নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন
(এনজিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) পল্লী
কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় ৩৬ বছরের বেশি সময় ধরে
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়
ক্ষুদ্রঋণ এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট
রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (সনদ নং ০১৫১৯-০০৫৮৭-০০৩৪৫)। বর্তমানে
চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের
জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্য পদের বিবরণ
|
ক্রমিক নং |
পদের নাম |
বয়স |
পদসংখ্যা |
যোগ্যতা ও অভিজ্ঞতা |
বেতন ও সুবিধা |
|
১ |
এরিয়া ম্যানেজার |
সর্বোচ্চ ৪৫ বছর |
২ জন |
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে
ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা এবং
সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। পিকেএসএফ অর্থায়নে পরিচালিত
প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার। কম্পিউটার ও সফটওয়্যার চালনায় দক্ষ।
বাংলায় ও ইংরেজিতে রিপোর্ট প্রস্তুত করার ক্ষমতা থাকতে হবে। |
মাসিক বেতন: ৩৮,৩৫০/- টাকা। চাকুরীতে স্থায়ীকরণের পর উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড,
গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা। |
|
২ |
শাখা
ব্যবস্থাপক |
সর্বোচ্চ
৪০ বছর |
২ জন |
স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট
কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। পিকেএসএফ অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানে
কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার। কম্পিউটার ও সফটওয়্যার চালনায় দক্ষ। বাংলায় ও
ইংরেজিতে রিপোর্ট প্রস্তুত করার ক্ষমতা থাকতে হবে। |
মাসিক
বেতন: ২৯,২৫০/- টাকা। চাকুরীতে স্থায়ীকরণের পর উৎসব ভাতা, বৈশাখী
ভাতা, মোবাইল খরচ, কন্ট্রিবিউটরী
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা। |
আবেদন সংক্রান্ত শর্তাবলী
- প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মটরসাইকেল
চালনায় পারদর্শী হতে হবে।
- নিয়োগপ্রাপ্তদের ৩ মাস শিক্ষানবীশকাল শেষে কর্ম
মূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
- প্রার্থীদের উপকূলীয় অঞ্চলের মাঠ পর্যায়ে প্রান্তিক
জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- আবেদনপত্রে অন্তর্ভুক্ত করতে হবে সদ্য তোলা ৩ কপি
পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয়
পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
- আবেদনপত্র পাঠাতে হবে হেড অব এ্যাডমিন ও এইচআরডি, নওয়াবেঁকী
গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর অফিস
চলাকালীন সময়ে স্বহস্তে, ডাকযোগে বা অনলাইনে https://www.ngf-bd.org/job-circular-summary
মাধ্যমে।
- আবেদনপত্র অবশ্যই পৌঁছাতে হবে ২৮ ডিসেম্বর ২০২৫
তারিখের মধ্যে।
- লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল শিক্ষাগত ও
অভিজ্ঞতার সনদপত্র সঙ্গে আনতে হবে।
- লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা
হবে না।
- নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নওয়াবেঁকী গণমূখী
ফাউন্ডেশন (এনজিএফ)-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন
(এনজিএফ)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র পাঠাতে হবে হেড অব এ্যাডমিন ও এইচআরডি, নওয়াবেঁকী
গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা বরাবর অফিস চলাকালীন সময়ে
স্বহস্তে, ডাকযোগে বা অনলাইনে https://www.ngf-bd.org/job-circular-summary
মাধ্যমে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন নিয়োগ ২০২৫, NGF job circular 2025,
Area Manager job Bangladesh, Branch Manager job Bangladesh, microfinance job
BD, NGO job circular 2025, field officer job BD, Satkhira NGO job, Palli
Karma-Sahayak Foundation job, microcredit officer job, NGF career opportunity
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন
প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব
নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু
প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত
সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো
ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন
প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে
সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন
প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক
লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ
ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী
ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন
যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে
দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও
শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments