Type Here to Get Search Results !

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

0



বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং সাময়িকভাবে রাজস্বখাতে সৃজিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য ও প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

 

উল্লেখযোগ্য বিষয়:

  • শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
  • প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা থাকবে।
  • আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫

 

আবেদন শুরু:  ২৪ জুলাই ২০২৫

 

আবেদনের শেষ: ২১ আগস্ট ২০২৫

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট: একটি প্রামাণ্য পরিচিতি

উৎপত্তি ও ইতিহাস

  • BARI এর প্রথম ভিত্তি ১৯০৮ সালে ‘Agricultural Research Laboratory, Bengal’ নামে ঢাকা ফার্মে রাখা হয় যেখানে ডিরেক্টরেট অফ অ্যাগ্রিকালচার (রিসার্চ এডুকেশন) এর অংশ হিসেবে গবেষণা শুরু হয়
  • ১৯৭৬ সালে, ডিরেক্টরেট ভেঙে এটি আলাদা প্রতিষ্ঠান 'বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট' নামে প্রতিষ্ঠিত হয়
  • এটি কৃষি মন্ত্রণালয়ের অধীন আধাস্বায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে।

 

সংবিধান ও আইন

  • BARI-র কার্যক্রম পরিচালিত হয় Bangladesh Agricultural Research Institute Act, 1996 এর অধীনে, যা প্রতিষ্ঠানকে গবেষণার জন্য স্বায়ত্তশাসিত ক্ষমতা প্রদান করে
  • পরিচালনা হয় একটি ১২-সদস্য বিশিষ্ট বোর্ড অব ম্যানেজমেন্টের মাধ্যমে

 

সদর দপ্তর ও শাখা কাঠামো

  • সদর অফিস: Joydebpur, Gazipur (ঢাকা থেকে প্রায় ৩৫ কিমি উত্তরে), গবেষণার জন্য প্রায় ১৭৬ হেক্টর এলাকা নিয়ে পরিচালিত হয়
  • আঞ্চলিক শাখা:
    • ৬টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র, যেমন: Ishwardi, Jamalpur, Jessore, Hathazari, Rahmatpur, Akbarpur
    • ২৮টি উপকেন্দ্র (Sub‑stations), যার মধ্যে পাহাড়ি এলাকা (Khagrachari, Ramgarh, Raikhali) থাকছে
  • কৃষি বিভাগ:
    • ৭টি ফসল-ভিত্তিক গবেষণা কেন্দ্র (যেমন Horticulture, Wheat, Pulse ইত্যাদি)
    • ১৭টি গবেষণা বিভাগ
    • পরিকল্পনা ও মূল্যায়ন উইং, গবেষণা উইং, সেবা ও সরবরাহ উইং এবং প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর মাধ্যমে সংগঠিত

 

পদের সংখ্যা:  ০৮ টি

 

লোকবল নেবে: ৯৭ জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 


সূত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

 

আবেদন করুন: https://bari.teletalk.com.bd

 

আবেদনের প্রক্রিয়া:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পূর্বে প্রকাশিত স্মারক নং-১২.২১.০০০০.০০৫.১১.০০২.২৩.১০৬২, তারিখ: ৩১ আগস্ট ২০২৩ অনুযায়ী যেসব পদের (ক্রমিক ১, , ৩ এবং ৪) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেগুলোর চলমান প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হলো। তবে উক্ত পদে যারা ইতঃপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই—তারা পূর্বের আবেদনের ভিত্তিতেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

 

বয়সসীমা:

  • ১নং ক্রমিকের পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৯ এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
  • ২নং ক্রমিকের পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
  • ৩ থেকে ৮ নং ক্রমিক পর্যন্ত পদসমূহে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
    বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

অন্যান্য নির্দেশনা:

  • বর্তমানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • এ্যাপিয়ার্ড (ফলাফলপ্রত্যাশী) প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়।

 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের করণীয়:
www.bari.gov.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:
১। পূরণকৃত অনলাইন আবেদন ফরমের একটি কপি এবং প্রবেশপত্র।
২। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও কোটাসংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত)।
৪। সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত)।
৫। জাতীয়তা ও স্থায়ী ঠিকানা সনদ (স্থানীয় চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত)।
৬। জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সত্যায়িত কপি।
৭। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা কোটার ক্ষেত্রে সরকার নির্ধারিত সনদপত্র।
৮। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে প্রমাণপত্র।

 

সকল দাখিলকৃত কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত হতে হবে, এবং সেখানে তার নাম, পদবি, সীল ও স্বাক্ষর স্পষ্টভাবে থাকতে হবে।

 

মৌখিক পরীক্ষার পূর্বশর্ত: উক্ত কাগজপত্র যথাসময়ে দাখিল করতে ব্যর্থ হলে প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

 

অতিরিক্ত তথ্য:

  • পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  • নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ও আপডেট www.bari.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট - প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য:

কার্যক্রম ও বৈশিষ্ট্য

  • গবেষণা উদ্দেশ্য: মূলত চালে (BRRI ছাড়া), আলু, শস্য, আটা, তেলবীজ, সরিষা, সবজি, ফল, মসলাবীজ ইত্যাদিতে উন্নত জাত ও প্রযুক্তি উন্নয়ন করা হয়
  • গবেষণার পাশাপাশি মাটি ও ফসল ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবস্থাপনা, সেচ ব্যাবস্থা, যন্ত্রপ্রযুক্তি, ফসল্প্রণালী উন্নয়ন ও সামাজিক‑অর্থনৈতিক বিশ্লেষণ চালানো হয়
  • BARI এখন পর্যন্ত ১৭২টি উন্নত ফসলের জাত উন্নয়ন করেছে

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • জার্নেটিকস ও বায়োটেকনোলজি কাজে গুরুত্ব উল্লেখযোগ্য — DNA এডিটিং ও gene silencing গবেষণা চালিয়ে যাচ্ছেন মহাপরিচালক সহ বিভিন্ন বিজ্ঞানী
  • কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণ: BARI নতুন মেশিনারি ও প্রযুক্তি তৈরি ও প্রচারে কার্যক্রম জোরদার করছে
  • জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পরিকল্পনা: ক্ষতিগ্রস্ত অঞ্চলে উপযোগী ফসল ও প্রযুক্তি উন্নয়নে বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে

 

যোগাযোগের ঠিকানা

  • সদর কার্যালয়: Joydebpur, Gazipur‑1701, বাংলাদেশ
  • ইমেইল: helpdesk@bari.gov.bd
  • ফোন: +880 2‑9252715, +880 2‑9261415
  • ওয়েবসাইট: www.bari.gov.bd

 

সংক্ষিপ্ত রূপে:

বিষয়

বিবরণ

উৎপত্তি ইতিহাস

১৯০৮-এ ঢাকার Agricultural Research Laboratory থেকে গঠন, ১৯৭৬-এ স্বায়ত্ত শিল্প হিসেবে প্রতিষ্ঠা

আইন ও কাঠামো

BARI Act 1996, পরিচালনা বোর্ড, মন্ত্রণালয় অধীন

সদর দপ্তর

Joydebpur, Gazipur

আঞ্চলিক শাখা

৬ গবেষণা কেন্দ্র + ২৮ উপকেন্দ্র

কার্যক্রম

ফসল‑ভিত্তিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, বায়োটেকনোলজি, কৃষি সম্প্রসারণ

ভবিষ্যৎ পরিকল্পনা

Genetic editing, প্রযুক্তি ট্রান্সফার, জলবায়ু অভিযোজন

যোগাযোগ

helpdesk@bari.gov.bd, ফোন: +880 2‑9252715 ও +880 2‑9261415

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরি, বারি চাকরি সার্কুলার, কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ কৃষি চাকরি, সরকারি কৃষি চাকরি ২০২৫, BARI job circular 2025, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, কৃষি অফিসে চাকরি, কৃষি বিজ্ঞানে চাকরির সুযোগ, govt agriculture job in Bangladesh, কৃষি সংস্থায় নিয়োগ, bariteletalk com bd, BARI BD job, Bangladesh Agricultural Research Institute jobs, barijobs, কৃষি প্রতিষ্ঠান নিয়োগ ২০২৫, সরকারি চাকরি ২০২৫, কৃষি ইনস্টিটিউট ক্যারিয়ার

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments