বাংলাদেশ বিমান বাহিনী - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশের গৌরবময় প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী-এ অফিসার ক্যাডেট পদে সরাসরি নিয়োগের জন্য
উপযুক্ত ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। দেশের সেবায়
নিজেকে উৎসর্গ করতে আগ্রহী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং
চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তরুণ-তরুণীদের জন্য এটি একটি অনন্য সুযোগ।
নিয়োগ সার্কুলার
প্রকাশের তারিখ: ১১ এপ্রিল ২০২৫ইং
আবেদন শুরু: ১৫ মে ২০২৫ইং
আবেদন শেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ইং
নিয়োগ সার্কুলার:
বাংলাদেশ বিমান বাহিনীতে
অফিসার ক্যাডেট পদে অনলাইনে আবেদন করার নিয়মাবলী
যোগ্য প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর
অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল https://joinairforce.baf.mil.bd
এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি নিচের
ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন করতে হবে:
১. আবেদন শুরুর ধাপ
- ওয়েবসাইটে প্রবেশ করে “Apply Now” বাটনে
ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করার পর আপনার মোবাইলে User ID ও
Password পাঠানো হবে।
২. বিনামূল্যে আবেদনকারীদের
জন্য
- যারা বিমান সদর নির্ধারিত নির্দিষ্ট কলেজের
ছাত্র/ছাত্রী, তারা প্রথমবার আবেদন করলে ফি ছাড় পাবেন।
- এক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের
নম্বর দিয়ে "Eligible for Application Without Payment"
অপশনটি “Yes” নির্বাচন করুন এবং কলেজের
নাম সিলেক্ট করুন।
৩. সাধারণ আবেদনকারীদের জন্য
- যারা রেজিস্ট্রেশন ফি দিয়ে আবেদন করবেন, তাদেরকে
নিজের কলেজের নাম নির্দিষ্ট ঘরে টাইপ করে দিতে হবে।
৪. পরীক্ষা কেন্দ্র ও তারিখ
নির্বাচন
- আবেদনকালে তালিকাভুক্ত কেন্দ্র ও তারিখ থেকে একটি
পছন্দ করে দিতে হবে (ক্যাডেট কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
- যশোর ও চট্টগ্রাম কেন্দ্রের পরীক্ষার তারিখ পরে
ওয়েবসাইটে প্রকাশিত হবে।
- নির্ধারিত তারিখে উপস্থিত না হতে পারলে আগেই কেন্দ্রকে
জানিয়ে পরবর্তী সুবিধাজনক তারিখে অংশ নেওয়া যাবে।
৫. আবেদনপত্র পূরণ ও জমা
- প্রাপ্ত User ID ও Password ব্যবহার
করে লগইন করুন।
- আবেদনপত্র পূরণ করে চূড়ান্তভাবে সাবমিট করার আগে যাচাই
করে নিশ্চিত হোন।
- একবার “Submit” করলে আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড
করা যাবে।
৬. সমস্যা হলে করণীয়
- যদি SMS-এ User ID ও
Password না আসে, তাহলে ২৪
ঘণ্টার মধ্যে আবেদনকৃত ইমেইল থেকে helpdesk@baf.mil.bd-তে যোগাযোগ করতে হবে।
- ইমেইলে অবশ্যই পেমেন্টের রসিদের কপি সংযুক্ত করতে হবে।
৭. পরীক্ষা দিনে প্রযোজ্য
নথিপত্র
পরীক্ষার দিন নিচের দলিলগুলোর সত্যায়িত ফটোকপি
সঙ্গে আনতে হবে:
- ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অন্যান্য প্রয়োজনীয় সনদপত্র
অনলাইনে আবেদনের সময়সীমা: ১৫ মে ২০২৫ থেকে ২৬ সেপ্টেম্বর
২০২৫। * শর্ত প্রযোজ্য
আবেদনপত্র জমাদানের নির্দেশনা
আবেদনকারীদেরকে যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে
প্রাথমিক নির্বাচনী পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। সঙ্গে আনতে
হবে প্রবেশপত্র ও নিচে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রসমূহের সত্যায়িত ফটোকপি:
১. শিক্ষাগত যোগ্যতার
দলিলাদি:
- সকল শিক্ষাগত পরীক্ষার সাময়িক সনদপত্র
- প্রশংসাপত্র (testimonial)
- নম্বরপত্র (marksheet)
প্রতিটি কাগজের সত্যায়িত কপি জমা দিতে হবে।
২. নাগরিকত্ব ও চারিত্রিক
সনদ:
- নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদ (বৈবাহিক
অবস্থা উল্লেখ করে)
- এসব সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর
কাউন্সিলর/ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক
প্রদত্ত হতে হবে।
- সনাক্তকারী কর্মকর্তার মোবাইল নম্বর অবশ্যই সংযুক্ত
থাকতে হবে।
৩. ছবি:
- সদ্য তোলা:
- ১২ কপি পাসপোর্ট সাইজ ছবি
- ০৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি
- সবগুলোই সত্যায়িত ও ল্যাব প্রিন্ট হতে হবে।
- ছবির ধরন:
- পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত
- মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ
মুখমণ্ডল স্পষ্টভাবে দৃশ্যমান
৪. শিক্ষা প্রতিষ্ঠানের
চারিত্রিক সনদ:
- বর্তমান বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক
প্রদত্ত চারিত্রিক সনদ।
৫. পরিচয়পত্র:
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের
সত্যায়িত কপি।
৬. অতিরিক্ত কৃতিত্বের
প্রমাণপত্র (যদি থাকে):
- খেলাধুলা বা অন্যান্য কৃতিত্বের সনদ (সত্যায়িত
ফটোকপি)।
৭. সমমান সনদ (যদি প্রযোজ্য
হয়):
- অন্য যেকোনো শিক্ষাগত যোগ্যতাকে সমমান হিসেবে দাবী
করা হলে, অবশ্যই সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটির প্রদত্ত সনদ সংযুক্ত
করতে হবে।
বাংলাদেশ বিমান বাহিনী (Bangladesh Air Force - BAF)
১. উৎপত্তি ও ইতিহাস
- উৎপত্তি: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, ১৯৭১
সালের ২৮ সেপ্টেম্বর ভারতীয় মেঘালয় রাজ্যের দিমাপুরে "বাংলাদেশ বিমান
বাহিনী" (প্রথমে নাম ছিল “Bangladesh Air Wing”) গঠন করা হয়।
- প্রাথমিক অবদান: যুদ্ধকালে গঠিত বিমান
বাহিনীর ছোট একটি দল 'কর্মপথ অভিযান' (Operation Kilo Flight) পরিচালনা করে, যেখানে সামান্য কিছু বিমান
(প্রধানত হেলিকপ্টার ও ছোট ফিক্সড-উইং এয়ারক্রাফ্ট) দিয়ে পাকিস্তানি
বাহিনীর ওপর হামলা চালানো হয়।
- গৌরবময় মুহূর্ত: স্বাধীনতার পরপরই ১৯৭২
সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী পুনর্গঠিত হয় এবং দ্রুত
আধুনিকায়নের পথে এগিয়ে যায়।
২. প্রতিষ্ঠানের আইন (Legal Framework)
- আইনি ভিত্তি: বাংলাদেশ বিমান বাহিনী
পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনী আইন, ১৯৫২ (The Air Force Act,
1953, adapted for Bangladesh) অনুযায়ী।
- সম্পূরক নিয়মাবলি: সরকার কর্তৃক নির্ধারিত
সেনাবাহিনী বিধিমালা, রাষ্ট্রপতির আদেশ (Presidential Orders), এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে।
- শৃঙ্খলা: বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে
আলাদা আদালত ব্যবস্থা (Court Martial System) এবং সামরিক আইন
প্রয়োগ করা হয়।
৩. সদর দপ্তর ও শাখাসমূহ
- সদর দপ্তর: বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর (Air Headquarters) ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত।
- প্রধান
ঘাঁটিসমূহ:
১. বিসিএসএল (BAF Base Bashar) — ঢাকা
২. বিসিএসএল (BAF Base Kurmitola) — ঢাকা
৩. বিসিএসএল (BAF Base Zahurul Haque) — চট্টগ্রাম
৪. বিসিএসএল (BAF Base Matiur Rahman) — জসিমুদ্দিন নগর, যশোর
৫. বিসিএসএল (BAF Base Bir Sreshtho Flight Lt. Matiur Rahman) — যশোর
৬. BAF Base Sheikh Hasina — শীতলক্ষ্যা (নতুন সংযোজন)
- অন্যান্য ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান:
- BAF Academy (জশোরে অবস্থিত)
- BAF Training Institute
- Aeronautical Institute of Bangladesh (AIB)
৪. প্রতিষ্ঠানের কার্যক্রম
- জাতীয় প্রতিরক্ষা: দেশের আকাশসীমা রক্ষা ও
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।
- শান্তিরক্ষা মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা
মিশনে (UN
Peacekeeping Missions) বিমান বাহিনীর সক্রিয় অংশগ্রহণ।
- দুর্যোগ ব্যবস্থাপনা: প্রাকৃতিক দুর্যোগে
উদ্ধার কার্যক্রম, ত্রাণ সরবরাহ, এবং জরুরি সহায়তা
প্রদান।
- বিমান চলাচল নিয়ন্ত্রণ: দেশের সামরিক এবং
গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
- প্রশিক্ষণ: বিমানচালক, প্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং অন্যান্য স্টাফদের প্রশিক্ষণ ও উন্নয়ন।
৫. বৈশিষ্ট্য
- আধুনিক যুদ্ধজাহাজ ও সরঞ্জাম: মিগ-২৯, F-7BGI, K-8W প্রশিক্ষণ বিমান, C-130J পরিবহন বিমান,
Mi-171Sh হেলিকপ্টারসহ আধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও
সরঞ্জামাদি।
- বিশেষ বাহিনী: বাংলাদেশ বিমান বাহিনীর
বিশেষ বাহিনী (BAF Special Forces) পরিচালিত হয় — এরা গুরুত্বপূর্ণ
উদ্ধার অভিযান এবং বিশেষ মিশনে দক্ষ।
- প্রযুক্তি ও গবেষণা: নিজস্ব এয়ার
ইঞ্জিনিয়ারিং ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা; বিমান আপগ্রেড এবং মডিফিকেশন প্রকল্পও
পরিচালিত হয়।
- আন্তর্জাতিক সহযোগিতা: যুক্তরাষ্ট্র, চীন,
যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সঙ্গে
প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা চলছে।
৬. ভবিষ্যৎ পরিকল্পনা
- "Forces Goal 2030" অনুযায়ী আধুনিকায়ন: বিমান
বাহিনীর জন্য আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, অত্যাধুনিক
হেলিকপ্টার, UAV (ড্রোন), এবং
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন পরিকল্পনা।
- নতুন বিমান ঘাঁটি স্থাপন: দেশের উত্তরাঞ্চল ও
উপকূলীয় এলাকায় নতুন বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা।
- স্মার্ট এয়ারফোর্স গঠনের উদ্যোগ: কমান্ড, কন্ট্রোল,
কমিউনিকেশন, কম্পিউটার ও ইন্টেলিজেন্স (C4I)
সিস্টেম আপগ্রেড করা।
- পেশাগত উন্নয়ন: বৈশ্বিক মানের
প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং অধিক সংখ্যক পাইলট, ইঞ্জিনিয়ার
ও টেকনিক্যাল স্টাফ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
৭. যোগাযোগ (Communication)
- সদর দপ্তরের
ঠিকানা:
Air Headquarters (Unit-486),
Dhaka Cantonment, Dhaka-1206, Bangladesh. - ফোন নম্বর:
+8802-8711222 (এয়ার ফোর্স হেডকোয়ার্টার এক্সচেঞ্জ) - ওয়েবসাইট:
www.baf.mil.bd - ইমেইল:
airhq@baf.mil.bd (সাধারণ যোগাযোগের জন্য) - সামাজিক যোগাযোগ
মাধ্যম:
- ফেসবুক
অফিসিয়াল পেজ: Bangladesh Air Force
- ইউটিউব: BAF Official Channel
সারাংশ বাংলাদেশ বিমান
বাহিনী একদিকে যেমন স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি
বর্তমানেও জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তিরক্ষা এবং
দুর্যোগ ব্যবস্থাপনায় একটি অগ্রণী ও আধুনিক বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত
করেছে। ভবিষ্যতে "Forces Goal 2030" বাস্তবায়নের
মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা বাহিনী
হিসেবে গড়ে উঠবে।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments