শেরপুর সিভিল সার্জন
কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
স্বাস্থ্য সেবা বিভাগের অধীন প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে (স্মারক নং-
৪৫.১৩৭.০১১.০১.০০.০০৭.২০১৪-১৫৩০, তারিখ: ২১ জুন ২০২৩ খ্রি. এবং স্মারক নং-
৪৫.১৩৭.০১১.০১.০০.০০৭.২০১৪-১১২৯, তারিখ: ১২ মে ২০২৪ খ্রি.)
প্রাপ্ত ছাড়পত্রের আলোকে, সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর এবং এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্বখাতভুক্ত
(স্থায়ী) ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের
স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণপূর্বক অনলাইনে দরখাস্ত
আহ্বান করা যাচ্ছে।
প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন
করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তি প্রকাশ: ৮ মে ২০২৫
আবেদন শুরু: ১৪ মে ২০২৫
আবেদনের শেষ: ০৩ জুন ২০২৫
শেরপুর সিভিল সার্জন
কার্যালয় - উৎপত্তি ও ইতিহাস
শেরপুর জেলার স্বাস্থ্য প্রশাসনের কেন্দ্রবিন্দু
হিসেবে সিভিল সার্জনের কার্যালয় প্রতিষ্ঠিত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের অধীনে। দেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে স্বাস্থ্যসেবার কাঠামোকে
জেলা পর্যায়ে সম্প্রসারণ করার অংশ হিসেবে এ কার্যালয় গঠিত হয়। জেলা পর্যায়ে
সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রয়োজনে শেরপুরে সিভিল সার্জন অফিস কার্যক্রম
শুরু করে, যার উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং
স্বাস্থ্য খাতে সরকারের নীতিমালা বাস্তবায়ন করা।
প্রতিষ্ঠান পরিচালনার আইন ও
বিধি:
সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য ও পরিবার
কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীন পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটি নিচের বিধি ও নির্দেশনা অনুসরণ করে পরিচালিত হয়:
- স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক আদেশ
- সরকার কর্তৃক প্রণীত জনস্বাস্থ্য আইন ও বিধিমালা
- কর্মচারী নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিধি
- জনস্বাস্থ্য বিষয়ক নীতিমালা ও পরিকল্পনা
সদর দপ্তর ও শাখা:
সদর দপ্তর: সিভিল সার্জন অফিস, শেরপুর জেলা
সদর হাসপাতাল সংলগ্ন ভবনে অবস্থিত। এটি জেলার সকল উপজেলা, ইউনিয়ন
ও ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রশাসনিক তত্ত্বাবধান করে।
প্রধান শাখাসমূহ:
- প্রশাসনিক শাখা
- হিসাব ও অর্থ শাখা
- রোগ নিয়ন্ত্রণ শাখা (CD & NCD)
- পরিবার পরিকল্পনা সমন্বয় শাখা
- টিকাদান ও শিশু স্বাস্থ্য শাখা
- মা ও নবজাতক স্বাস্থ্য শাখা
- চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ শাখা
- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা শাখা
পদের সংখ্যা: ০৭ টি
লোকবল নেবে: ৯১ জন
নিয়োগ বিজ্ঞপ্তি:
শেরপুর সিভিল সার্জন
কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ -
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
শেরপুর সিভিল সার্জন কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
শেরপুর সিভিল সার্জন কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: শেরপুর সিভিল
সার্জন কার্যালয় ও Teletalk Jobs
আবেদন করুন: http://cssherpur.teletalk.com.bd
প্রার্থীর জন্য সাধারণ
নির্দেশনা ও শর্তাবলি
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক
ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সকল আবেদনকারীর বয়স ০৩/০৬/২০২৫ ইং তারিখে সর্বনিম্ন
১৮ (আঠার) ও সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট
গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/জাতীয় পরিচয় পত্র/জন্মা নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের
ভিত্তিতে বয়স প্রমানিত হবে।
৩. স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃঅধিঃ/প্রশা-২/৩য়
শ্রেণী নিয়োগ-২/২০১৮/৩৫২৭ তারিখ ০৬/০৮/২০১৮ খ্রীঃ এবং স্মারক নংসিএস/শের/প্রাশাঃ/ নিয়োগ২০২৪/৮৯১তারিখ
০১/০৪/২০২৪ ইং মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের
আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন পত্র সঠিক থাকলে লিখিত পরীক্ষার জন্য
যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য
হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে
পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রবেশপত্র ইস্যু
করা হবে। নিয়োগ ও কোটা নির্ধারনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতি পালিত
হবে।
৪. কোটা নির্ধারনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ
প্রজ্ঞাপন আদেশ নং-০৫.০০.০০০০,১৭০,১১.০১৪.২৪-১৪১ তারিখ ২৩ শে জুলাই/২০২৪ইং মোতাবেক সকল গ্রেডে
নিম্নরূপভাবে নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরন করা হবে ক) মেধাভিত্তিক-১৩% (খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য ৫% (গ) ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী-১% এবং (ঘ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য-১%।
৫. সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ
করা হবে। অনলাইন ব্যতীত অন্যান্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য
হবে। আবেদনপত্র, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর
অভিন্ন হতে হবে।
৬. নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে
সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।
৭. একই ব্যাক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন
না, একাধিক পদে আবেদন পাওয়া গেলে তার
সকল পদের আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
৮. স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং- স্বাঃ অধিঃ/প্রশা-২/৩য়
শ্রেণী নিয়োগ-২/২০১৮/৩৫২৭ তারিখ: ০৬/০৮/২০১৮ খ্রি: তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা
পূর্বে স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী পদে online এ যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন
নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহনযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির
শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির
৯. মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন
এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে।
কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক
সংশ্লিষ্ট বিষয়ে
১০. ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ব্যবহারিক
পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্য হবেন।
১১. আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার
বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
১২. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক নির্ধারিত বয়সসীমার
মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনগ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে
হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
অনাপত্তি পত্র (NOC)- এর মূলকপি জমা দিতে হবে।
১৩. পৌরসভার স্থায়ী বাসিন্দার প্রার্থীরা স্বাস্থ্য
সহকারী ব্যতিত অন্য পদে আবেদন করিতে পারিবেন।
১৪. স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে
ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে।
একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন (এক্ষেত্রে প্রার্থী
যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট
শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের
বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না
গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
১৫. স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে) সিভিল
সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সমূহের নোটিশ
বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৬. প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা
(Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট
বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে
যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে
পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
১৭. কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে
বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৮. সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন
রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত
হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত
পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
শেরপুর সিভিল সার্জন
কার্যালয় - কার্যক্রম ও বৈশিষ্ট্য:
সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান কার্যক্রমগুলো
নিম্নরূপ:
- জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম তদারকি
- সরকার নির্ধারিত স্বাস্থ্য প্রকল্প ও কর্মসূচি
বাস্তবায়ন
- টিকাদান (Expanded Programme on Immunization – EPI)
- রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম (যেমন: ডেঙ্গু, যক্ষা,
ম্যালেরিয়া, HIV/AIDS)
- স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ ও মানবসম্পদ ব্যবস্থাপনা
- মহামারি/সংক্রামক রোগের সময় দ্রুত সাড়া প্রদান ও
সমন্বয়
- জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম (পোস্টার, ক্যাম্পেইন,
হেলথ এডুকেশন)
- স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন ও পরিসংখ্যান
সংগ্রহ
ভবিষ্যৎ পরিকল্পনা:
সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর আগামী
দিনের জন্য কিছু দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছে:
- স্বাস্থ্য অবকাঠামোর ডিজিটাল রূপান্তর
- হাসপাতাল ব্যবস্থাপনায় অটোমেশন ও সফটওয়্যার ব্যবহার
বৃদ্ধি
- ই-হেলথ ও টেলিমেডিসিন সেবা চালু
- কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও শক্তিশালী করা
- দুর্যোগ ও মহামারির সময় ত্বরিত স্বাস্থ্য সাড়া জোরদার
করা
- আধুনিক স্বাস্থ্য সরঞ্জাম সংযুক্তিকরণ ও রক্ষণাবেক্ষণ
কাঠামো শক্তিশালী করা
যোগাযোগের ঠিকানা:
সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর
সিভিল সার্জন ভবন, জেলা সদর হাসপাতাল চত্বর
শেরপুর জেলা, বাংলাদেশ
ওয়েবসাইট: https://cs.sherpur.gov.bd/
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments