প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের নাগরিকদের
নিকট হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহ
অস্থায়ীভাবে পূরণের জন্য নির্ধারিত অনলাইন ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদসমূহ ও বেতনস্কেল
ক্র. |
পদের নাম |
গ্রেড |
বেতনস্কেল (টাকা) |
পদসংখ্যা |
১ |
উচ্চমান সহকারী |
১৪তম |
১০,২০০-২৪,৬৮০/- |
০১টি |
২ |
সাঁট-মুদ্রাক্ষরিক
কাম-কম্পিউটার অপারেটর |
১৪তম |
১০,২০০-২৪,৬৮০/- |
০৬টি |
৩ |
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
১৬তম |
৯,৩০০-২২,৪৯০/- |
০২টি |
৪ |
ড্রাইভার |
১৭তম |
৯,০০০-২৯,৮০০/- |
০১টি |
৫ |
অফিস সহায়ক |
২০তম |
৮,২৫০-২০,০১০/- |
০৭টি |
শিক্ষাগত যোগ্যতা ও
অন্যান্য শর্ত
(১) উচ্চমান
সহকারী
- স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক
ডিগ্রি।
- কম্পিউটার
ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- বিভাগীয়
প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
(২)
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
- সাঁটলিপিতে গতি
প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ।
- টাইপিং গতি
ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিটে।
- কম্পিউটার
ব্যবহারে দক্ষ হতে হবে।
- বিভাগীয়
প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
(৩) অফিস
সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- স্বীকৃত বোর্ড
হতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- টাইপিং গতি
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ।
- কম্পিউটার
ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক।
(৪) ড্রাইভার
- স্বীকৃত বোর্ড
হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- বৈধ মোটরসাইকেল
ও লাইট মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে।
- কম্পিউটার
ব্যবহারে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
(৫) অফিস সহায়ক
- স্বীকৃত বোর্ড
হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সাধারণ শর্তাবলি
১. সকল জেলার প্রার্থীগণ
আবেদন করতে পারবেন।
২. লিখিত পরীক্ষা সকল পদের জন্য একই দিনে অনুষ্ঠিত হতে পারে,
তাই একাধিক পদে আবেদন নিরুৎসাহিত করা হলো।
৩. প্রার্থীর বয়স ০১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
হতে হবে। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/বিভাগীয় প্রার্থীদের জন্য সরকারি নিয়মে বয়স
শিথিলযোগ্য।
৪. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের
অনুমতিপত্রসহ আবেদন করতে হবে।
৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
৬. নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ও পরবর্তী সংশোধিত সরকারি বিধি-বিধান
অনুসরণ করা হবে।
৭. কর্তৃপক্ষ প্রয়োজনবোধে পদের সংখ্যা পরিবর্তন বা বিজ্ঞপ্তি
বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
৮. শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায়
অংশ নিতে পারবেন।
অনলাইন আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে https://doa.teletalk.com.bd ওয়েবসাইটে।
- বিস্তারিত
নির্দেশনা পাওয়া যাবে www.archaeology.gov.bd এবং https://doa.teletalk.com.bd সাইটে।
- আবেদন শুরু: ০৯
অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টা থেকে
- আবেদন শেষ: ৩০
অক্টোবর ২০২৫ বিকাল ৫:০০ টা পর্যন্ত
- ছবির সাইজ
সর্বোচ্চ ১০০ KB এবং
স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
- অনলাইনে ফরম
সাবমিটের পর প্রাপ্ত User ID ব্যবহার
করে Teletalk প্রি-পেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
পরীক্ষার ফি
- গ্রেড ১৪-১৬:
১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = ১১২ টাকা
- গ্রেড ১৭-২০ ও
অনগ্রসর নাগরিকদের জন্য: ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = ৫৬ টাকা
SMS পাঠানোর
নিয়ম
প্রথম SMS:
DOA <space> UserID পাঠাতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS:
DOA <space> YES <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে।
প্রবেশপত্র ও পরীক্ষা
সংক্রান্ত তথ্য
- যোগ্য
প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ও সময় SMS এবং ওয়েবসাইটে জানানো হবে।
- প্রবেশপত্রে
পরীক্ষার তারিখ, সময় ও
স্থান উল্লেখ থাকবে।
- মৌখিক পরীক্ষায়
প্রার্থীদের সকল মূল সনদপত্র, পরিচয়পত্র
ও সংশ্লিষ্ট কাগজপত্র প্রদর্শন করতে হবে।
অতিরিক্ত নির্দেশনা
- অসম্পূর্ণ বা
ভুল তথ্যপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
- কোনো ধরনের
অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- অনলাইনে আবেদন ও
ফি প্রদানের জন্য সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
সংস্কৃতি বিষয়ক
মন্ত্রণালয়- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,
আবেদন করতে হবে: http://bof.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, doa.teletalk.com.bd, doa
job circular 2025, Department of Archaeology job circular 2025, প্রত্নতত্ত্ব
অধিদপ্তর চাকরি, doa job apply, doa teletalk apply, doa teletalk bd, doa
job circular pdf download, doa job notice, doa admit card, doa exam date 2025,
doa job result, doa circular 2025, doa online application, doa job apply 2025,
doa job update, doa bd job circular, doa job circular today, doa job apply
online, doa teletalk com bd apply, doa teletalk admit card, doa circular pdf,
doa gov bd, doa job news, doa exam result, doa teletalk portal, doa new job
circular, doa application form, doa govt job 2025, doa teletalk sms, doa
teletalk login, doa teletalk fee payment, doa teletalk user id recovery, doa
written exam date, doa viva notice, doa job circular october 2025, doa
recruitment 2025, doa career, doa bd govt job, doa application 2025, doa bd
jobs, doa teletalk bd online apply, doa job opportunity, doa govt job circular
2025, doa teletalk bd admit, doa circular download, doa job result 2025, doa
apply link, doa admit card download 2025, doa circular update, doa job portal
bd, doa notice board, doa exam schedule, doa teletalk bd circular 2025, doa
official circular, doa job 2025 apply online, doa bd job portal, doa govt
circular 2025, doa recent circular, doa teletalk com bd 2025, doa official
website www.archaeology.gov.bd,
doa job 2025 bangladesh, doa teletalk 2025 job, doa bd recruitment, doa job
vacancy, doa latest job news, doa teletalk admit 2025, doa online form fillup,
doa circular bdjobs, doa job application form 2025, doa govt circular today,
doa ministry of cultural affairs job 2025, doa job 2025 online apply, doa new
recruitment notice, doa job bd, doa teletalk application, doa teletalk bd exam
notice, doa teletalk online apply link, doa job circular update 2025, doa
teletalk apply link, doa teletalk application form download, doa teletalk bd
govt job.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments