Type Here to Get Search Results !

বাংলাদেশ শিপিং কর্পোরেশন - নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



বাংলাদেশ শিপিং কর্পোরেশন - নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের বহরের জাহাজগুলোর টেকনিক্যাল ম্যানেজমেন্ট কার্যক্রম সম্পাদনের জন্য অস্থায়ী ভিত্তিতে (চুক্তিভিত্তিক) প্রায় ২ বছরের জন্য নিয়োগ দেবে। এ লক্ষ্যে বাংলাদেশের যোগ্য ও স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

 

শূন্যপদ ও যোগ্যতা

১. পরামর্শক (মেরিন সুপার – ডেক)

  • পদসংখ্যা: ৪৫
  • বয়সসীমা: ০১-১০-২০২৫ তারিখে সর্বোচ্চ ৮০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: প্রযোজ্য নয় (অভিজ্ঞতা ভিত্তিক)
  • অভিজ্ঞতা:
    • সমুদ্রগামী বাণিজ্যিক Oil/Chemical Tanker (Unlimited) জাহাজে অন্তত ২ বছর Master হিসেবে বাস্তব অভিজ্ঞতা।
    • Oil Major, SIRE, CDI Inspection, PSC, Flag Statutory Requirements, TMSA, ISM, ISPS, USCG, Right Ship, Ship Shore Audit, Framo System ইত্যাদি বিষয়ে ভালো ধারণা ও অভিজ্ঞতা থাকতে হবে।

 

২. পরামর্শক (টেকনিক্যাল সুপার – ইঞ্জিন)

  • পদসংখ্যা:
  • বয়সসীমা: ০১-১০-২০২৫ তারিখে সর্বোচ্চ ৮০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: প্রযোজ্য নয় (অভিজ্ঞতা ভিত্তিক)
  • অভিজ্ঞতা:
    • সমুদ্রগামী বাণিজ্যিক Oil/Chemical Tanker (Unlimited) জাহাজে অন্তত ২ বছর Chief Engineer হিসেবে কাজের অভিজ্ঞতা।
    • Oil Major, SIRE, CDI Inspection, PSC, Flag Statutory Requirements, TMSA, ISM, ISPS, USCG, Right Ship, Ship Shore Audit, IG, BWTS Electrical/Hydraulic System ইত্যাদি বিষয়ে ধারণা ও অভিজ্ঞতা থাকতে হবে।
    • স্বনামধন্য Oil & Chemical Tanker Management Company বা প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা এবং TMSA Audit অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া

  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ০১ অক্টোবর ২০২৫
  • আবেদনপত্র সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রধান কার্যালয়, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবর হার্ডকপি (A4 খামে) এবং সফটকপি আকারে পাঠাতে হবে।
  • ই-মেইল: secretariat@bsc.gov.bd (cc: md@bsc.gov.bd)
  • খামের ওপরে অবশ্যই আবেদনকৃত পদের নাম লিখতে হবে।
  • অসম্পূর্ণ আবেদন, ত্রুটিপূর্ণ তথ্য বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

 

আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে

১. বিস্তারিত জীবনবৃত্তান্ত (Bio-data) এবং বিএসসি কর্তৃক নির্ধারিত ফরমে সী-সার্ভিস তথ্য (ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে)।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
৩. সর্বশেষ কর্মস্থলের অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।
৪. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
৫. সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৬. CDC (Continuous Discharge Certificate) এর সত্যায়িত কপি।
৭. COC (Certificate of Competency) ক্লাস-১ এর সত্যায়িত কপি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বাংলাদেশ শিপিং কর্পোরেশন - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: বাংলাদেশ শিপিং কর্পোরেশন

 

  • আবেদন করতে হবে: আবেদনপত্র সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রধান কার্যালয়, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম বরাবর হার্ডকপি (A4 খামে) এবং সফটকপি আকারে পাঠাতে হবে।
  • ই-মেইল: secretariat@bsc.gov.bd (cc: md@bsc.gov.bd)

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, শিপিং কর্পোরেশন চাকরির খবর, Bangladesh Shipping Corporation Job Circular, শিপিং কর্পোরেশন জব সার্কুলার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন চুক্তিভিত্তিক নিয়োগ, শিপিং কর্পোরেশন টেকনিক্যাল ম্যানেজমেন্ট নিয়োগ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ক্যারিয়ার, শিপিং কর্পোরেশন চাকরির আবেদন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন জব আপডেট, শিপিং কর্পোরেশন সরকারি চাকরি, শিপিং কর্পোরেশন নিয়োগ শর্তাবলী, বাংলাদেশ শিপিং কর্পোরেশন অস্থায়ী নিয়োগ, শিপিং কর্পোরেশন জব সার্কুলার ২০২৫, Bangladesh Shipping Corporation career, বাংলাদেশ শিপিং কর্পোরেশন চাকরির সুযোগ, শিপিং কর্পোরেশন চাকরির বিজ্ঞপ্তি, শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি pdf, বাংলাদেশ শিপিং কর্পোরেশন আবেদন প্রক্রিয়া, শিপিং কর্পোরেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, শিপিং কর্পোরেশন মেরিন জব সার্কুলার।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments