Type Here to Get Search Results !

স্ট্যান্ডার্ড ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ

0



স্ট্যান্ডার্ড ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ

 

পদ: এরিয়া সেলস ম্যানেজার (ASM)

Standard Food & Beverage Ltd. – Standard Industries এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠান ইতোমধ্যে ডেইরি শিল্পে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং তা ছড়িয়ে দিয়েছে হেলথ ও হাইজিন, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, বাইসাইকেল, ইন্স্যুরেন্স, কনজ্যুমার ও কৃষি ব্যবসার মতো খাতে।

পদের সংখ্যা: ৮০ জন

 

প্রধান দায়িত্বসমূহ:

  • কার্যকর বিক্রয় কৌশল তৈরি ও বাস্তবায়ন করা
  • সারা দেশের বিক্রয় দলকে নেতৃত্ব দিয়ে লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা
  • দৈনন্দিন বিক্রয় কার্যক্রম তদারকি করা এবং বিক্রয় পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা
  • বিক্রয় পারফরম্যান্স বিশ্লেষণ ও প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা
  • কোম্পানির প্রমোশনাল কার্যক্রমে (বিক্রয় অ্যাকটিভেশন, ব্র্যান্ড প্রমোশন, ইভেন্ট ইত্যাদি) অংশগ্রহণ করা
  • মাসিক ও বার্ষিক বিক্রয় পূর্বাভাস তৈরি করা
  • মাঠ পর্যায়ের সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা
  • গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির লক্ষ্যে উচ্চমানের সেবা নিশ্চিত করা

 

শিক্ষাগত যোগ্যতা:

  • বিএ/এইচএসসি অথবা সমমান
  • তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য

 

অভিজ্ঞতা:

  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
  • Standard Food & Beverage বা কনজ্যুমার পণ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ASM অথবা অনুরূপ পদে কাজের বাস্তব অভিজ্ঞতা

 

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:

  • বাংলাদেশের বাজার ও ভোক্তার আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা
  • বিক্রয় বিশ্লেষণ দক্ষতা এবং ডিস্ট্রিবিউটর ও বিক্রয় দল ব্যবস্থাপনার বাস্তব জ্ঞান
  • নেতৃত্বদানের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং গ্রাহকসেবা মনোভাব

 

অতিরিক্ত শর্তাবলি:

  • বয়স: ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে

 

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:

  • কোম্পানির নীতিমালা অনুযায়ী
  • বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে

 

আবেদন প্রক্রিয়া: যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে: https://hotjobs.bdjobs.com/jobs/standardcons/standardcons2.htm

FMCG (Fast Moving Consumer Goods) সেক্টরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


স্ট্যান্ডার্ড ফুড অ্যান্ড বেভারেজ- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: স্ট্যান্ডার্ড ফুড অ্যান্ড বেভারে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: Standard Food & Beverage Ltd, Standard industries Bangladesh, Standard Food Beverage company profile, Standard Food & Beverage Ltd job circular, Standard Food & Beverage Ltd products, Standard group food beverage Bangladesh, Standard dairy products Bangladesh, Standard consumer goods company, Standard F&B Ltd career, Standard Industries FMCG, Standard Food Beverage vacancy, Standard Food & Beverage Ltd careers, Standard group recruitment Bangladesh, Standard Food Brand Bangladesh, food beverage conglomerate Bangladesh, স্ট্যান্ডার্ড ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, standard food and beverage ltd job circular 2025, স্ট্যান্ডার্ড ফুডে চাকরি, এসএফবি চাকরি, standard food job apply, standard beverage নিয়োগ, নতুন কোম্পানির চাকরি ২০২৫, কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, fmcg company job in bangladesh, bd company job circular, কোম্পানি চাকরির সার্কুলার, চাকরির বিজ্ঞপ্তি জুলাই ২০২৫, sales manager job in bangladesh, ASM নিয়োগ বিজ্ঞপ্তি, standard food sales job, standard group job circular, hsc pass company job, চাকরি খুঁজছি কোম্পানিতে, today company job circular, কোম্পানিতে নতুন নিয়োগ ২০২৫

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments