূল তথ্য: কর্মস্থল: ধানমন্ডি, ঢাকা (প্রাইম এডুকেশন হাব), আকর্ষণীয় বেতন, মাসিক ইনসেনটিভ,
দেশের শীর্ষস্থানীয় স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সিতে ক্যারিয়ার গড়ার সুযোগ, সেমিনার, ওয়েবিনার এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কে কাজ করার সুযোগ

 

চাকরির দায়িত্বসমূহ:

  • বিদেশে পড়াশোনার বিষয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত পরামর্শ প্রদান
  • শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাইয়ে সহায়তা
  • ভর্তি ও ভিসা আবেদনসহ সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের গাইড করা
  • শিক্ষার্থী, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ ও ফলোআপ করা
  • এডুকেশন ফেয়ার, সেমিনার ও অনলাইন ওয়েবিনারে অংশগ্রহণ করা
  • সিআরএম সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও আপডেট করা
  • মাসিক অ্যাপ্লিকেশন ও ভর্তি লক্ষ্যমাত্রা পূরণ করা

 

চাকরির ধরন: ফুলটাইম (কর্মঘণ্টা: সকাল ১০টা - সন্ধ্যা ৬টা)

 

যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর (ইংরেজি, বিজনেস বা এডুকেশন অগ্রাধিকার পাবে)
  • ইংরেজি মাধ্যম স্কুল/বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

 

অভিজ্ঞতা:

  • স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সিতে ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • তবে চমৎকার যোগাযোগ দক্ষতা সম্পন্ন ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

 

অতিরিক্ত যোগ্যতা:

  • ইংরেজি ও বাংলায় সাবলীল যোগাযোগ দক্ষতা
  • বিদেশে পড়াশোনা ও ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা
  • দলগতভাবে ও স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা
  • এমএস অফিস, গুগল ডক/শিটস, এবং জুম ব্যবহারে পারদর্শী
  • কাস্টমার ফোকাসড এবং টার্গেট ড্রিভেন মানসিকতা

 

কর্মস্থল: CHS Education Ltd, সাউথ ওয়াটার সাইড, হাউস-২৪, রোড ১৪/এ, ধানমন্ডি, ঢাকা

 

বেতন: আলোচনা সাপেক্ষ (অভিজ্ঞতার ভিত্তিতে) পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ

 

অন্যান্য সুবিধা:

  • উৎসব বোনাস
  • সেলস/পারফরম্যান্স কমিশন
  • সাপ্তাহিক ১ দিন ছুটি (শুক্রবার)
  • বন্ধুসুলভ কর্মপরিবেশ
  • ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
  • স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ

 

আবেদনের নিয়ম: আপনার সিভি ইমেইল করুন: career@chseducation.com

বিষয় লিখুন: "Application for Counselor – CHS Education Ltd"

 

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৫

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


CHS Education - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: CHS Education

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: CHS Education চাকরি, CHS Education লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্ট জব, ছাত্র পরামর্শক পদে নিয়োগ, ধানমন্ডিতে শিক্ষাপরামর্শক চাকরি, ইউকে স্টাডি ভিসা কনসালটেন্ট চাকরি, বিদেশে পড়াশোনা পরামর্শক নিয়োগ, বিদেশে উচ্চশিক্ষা ক্যারিয়ার, কাউন্সেলর জব বাংলাদেশ, Sr. Counselor নিয়োগ বিজ্ঞপ্তি, বিদেশে পড়াশোনার কনসালট্যান্সি ফার্মে চাকরি, ইংরেজি মাধ্যমে পড়াশোনা চাকরি, স্টাডি অ্যাব্রোড সেক্টরে ক্যারিয়ার, ছাত্রদের বিদেশে পাঠানোর জব, মালয়েশিয়া স্টাডি ভিসা কনসালটেন্ট চাকরি, কানাডা স্টাডি ভিসা কনসালট্যান্সি জব, অস্ট্রেলিয়া স্টাডি অ্যাব্রোড কনসালটেন্ট নিয়োগ, Study abroad counselor job in Dhaka, counselor job in Dhanmondi, education consultancy job circular, CHS Education Dhaka job, student visa consultancy job.

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments