নিয়োগ বিজ্ঞপ্তি- জেলা প্রশাসকের
কার্যালয়, নরসিংদী
ওয়েবসাইট: www.narsingdi.gov.bd
তারিখ:
২২ জুলাই ২০২৫ | স্মারক নম্বর:
০৫.৩০.৬৮০০.১০৬.০৪.০০৪.২৫-৪৬০
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের
কার্যালয়সমূহের শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের নিকট হতে
নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শূন্য পদসমূহ:
ক্র. |
পদের নাম |
পদের সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা |
বেতন (গ্রেড ২০) |
১ |
অফিস সহায়ক |
১৫ টি |
এসএসসি/সমমান |
৮,২৫০–২০,০১০/- |
২ |
নিরাপত্তা
প্রহরী |
৭ টি |
এসএসসি/সমমান, সুস্বাস্থ্য |
৮,২৫০–২০,০১০/- |
৩ |
মালি |
১ টি |
জেএসসি/সমমান |
৮,২৫০–২০,০১০/- |
৪ |
পরিচ্ছন্নতাকর্মী |
৭ টি |
জেএসসি/সমমান |
৮,২৫০–২০,০১০/- |
৫ |
বাবুর্চি |
২ টি |
জেএসসি/সমমান, রান্নার ৫ বছরের অভিজ্ঞতা |
৮,২৫০–২০,০১০/- |
৬ |
বেয়ারা |
৩ টি |
এসএসসি/সমমান |
৮,২৫০–২০,০১০/- |
৭ |
সার্কিট হাউজের জন্য নিরাপত্তা
প্রহরী |
১ টি |
এসএসসি/সমমান, সুস্বাস্থ্য |
৮,২৫০–২০,০১০/- |
৮ |
সার্কিট
হাউজের মালি |
১ টি |
জেএসসি/সমমান |
৮,২৫০–২০,০১০/- |
৯ |
সার্কিট হাউজের
পরিচ্ছন্নতাকর্মী |
২ টি |
জেএসসি/সমমান |
৮,২৫০–২০,০১০/- |
আবেদনের শর্তাবলি:
- প্রার্থীকে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি
নাগরিক হতে হবে।
- নির্ধারিত ফরমে আবেদন করে আগামী ১৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা
দিতে হবে।
- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে (১৭/০৮/২০২৫ তারিখ অনুযায়ী)।
- সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের
যথাযথ অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে।
সংযুক্তি:
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (সত্যায়িত)
- নাগরিকত্ব সনদপত্র (ইউনিয়ন পরিষদ/পৌরসভা)
- শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
- চারিত্রিক সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ (সত্যায়িত)
- প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/ক্ষুদ্র
নৃগোষ্ঠী/তৃতীয় লিঙ্গ/কোটা সংশ্লিষ্ট সনদ
- আবেদন ফি ৫০ টাকা (চালান কপি)
- ফেরত খাম (১০ টাকার ডাকটিকিট ও ঠিকানাসহ)
জেলা প্রশাসকের
কার্যালয়, নরসিংদী -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী
আবেদন করুন: ডাকযোগে
গুরুত্বপূর্ণ:
- একাধিক পদের জন্য আবেদন করা যাবে না।
- অনুপস্থিত/অসম্পূর্ণ আবেদন বাতিল হবে।
- পুনরায় আবেদন করতে হবে না, যদি পূর্বের বিজ্ঞপ্তিতে আবেদন করা হয়ে
থাকে।
- নিয়োগ পরীক্ষার তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
- নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন বা বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
বিস্তারিত ফরম ও তথ্য: www.narsingdi.gov.bd | https://forms.portal.gov.bd
উৎপত্তি ও ইতিহাস
- ব্রিটিশ আমলে ডিসট্রিক্ট কালেক্টর সিস্টেম থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের আধুনিক
ভূমিকা গড়ে ওঠে। ওয়ারেন হ্যাস্টিংস ১৭৭২ সালে কালেক্টর প্রবর্তন করেন; পরে ১৯৬০-এর পরে 'District Magistrate and Collector' পরিপ্রেক্ষিতে
দেশব্যাপী ‘Deputy Commissioner’
(DC) পদ ব্যবহৃত হয় ।
- নরসিংদী অঞ্চল মুঘল আমলে মহেশ্বরদীর পরগনা হিসেবে পরিচিত ছিল, পরে ১৯৮৪ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
আইন ও প্রশাসনিক কাঠামো
- জেলা প্রশাসক (DC)
ও
জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন,
রাজস্ব, আইন-শৃঙ্খলা ও দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব
পালন করেন।
- DC কার্যালয় Cabinet Division
এর
অধীনে এবং ভূমিকা নির্ধারণ হয়
Ministry of Public
Administration থেকে।
- জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে
“সার্কিট হাউজ”, “নেজারত শাখা”, “সাংগঠনিক কাঠামো” সহ বিভিন্ন বিভাগ ও শাখার
তালিকা পাওয়া যায়।
সদর দপ্তর ও শাখা কাঠামো
- সদর দপ্তর: নরসিংদী সদর শহর (Postal code 1600)।
- জেলা প্রশাসকের কার্যালয়ে অন্তর্ভুক্ত: নেজারত শাখা, সার্কিট হাউজ, রাজস্ব শাখা, আইসিটি শাখা, সেবা বিভাগ, উন্নয়ন ও মানবসম্পদ শাখা, স্থানীয় সরকার শাখা ইত্যাদি।
- জেলার প্রশাসন সম্প্রসারিত: ৬টি উপজেলা, ৬ পৌরসভা, ও ৭০ ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত।
কার্যক্রম ও বৈশিষ্ট্য
- DC’ অফিস:
- আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়,
দুর্যোগ
ব্যবস্থাপনা, নির্বাচন
তত্ত্বাবধান।
- ২০২২ সালে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের ভূমি ও গৃহ
হস্তান্তরের কার্যক্রম
পরিচালনা
করেছে।
- স্থানীয় জেলা প্রশাসনের সেবা:
- সিটিজেন চার্টার, ডিজিটাল গার্ড ফাইল, অনলাইন ফরম,
ই-সেবা কেন্দ্র, বিভিন্ন
প্রকাশনা ও সেবা তথ্য সরবরাহ করে থাকে।
ভবিষ্যৎ পরিকল্পনা
- ডিজিটালাইজেশন একটি মূল দিক: জেলা প্রশাসনের ডিজিটাল সেবা, ওয়েব-নোটিফিকেশন এবং সরকারি ফরম অনলাইনে
সরবরাহ বাড়ানো চলছে।
- সেবা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সিটিজেন চার্টার ও অনলাইন
সেবা পোর্টালের কার্যক্রম বাড়ানো হবে।
যোগাযোগ ও ঠিকানা
- ওয়েবসাইট: www.narsingdi.gov.bd
- প্রধান নির্বাহী কর্মকর্তা (দ.প্রশাসক): Mohammad Rashed Hossain Chowdhury
- অফিস ফোন: ওয়েব সাইট ও অফিস তথ্যে পাওয়া যায়, যেমন +880 area code-পোস্টাল কোড: 1600
সারাংশ টেবিল:
বিভাগ |
বিবরণ |
উৎপত্তি ও ইতিহাস |
মহেশ্বরদী পরগনা → ১৯৮৪ সালে
জেলা |
আইন ও কাঠামো |
DC অধীনে জেলা প্রশাসন, Cabinet Division নিয়ন্ত্রণে |
সদর ও শাখা |
সদর: নরসিংদী শহর; শাখা: নেজারত, সার্কিট হাউজ, আইসিটি, রাজস্ব, স্থানীয় সরকার ইত্যাদি |
কার্যক্রম |
আইন-শৃঙ্খলা, রাজস্ব, দুর্যোগ প্রভাব, ভূমি ও গৃহ হস্তান্তর |
বৈশিষ্ট্য |
ই-সেবা কেন্দ্র, ডিজিটাল গার্ড ফাইল, সিটিজেন চার্টার |
ভবিষ্যৎ পরিকল্পনা |
সেবা
ডিজিটালাইজেশন, আর্থ সামাজিক
উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি |
যোগাযোগ |
ওয়েব: www.narsingdi.gov.bd;
DC: Mohammad Rashed Hossain Chowdhury |
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নরসিংদী ডিসি
অফিস চাকরি, ডিসি অফিসে চাকরির খবর, নরসিংদী
সরকারি চাকরি, জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ,
নরসিংদী অফিস সহায়ক পদ, বাংলাদেশ সরকারি চাকরি
সার্কুলার ২০২৫, dc office job circular narsingdi, জেলা
প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির আবেদন ফরম
নরসিংদী, সরকারি চাকরির ফরম ডাউনলোড, dc অফিসে আবেদনের নিয়ম, নরসিংদী চাকরি আপডেট, www.narsingdi.gov.bd job circular, dc office
chakri circular bd, bd govt job circular 2025, সরকারি চাকরি আবেদন
পদ্ধতি, জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ, ডিসি অফিসে নতুন পদে নিয়োগ বিজ্ঞপ্তি, Narsingdi DC Office Job
News.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments