বাংলাদেশ নৌবাহিনী - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ নৌবাহিনী- ২০২৬বি
অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তি
দেশ সেবার সুযোগ, নেতৃত্বের
দক্ষতা গড়ে তোলার চ্যালেঞ্জ এবং উত্তেজনাপূর্ণ জীবনের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে
বাংলাদেশ নৌবাহিনীর অফিসার
ক্যাডেট হিসেবে আপনার যাত্রা শুরু করুন।
বিজ্ঞপ্তি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫
আবেদন শুরু: চলমান
আবেদনের
শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ নৌবাহিনী:
একটি প্রামাণ্য পরিচিতি
বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত
হয়। মুক্তিযুদ্ধের সময় ‘নৌ-কমান্ডো বাহিনী’ গঠন ও পরিচালনার মাধ্যমে এ বাহিনী
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ
নৌবাহিনী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রধান শাখা হিসেবে গড়ে ওঠে এবং সমুদ্র
নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামুদ্রিক সম্পদ রক্ষায়
নিয়োজিত হয়।
প্রতিষ্ঠানের আইন ও
নীতিমালা: বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত হয় বাংলাদেশ নৌ অধ্যাদেশ, ১৯৬১ (Bangladesh
Navy Ordinance, 1961) অনুসারে। এছাড়া অন্যান্য সামরিক আইন, বিধি
ও নীতিমালার মাধ্যমে নৌবাহিনীর প্রশাসনিক, অপারেশনাল ও
শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
সদর দপ্তর ও শাখা
- সদর দপ্তর: বাংলাদেশ নৌবাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর
অবস্থিত নৌ সদর (Naval Headquarters), বনানী, ঢাকা।
- প্রধান নৌ ঘাঁটি ও শাখা:
১. বাংলাদেশ নৌ ঘাঁটি ঈশা খাঁ (Chattogram)
২. বাংলাদেশ নৌ ঘাঁটি বানৌজা শুরভী (Khulna)
৩. বাংলাদেশ নৌ ঘাঁটি বিএনএস শেখ হাসিনা (Cox’s Bazar)
৪. বাংলাদেশ নৌ ঘাঁটি বানৌজা বিক্রম (Mongla)
৫. বাংলাদেশ নৌ ঘাঁটি বানৌজা আগারগাঁও (Dhaka)
পদের
সংখ্যা: বিজ্ঞপ্তিতে দেখুন
লোকবল
নেবে: বিজ্ঞপ্তিতে দেখুন
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নৌবাহিনী - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ
নৌবাহিনী
আবেদন
করুন: http://joinnavy.navy.mil.bd
আবেদন সংক্রান্ত
শর্তাবলি ও নির্দেশনাবলি
ভর্তির যোগ্যতা
১। বয়স ০১ জুলাই ২০২৬
তারিখে বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য ১৮
থেকে ২৩ বছর)। এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। শারীরিক যোগ্যতা
(ন্যূনতম)
শারীরিক বৈশিষ্ট্য |
পুরুষ প্রার্থী |
মহিলা প্রার্থী |
উচ্চতা |
১৬২.৫ সেমি (৫’-৪”) |
১৫৫ সেমি (৫’-১”) |
ওজন |
৫০
কেজি |
৪৬
কেজি |
বুকের মাপ |
স্বাভাবিক ৭৬ সেমি (৩০”) সম্প্রসারিত ৮১ সেমি (৩২”) |
স্বাভাবিক ৭১ সেমি (২৮”) সম্প্রসারিত ৭৬ সেমি (৩০”) |
দৃষ্টিসীমা:
- এক্সিকিউটিভ শাখা: চশমাসহ ৬/৬ দৃষ্টিসীমা
থাকতে হবে।
- ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই
শাখা: চশমাসহ ৬/৬ দৃষ্টিসীমা থাকতে হবে (৬/৩৬ পর্যন্ত
গ্রহণযোগ্য)।
বিশেষ দ্রষ্টব্য: উচ্চতা ও বয়স
অনুসারে নির্ধারিত স্কেল অতিক্রমকারী ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
৩। শিক্ষাগত যোগ্যতা
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান
বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০
থাকতে হবে।
- উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক।
- ইংরেজি মাধ্যম প্রার্থীদের জন্য:
- ‘O’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A
গ্রেড এবং ৩টিতে B গ্রেড থাকতে হবে।
- ‘A’ লেভেলে ১টি A গ্রেড ও ২টি B গ্রেড থাকতে হবে।
- উভয় পর্যায়ে গণিত ও পদার্থবিজ্ঞান আবশ্যিক।
বিশেষ সুবিধা: ২০২৫ সালের
এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
৪। বৈবাহিক অবস্থা: শুধুমাত্র
অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫। জাতীয়তা: শুধুমাত্র
বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন (দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়)।
অযোগ্যতা
- সশস্ত্র বাহিনী বা কোনো সরকারি চাকরি থেকে
বরখাস্ত/অপসারিত প্রার্থীরা।
- আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত
প্রার্থীরা।
- সশস্ত্র বাহিনীর আপিল মেডিকেল বোর্ডে অযোগ্য ঘোষিত
প্রার্থীরা।
- কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা।
- ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে LASIK, PRK, SMILE অপারেশন করানো প্রার্থীরা।
- অসম্পূর্ণ বা একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
মনোনয়ন পদ্ধতি
প্রাথমিক স্বাস্থ্য
পরীক্ষা ও সাক্ষাৎকার
কেন্দ্র |
তারিখ |
নৌবাহিনী
কলেজ, ঢাকা (মিরপুর-১৪) |
১৫-১৮
সেপ্টেম্বর ২০২৫ ও ২১-২৪ সেপ্টেম্বর ২০২৫ (পুরুষ), ২৫ সেপ্টেম্বর ২০২৫ (মহিলা) |
নৌবাহিনী
স্কুল ও কলেজ,
চট্টগ্রাম |
২১-২৪
সেপ্টেম্বর ২০২৫ (পুরুষ) |
নৌবাহিনী
স্কুল ও কলেজ,
খুলনা |
২৫
সেপ্টেম্বর ২০২৫ (মহিলা) |
লিখিত পরীক্ষা
- তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৫
- বিষয়: বুদ্ধিমত্তা, ইংরেজি, সাধারণ জ্ঞান
আবেদনের মাধ্যম
শুধুমাত্র অনলাইনে আবেদন করা
যাবে।
বাংলাদেশ নৌবাহিনী - কার্যক্রম ও
বৈশিষ্ট্য
প্রতিষ্ঠানের
কার্যক্রম ও বৈশিষ্ট্য
১. জাতীয় নিরাপত্তা
নিশ্চিতকরণ: সমুদ্র সীমান্ত পাহারা ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা।
২. সমুদ্র সম্পদ রক্ষা:
বাংলাদেশের ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সামুদ্রিক সম্পদ রক্ষা
করা।
৩. বন্দর, জাহাজ ও নৌ
চলাচল নিরাপত্তা: বন্দর ও নৌপথ নিরাপদ রাখতে কাজ করা।
৪. দুর্যোগ ব্যবস্থাপনা ও
মানবিক সহায়তা: প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা।
৫. আন্তর্জাতিক শান্তি
রক্ষা মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ।
৬. শিক্ষা ও প্রশিক্ষণ
কার্যক্রম: নৌসদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষা কার্যক্রম
পরিচালনা করা হয়।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠান:
- বাংলাদেশ নৌ একাডেমি
- বাংলাদেশ মেরিন একাডেমি
- বাংলাদেশ নেভাল ইন্সটিটিউট
৭. ক্রীড়া ও সাংস্কৃতিক
কর্মকাণ্ড: নৌবাহিনী দেশের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনেও বিশেষ অবদান রাখছে।
প্রতিষ্ঠানের
বৈশিষ্ট্য
- আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও সমুদ্র নজরদারি সিস্টেমের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা
সক্ষমতা গড়ে তোলা হয়েছে।
- প্রযুক্তিনির্ভর ও ব্লু ইকোনমি-কেন্দ্রিক উন্নয়ন
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- নিরাপদ সমুদ্র অঞ্চল সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
- ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুযায়ী নৌবাহিনীকে
একটি আধুনিক, যুগোপযোগী ও ত্রিমাত্রিক শক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
- আরও সাবমেরিন, যুদ্ধজাহাজ, মেরিটাইম
পেট্রোল এয়ারক্রাফট সংযুক্তির পরিকল্পনা।
- সমুদ্র অর্থনীতি থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ে সক্ষমতা
বৃদ্ধি।
- আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সহযোগিতায় সক্রিয়
অংশগ্রহণ।
যোগাযোগের ঠিকানা
বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর (নৌ সদর)
বনানী, ঢাকা-১২১৩
ওয়েবসাইট:
https://www.navy.mil.bd
ফোন: +৮৮-০২-৯৮৩৬০০২
ইমেইল: info@navy.mil.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ
সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া
হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: বাংলাদেশ নৌবাহিনী
নিয়োগ ২০২৫, নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাচ ২০২৬বি, বাংলাদেশ
নৌবাহিনী চাকরির সার্কুলার ২০২৫, নৌবাহিনী ২০২৫ নতুন নিয়োগ,
navy job circular 2025, Bangladesh navy officer cadet job 2025, navy job apply
online 2025, নৌবাহিনী আবেদন পদ্ধতি ২০২৫, join bangladesh
navy 2025, navy officer cadet apply ২০২৫, নৌবাহিনী
ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫, navy 2025 officer batch apply, বাংলাদেশ
নৌবাহিনী ক্যাডেট ভর্তি, বাংলাদেশ নৌবাহিনী চাকরির খবর ২০২৫,
navy circular ২০২৫, বাংলাদেশ নৌবাহিনী নতুন
সার্কুলার, bangladesh navy career 2025, বাংলাদেশ নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি, bangladesh navy recruitment 2025, navy
cadet job apply ২০২৫, navy online apply link, নৌবাহিনীতে যোগদানের নিয়ম ২০২৫, navy job eligibility ২০২৫, নৌবাহিনী অফিসার পদে নিয়োগ ২০২৫, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ আপডেট ২০২৫, নৌবাহিনী নতুন
চাকরি ২০২৫.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments