পাঞ্জেরী পাবলিকেশন্স- নিয়োগ বিজ্ঞপ্তি
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড—দেশের
শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান, যেখানে রয়েছে ইতিবাচক কর্মপরিবেশ এবং
পুরস্কৃতকর কর্পোরেট সংস্কৃতি। আমরা আমাদের মার্কেটিং বিভাগে নিম্নলিখিত পদে যোগ্য
প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছি:
পদবী: ম্যানেজমেন্ট
ট্রেইনি অফিসার (এমটিও) - মার্কেটিং
আপনার সম্ভাবনা উন্মোচন করুন
মার্কেটিং ক্যারিয়ারে—হাতেকলমে কাজের অভিজ্ঞতা অর্জন করুন, সৃজনশীল কৌশল
পরিচালনা করুন এবং আমাদের ব্র্যান্ডের ভবিষ্যৎ গড়ে তুলুন।
কর্মস্থল: প্রধান কার্যালয়, শান্তিনগর,
ঢাকা
মূল দায়িত্বসমূহ:
- ব্যবসা, পণ্য ও সেবার বিষয়ে গভীর জ্ঞান অর্জন
এবং সেগুলোর উপকারিতা গ্রাহকদের সামনে উপস্থাপন।
- মার্কেটিং অপারেশন উন্নয়নের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা, ম্যানুয়াল
ও এসওপি (SOP) প্রস্তুত ও বাস্তবায়ন।
- বাজারের প্রবণতা পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে পণ্য
পোর্টফোলিও ও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট ব্যবস্থাপনা।
- বাজার তথ্য বিশ্লেষণ ও ব্যবহারের মাধ্যমে কার্যকর
মার্কেটিং কৌশল নির্ধারণ।
- বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইনের পরিকল্পনা ও তদারকি
করা।
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ বিবিএ/এমবিএ ডিগ্রী (ন্যূনতম সিজিপিএ ৩.০০)
- অতিরিক্ত যোগ্যতা:
- নবীন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
- এমএস এক্সেল, এসপিএসএস, পাওয়ার
বি আই, ট্যাবলোর মত ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যার
ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
- যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন ও সুবিধাদি
প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীগণ আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখের
মধ্যে নিম্নলিখিত লিংকে গিয়ে আবেদন করতে পারবেন:
https://forms.gle/TFSCsfFWv5uCkNP18
অথবা, প্রদত্ত কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে পারবেন।
ওয়েবসাইট: www.panjeree.com
নিয়োগ বিজ্ঞপ্তি:
পাঞ্জেরী পাবলিকেশন্স- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: পাঞ্জেরী
পাবলিকেশন্স
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: পাঞ্জেরী নিয়োগ, পাঞ্জেরী পাবলিকেশন্স চাকরি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড নিয়োগ ২০২৫, প্রকাশনা
কোম্পানিতে চাকরি, পাঞ্জেরী প্রকাশনীতে চাকরির বিজ্ঞপ্তি,
পাঞ্জেরী পাবলিকেশনে মার্কেটিং অফিসার নিয়োগ, পাঞ্জেরী পাবলিকেশনে এমটিও চাকরি, leading publication house job
Bangladesh, publishing company job circular 2025, শান্তিনগর
চাকরির খবর, marketing job in panjeree publications, management trainee
officer job panjeree, BBA MBA marketing jobs Dhaka, freshers marketing job
Bangladesh, apply panjeree publications job, latest company job circular BD,
attractive salary marketing job, publishing company marketing executive job.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments