এসকেফ ফার্মাসিউটিক্যালস এ MSO পদে বহু নিয়োগ
একটি স্বাস্থ্যসম্মত
বাংলাদেশের জন্য কাজ করুন
Eskayef Pharmaceuticals Limited বাংলাদেশে
অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যা
আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান যেমন US FDA, UK MHRA, EU GMP, VMD UK,
TGA Australia, ANVISA Brazil ইত্যাদির স্বীকৃতি প্রাপ্ত। বছর ধরে,
Eskayef পেশাদার স্বাস্থ্যকর্মী ও রোগীদের কাছে একটি বিশ্বাসযোগ্য,
গুণগতমান-নির্ভর এবং বৈজ্ঞানিক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে
আত্মপ্রকাশ করেছে।
ক্যারিয়ার সুযোগ: Medical Services Officer
দায়িত্বসমূহ:
- চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে বৈজ্ঞানিক তথ্য প্রচার করা
- প্রেসক্রিপশন এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয়
লক্ষ্যমাত্রা অর্জন করা
যোগ্যতা:
- মাস্টার্স / B.Pharm / স্নাতক
- SSC পর্যন্ত বিজ্ঞান শিক্ষাগত যোগ্যতা
- বয়স সর্বাধিক ৩২ বছর
- বাংলাদেশে যেকোনো স্থানে কর্মক্ষমতা
ইন্টারভিউ সময়: সকাল ১০:০০ – দুপুর
১:০০
সুবিধাসমূহ:
- আকর্ষণীয় বেতন
- মাসিক ইনসেনটিভ
- ত্রৈমাসিক ইনসেনটিভ
- উৎসব বোনাস
- প্রফিট বোনাস
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
- বিদেশি ভ্রমণ
- গ্রুপ লাইফ ইন্সুরেন্স
- TA & DA
- দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
- আরও অনেক সুবিধা
আবেদনপত্র জমা প্রক্রিয়া:
ইচ্ছুক প্রার্থীদেরকে ওয়াক-ইন ইন্টারভিউতে
নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আসতে হবে:
- পাসপোর্ট সাইজ ছবি
- জীবনবৃত্তান্ত (CV)
- সকল মূল শিক্ষাগত সনদপত্র
ইন্টারভিউ স্থান ও তারিখসমূহ:
- ঢাকা: ২২, ২৩ & ২৪
ডিসেম্বর ২০২৫, Operational Headquarters, Plot 82, Road 14, Block B,
Banani
- টাঙ্গাইল: ২৩ ডিসেম্বর ২০২৫, TDCL, Holding 103,
Plot: 446, Ward No.: 15, Shibnath Para, Tangail Sadar
- সাতক্ষীরা: ২১ ডিসেম্বর ২০২৫, House: 811, Moddha
Katia, Satkhira
- সিরাজগঞ্জ: ২৩ ডিসেম্বর ২০২৫, Holding No-125/2,
Chandali More, Malsapara, Sirajganj
- নোয়াখালী: ২১ ডিসেম্বর ২০২৫, Alauddin Tower, Main
Road, Anantapur, Noakhali
- যশোর: ২৪ ডিসেম্বর ২০২৫, Rashid Rain Shapno
Villa, 154 Jail Road, Ghope, Jashore
- বগুড়া: ২২ ডিসেম্বর ২০২৫, TDCL, Fuldighi (Pepsi
Plant), Bogura
- পাবনা: ২৪ ডিসেম্বর
২০২৫, TDCL
(3rd Floor), Al-Haz Abu Bakkar Bhabon, Gachpara Bazar, Pabna
ওয়েবসাইট: www.skfbd.com
ফেসবুক পৃষ্ঠা: facebook.com/ESKAYEF
নিয়োগ
বিজ্ঞপ্তি:
এসকেফ ফার্মাসিউটিক্যালস- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: এসকেফ ফার্মাসিউটিক্যালস
আবেদন প্রক্রিয়া: ওয়াক-ইন ইন্টারভিউ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Eskayef Pharmaceuticals চাকরি,
Medical Services Officer পদ, এসকেফ
ফার্মাসিউটিক্যালস নিয়োগ, ফার্মা কোম্পানি জব বাংলাদেশ,
স্বাস্থ্য সেবা চাকরি, Pharma Sales Officer বাংলাদেশ,
ওয়াক-ইন ইন্টারভিউ ঢাকা, Eskayef Job Circular 2025, মেডিকেল অফিসার নিয়োগ, Eskayef চাকরির সুযোগ,
ফার্মা সেলস জব, Bangladesh Pharma Career, মেডিকেল
সেলস অফিসার আবেদন, ফার্মা কোম্পানি চাকরি বাংলাদেশ
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments