সেন্টার ফর মেডিকেল এডুকেশন - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর মেডিকেল এডুকেশন
নিয়োগ সার্কুলার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র (স্মারক নং- ৫৯.০০.০০০০.১০৯.১১.০৬৭.২৩-১২১, তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) অনুযায়ী, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (CME) এর স্থায়ী রাজস্বখাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত শর্তাবলী অনুসরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
নিয়োগ সার্কুলার
প্রকাশের তারিখ: ২৪ এপ্রিল, ২০২৫
মোট পদ: ৫ টি
মোট প্রার্থী নেবে: ৯ জন
আবেদন ও পরীক্ষায় অংশগ্রহণের
গুরুত্বপূর্ণ শর্তাবলি:
১. বয়সসীমা:
- ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮
থেকে ৩২ বছরের মধ্যে।
- শুধুমাত্র ক্রমিক ২-এ বর্ণিত পদে বিভাগীয়
প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
- বয়সের প্রমাণ হিসেবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. প্রযোজ্য নিয়োগ বিধিমালা:পদ অনুযায়ী নিচের
সরকারি বিধিমালাগুলো অনুসরণ করা হবে—
- কম্পিউটার পার্সোনেল নিয়োগ: ২০১৯ সালের কম্পিউটার
পার্সোনেল নিয়োগ বিধিমালা
- কমন পদসমূহ: মন্ত্রণালয়/বিভাগীয় নিয়োগ বিধিমালা
২০১৯
- নন-মেডিকেল পদের জন্য: স্বাস্থ্য বিভাগীয়
নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮
- যানবাহন সংক্রান্ত পদের জন্য: সরকারি যানবাহন
অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯
- কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসৃত হবে।
৩. চাকুরিরত প্রার্থীদের
জন্য:সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
- আবেদনপত্রে “Departmental Candidate” ঘরে টিক
দিন।
- মৌখিক পরীক্ষার সময় মূল অনাপত্তি পত্র (NOC) জমা দিতে
হবে।
৪. শিক্ষাগত যোগ্যতা:আবেদনপত্রে সব
শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
নির্বাচিত হলে আবেদনপত্রে উল্লেখ বহির্ভূত কোনো সনদপত্র
পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না।
৫. একাধিক পদের আবেদন:সব পদের পরীক্ষা একই
তারিখে হতে পারে। তাই একাধিক পদে আবেদন না করাই উত্তম।
৬. পরীক্ষার ধরণ:
- লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
- কিছু পদে ব্যবহারিক পরীক্ষাও হবে (বিশেষ করে
টেকনিক্যাল ও কম্পিউটার-সংশ্লিষ্ট পদে)।
৭. মৌখিক পরীক্ষায় প্রযোজ্য
দলিলাদি:
- আবেদন ফর্ম (Applicant Copy), প্রবেশপত্র
- সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ
- ২ কপি সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- প্রযোজ্য ক্ষেত্রে কোটার প্রমাণপত্র (উদা. তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী)
৮. মুক্তিযোদ্ধা কোটায়
আবেদনকারীদের জন্য:সংশ্লিষ্ট গেজেট, মুক্তিবার্তা, ভারতীয়
তালিকা, বা স্বীকৃত প্রমাণপত্রের কপি
এবং ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশন কাউন্সিলর/পৌর মেয়রের
প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৯. তথ্য যাচাই ও শাস্তির
বিধান:ভুল/জাল তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া
হবে।
১০. অযোগ্যতার কারণ:
- বিদেশি নাগরিক বা বিদেশি নাগরিককে বিয়ে করা/বিয়ের
প্রতিশ্রুতি
- নৈতিক স্খলনের কারণে আদালতের সাজাপ্রাপ্ত হওয়া
১১. ভাতা সংক্রান্ত:লিখিত, মৌখিক বা
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
১২. কর্তৃপক্ষের অধিকার:পদের সংখ্যা
হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া:
আবেদন লিংক: http://cme.teletalk.com.bd/ এখানে প্রবেশ করে
নির্ধারিত আবেদন ফরম পুরোপুরি ও সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
ধাপ |
সময়সীমা |
আবেদন
শুরুর সময় |
২৯
এপ্রিল ২০২৫, সকাল ১০:০০ |
আবেদন
শেষ সময় |
২৮ মে
২০২৫, বিকাল ৫:০০ |
ফি
জমা দেওয়ার সময়সীমা |
আবেদন Submit করার
পরবর্তী ৭২ ঘণ্টা |
আবেদন ফরম পূরণে নির্দেশনা
ফরম পূরণের পূর্বশর্ত:
- ওয়েবসাইট: http://cme.teletalk.com.bd
- ছবির আকার: ৩০০ × ৩০০ px, সর্বোচ্চ
১০০ KB (রঙিন ও সাম্প্রতিক)
- স্বাক্ষরের আকার: ৩০০ × ৮০ px, সর্বোচ্চ
৬০ KB
সতর্কতা:
- অনলাইন আবেদনপত্রে দেয়া তথ্যই চূড়ান্ত বিবেচিত হবে।
- Submit করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে PDF
ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে হবে।
- আবেদনপত্রের একটি কপি মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে।
পরীক্ষার ফি ও জমাদান পদ্ধতি
পরীক্ষার ফি:
ক্রমিক |
ফি
(টাকা) |
সার্ভিস
চার্জ |
সর্বমোট |
১–৪ নং
পদ |
১০০/- |
১২/- |
১১২/- |
৫ নং
পদ |
৫০/- |
৬/- |
৫৬/- |
SMS-এর মাধ্যমে ফি পরিশোধ:
➤ প্রথম SMS:
CME <space> User ID
প্রেরণ: 16222 নম্বরে
উদাহরণ: CME ABCDEF
Reply: ফি ও PIN নম্বর দেওয়া
হবে।
➤ দ্বিতীয় SMS:
CME <space> YES <space> PIN
প্রেরণ: 16222 নম্বরে
উদাহরণ: CME YES 12345678
Reply: সফল পেমেন্ট নিশ্চিত বার্তা এবং ইউজার ID
ও পাসওয়ার্ড প্রদান।
বিশেষ দ্রষ্টব্য: আবেদন ফি জমা না দিলে Online আবেদন অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।
প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত
নির্দেশনা
ক) প্রবেশপত্র পাওয়া:
- যোগ্য প্রার্থীদেরকে মোবাইলে SMS এবং http://cme.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে জানানো হবে।
- অনলাইন আবেদনপত্রে দেয়া মোবাইল নম্বরেই পরীক্ষার সকল
আপডেট পাওয়া যাবে, তাই নম্বরটি সচল ও নজরদারিতে রাখা বাধ্যতামূলক।
খ) প্রবেশপত্র ডাউনলোড ও
প্রিন্ট:
- SMS-এ প্রাপ্ত User ID এবং Password
ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে
হবে।
- এতে থাকবে: রোল নম্বর, পদের
নাম, ছবি, পরীক্ষার তারিখ,
সময় ও কেন্দ্র।
- লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় এই প্রবেশপত্র
প্রদর্শন বাধ্যতামূলক।
User ID ও Password হারালে
করণীয় (শুধুমাত্র Teletalk প্রিপেইড মোবাইল থেকে)
(i) যদি User ID জানা
থাকে:
CME <space> Help <space> User <space>
UserID
পাঠাতে হবে 16222 নম্বরে
উদাহরণ: CME Help User ABCDEF
(ii) যদি PIN জানা
থাকে:
CME <space> Help <space> PIN <space>
PIN নম্বর
পাঠাতে হবে 16222 নম্বরে
উদাহরণ: CME Help PIN 12345678
অন্যান্য তথ্য ও সহায়তা
তথ্য জানার উৎস:
- ওয়েবসাইট: www.cme.gov.bd
- জব পোর্টাল: https://alljobs.teletalk.com.bd
(QR Code স্ক্যান করেও প্রবেশযোগ্য)
- বিজ্ঞপ্তি সহ সব তথ্য এখানেই পাওয়া যাবে।
কারিগরি সহায়তা পেতে:
- ফোন: টেলিটক নম্বর থেকে ১২১
- ইমেইল: alljobs.query@teletalk.com.bd
- Facebook পেজ: facebook.com/alljobsbdteletalk
ইমেইল বা মেসেজের বিষয় লাইনে অবশ্যই লিখতে হবে:
Subject: Organization Name: CME, Post Name: ***,
Applicant's User ID, Contact Number
নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত: নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি বা বিতর্ক করার সুযোগ নেই।
"সেন্টার ফর মেডিকেল এডুকেশন (Center for Medical Education - CME), বাংলাদেশ"
সম্পর্কে উৎপত্তি, ইতিহাস, আইন, সদর দপ্তর ও শাখা, কার্যক্রম, বৈশিষ্ট্য এবং
ভবিষ্যৎ পরিকল্পনার যাবতীয় তথ্য:
১. উৎপত্তি ও ইতিহাস
- প্রেক্ষাপট: বাংলাদেশে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং
আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রবর্তনের উদ্দেশ্যে ১৯৮৩ সালে সেন্টার ফর মেডিকেল
এডুকেশন (CME) প্রতিষ্ঠিত হয়।
- প্রাথমিক উদ্যোগ: ১৯৮০ সালের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং সরকারী সহায়তায় চিকিৎসা শিক্ষা
উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ফলে CME গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হয়।
- প্রতিষ্ঠা বছর: আনুষ্ঠানিকভাবে ১৯৮৩ সালে CME কার্যক্রম শুরু করে।
২. প্রতিষ্ঠানের আইন (Legal Framework)
- আইনি ভিত্তি: সেন্টার ফর মেডিকেল এডুকেশন বাংলাদেশের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র সরকারি
প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।
- নীতি ও নির্দেশনা: CME
এর
কার্যক্রম সরকার নির্ধারিত নীতিমালা,
বিধিমালা
এবং প্রাতিষ্ঠানিক ম্যানুয়াল অনুযায়ী পরিচালিত হয়।
- নিয়ন্ত্রণ ও তদারকি: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
কর্তৃক নিয়ন্ত্রণ ও তদারকি করা হয়।
- বিশেষ অনুমোদন: বিভিন্ন প্রকল্প (যেমন HNPSP, HEQEP ইত্যাদি) এর আওতায়
অতিরিক্ত কর্মসূচি গ্রহণের অনুমোদন পেয়ে থাকে।
৩. সদর দপ্তর ও শাখাসমূহ
- সদর দপ্তর: সেন্টার ফর মেডিকেল এডুকেশনের প্রধান কার্যালয় ঢাকা শহরের মহাখালী
এলাকায় অবস্থিত।
- শাখা অফিস: মূলত CME-এর নিজস্ব কোনো
পূর্ণাঙ্গ আঞ্চলিক শাখা নেই। তবে,
দেশের
বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ
এবং নার্সিং কলেজের সাথে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম সমন্বয় করে থাকে।
- প্রসার: ভবিষ্যতে আঞ্চলিক শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে সারাদেশব্যাপী চিকিৎসা শিক্ষার মান
সমানভাবে উন্নত করা যায়।
৪. প্রতিষ্ঠানের কার্যক্রম
- শিক্ষক প্রশিক্ষণ: মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষকদের জন্য
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, যেমন PGMEd (Post Graduate Medical Education) এবং শিক্ষা
পদ্ধতির উন্নয়নমূলক কোর্স।
- পাঠ্যক্রম উন্নয়ন: চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত
পাঠ্যক্রমের আধুনিকায়ন এবং মানোন্নয়নের জন্য পাঠ্যক্রম তৈরি ও পরিমার্জন।
- গবেষণা: মেডিকেল এডুকেশন সংক্রান্ত গবেষণায় সহায়তা প্রদান এবং গবেষণা পরিচালনা।
- পরামর্শ ও সহায়তা: মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে
পরামর্শমূলক সহায়তা প্রদান।
- ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স: মেডিকেল এডুকেশন বিষয়ক স্বল্প ও
দীর্ঘমেয়াদী কোর্স চালু করা হয়েছে,
যেমন
Diploma in Medical Education।
- কর্মশালা ও সেমিনার: চিকিৎসা শিক্ষার পদ্ধতি, মূল্যায়ন কৌশল, ও উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করা।
৫. বৈশিষ্ট্য
- প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান: বাংলাদেশে মেডিকেল এডুকেশন উন্নয়নের জন্য
এটি প্রথম ও একমাত্র সরকারি কেন্দ্র।
- বিশেষজ্ঞ দল: প্রতিষ্ঠানে মেডিকেল এডুকেশন বিষয়ে
বিশেষভাবে প্রশিক্ষিত একটি দক্ষ একাডেমিক ও গবেষক দল রয়েছে।
- আন্তর্জাতিক সহযোগিতা: WHO,
UNICEF এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা।
- নতুন শিক্ষণ প্রযুক্তি প্রয়োগ: ই-লার্নিং, সিমুলেশন শিক্ষা এবং আধুনিক অডিও-ভিজ্যুয়াল
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান।
৬. ভবিষ্যৎ পরিকল্পনা
- আঞ্চলিক কেন্দ্র স্থাপন: দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে CME-এর আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা
রয়েছে।
- ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম: অনলাইন কোর্স ও ভার্চুয়াল লার্নিং সিস্টেম
চালু করে সারাদেশের চিকিৎসা পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ সহজলভ্য করা।
- উন্নত গবেষণা সুবিধা: মেডিকেল এডুকেশন বিষয়ে উন্নত গবেষণার সুযোগ
ও পরিসর সম্প্রসারণ করা।
- আন্তর্জাতিক মানদণ্ড অর্জন: চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ
করে পাঠ্যক্রম ও প্রশিক্ষণ প্রক্রিয়া উন্নত করা।
- জাতীয় নীতিমালার সাথে সমন্বয়: স্বাস্থ্য শিক্ষা
নীতিমালার (National Health
Policy) সাথে সমন্বয় রেখে কার্যক্রম বিস্তৃত করা।
CME-এর বর্তমান
প্রকল্পসমূহ (২০২৫ অনুযায়ী)
১. Diploma in Medical Education (Dip-MedEd)
- বিস্তারিত: চিকিৎসক ও মেডিকেল শিক্ষকদের জন্য মেডিকেল এডুকেশনে বিশেষায়িত এক বছরের
ডিপ্লোমা কোর্স।
- লক্ষ্য: শিক্ষকদের শিক্ষা কৌশল, পাঠ্যক্রম
উন্নয়ন, মূল্যায়ন পদ্ধতি, এবং গবেষণার দক্ষতা বৃদ্ধি করা।
- অগ্রগতি: প্রতি বছর ২০-২৫ জনের একটি ব্যাচ ভর্তি করা হয় এবং নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়ন হয়।
২. Short Courses on Medical Education
- বিস্তারিত: স্বল্পমেয়াদী (৩-৭ দিনের) প্রশিক্ষণ কোর্স যেমন —
- Educational
Planning
- Teaching
Methodology
- Curriculum
Development
- Assessment
Techniques (MCQ Construction, OSCE)
- লক্ষ্য: চিকিৎসকদের দ্রুত আধুনিক শিক্ষা পদ্ধতি শেখানো ও প্রাত্যহিক ক্লাস
পরিচালনার দক্ষতা বাড়ানো।
- অগ্রগতি: ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলিতে এই কোর্সের সম্প্রসারণ চলছে।
৩. Faculty Development Program (FDP)
- বিস্তারিত: মেডিকেল কলেজগুলোর শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ
প্রোগ্রাম।
- লক্ষ্য: ক্লিনিক্যাল ও একাডেমিক শিক্ষকদের মডার্ন টিচিং স্কিল, লিডারশিপ এবং গবেষণার সক্ষমতা তৈরি করা।
- অগ্রগতি: সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষকদের নিয়মিত এফডিপি-তে
অংশগ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।
৪. Curriculum Review and Updating Project
- বিস্তারিত: MBBS ও BDS কোর্সের সিলেবাস ও পাঠ্যক্রম আধুনিক
প্রেক্ষাপটে রিভিউ এবং আপডেট করা।
- লক্ষ্য: রোগী-কেন্দ্রিক এবং দক্ষতাভিত্তিক শিক্ষা পদ্ধতির প্রতিফলন ঘটানো।
- অগ্রগতি: ২০১২ সালের MBBS কারিকুলামের
রিভিউ শেষে নতুন আপডেটের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে।
৫. Educational Research Promotion Project
- বিস্তারিত: চিকিৎসা শিক্ষার গুণগত মান উন্নয়নে গবেষণা সংক্রান্ত প্রকল্প চালু করা
হয়েছে।
- লক্ষ্য: মেডিকেল শিক্ষার পদ্ধতি, মূল্যায়ন এবং
শিক্ষার্থীদের পারফরমেন্স বিষয়ে গবেষণা করা।
- অগ্রগতি: শিক্ষকদের জন্য ছোট অনুদানের (Research
Grant) সুযোগ চালু হয়েছে।
৬. National Teachers’ Training Institute Project (প্রস্তাবিত)
- বিস্তারিত: বাংলাদেশে মেডিকেল শিক্ষকদের জন্য একটি পূর্ণাঙ্গ জাতীয় প্রশিক্ষণ
ইনস্টিটিউট গঠনের পরিকল্পনা।
- লক্ষ্য: শিক্ষক প্রশিক্ষণকে বাধ্যতামূলক ও কাঠামোবদ্ধভাবে বাস্তবায়ন করা।
- অগ্রগতি: প্রস্তাব জমা হয়েছে, অনুমোদনের
অপেক্ষায়।
৭. Online Learning Platform Development
- বিস্তারিত: অনলাইন ভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম (E-learning module) চালু করার প্রকল্প।
- লক্ষ্য: দূরবর্তী কলেজগুলির শিক্ষকদের এবং শিক্ষার্থীদের জন্য ডিজিটাল
প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি।
- অগ্রগতি: প্রাথমিক পর্যায়ে কিছু মডিউল তৈরি হয়েছে; সম্পূর্ণ ই-প্ল্যাটফর্ম চালু প্রক্রিয়াধীন।
৮. International Collaboration Initiatives
- বিস্তারিত: WHO, FAIMER, ও অন্যান্য
আন্তর্জাতিক সংস্থার সাথে গবেষণা,
প্রশিক্ষণ
ও শিক্ষাক্রম উন্নয়নে অংশীদারিত্ব।
- লক্ষ্য: CME-এর কার্যক্রমকে
আন্তর্জাতিক মানের সাথে সমন্বয় করা।
- অগ্রগতি: কিছু শিক্ষক FAIMER Fellow হিসাবে
প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
বিশেষ দিক
- CME ভবিষ্যতে অধিক
সংখ্যক e-learning কোর্স, blended learning, এবং CPD (Continuing Professional Development) কার্যক্রম শুরু
করার পরিকল্পনা করছে।
- "Outcome-based
Education (OBE)" ভিত্তিক নতুন পাঠ্যক্রম তৈরি নিয়েও কাজ চলছে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
CME-র যোগাযোগের তথ্য:
- ঠিকানা:
Center for Medical Education (CME)
Mohakhali, Dhaka-1212, Bangladesh
- ফোন নম্বর:
+88-02-9880170 (বা সাম্প্রতিক আপডেট অনুসারে ভিন্ন হতে পারে)
- ইমেইল:
cme@cme.gov.bd (বা pr.cme@gmail.com — দুইটি
ইমেইল সচরাচর ব্যবহৃত হয়)
- ওয়েবসাইট:
www.cme.gov.bd
Center for Medical Education (CME)
Mohakhali, Dhaka-1212, Bangladesh
+88-02-9880170 (বা সাম্প্রতিক আপডেট অনুসারে ভিন্ন হতে পারে)
cme@cme.gov.bd (বা pr.cme@gmail.com — দুইটি ইমেইল সচরাচর ব্যবহৃত হয়)
www.cme.gov.bd
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments