Type Here to Get Search Results !

কারা অধিদপ্তর - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

0


কারা অধিদপ্তর - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত (নন-ইউনিফর্ম) বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত শর্তাবলি অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে-

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ১৪ মে ২০২৫

 

আবেদন শুরু:  ১৯ মে ২০২৫

 

আবেদনের শেষ: ১২ জুন ২০২৫

 

কারা অধিদপ্তর - উৎপত্তি ও ইতিহাস

উৎপত্তি ও ইতিহাস

কারা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল বন্দিদের নিরাপত্তা ও সংশোধনের উদ্দেশ্যে। বর্তমানে বাংলাদেশে ৬৮টি কারাগার রয়েছে, যার মধ্যে ১৩টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫টি জেলা কারাগার। প্রতিটি কারাগারে সুপারিনটেনডেন্ট, জেলার, ডেপুটি জেলার, সহকারী জেলার, কারারক্ষীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।

 

প্রতিষ্ঠানের আইন ও বিধি

কারা অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয় বিভিন্ন আইন ও বিধির মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • কারা আইন, ১৮৯৪: কারাগার পরিচালনার মৌলিক আইন।
  • কারা বিধিমালা, ১৯৭৭: কারাগার ব্যবস্থাপনা ও বন্দিদের অধিকার সংক্রান্ত বিধি।
  • কারা কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি বিধিমালা: কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, প্রশিক্ষণ ও আচরণ সংক্রান্ত বিধি।

 

সদর দপ্তর ও শাখাসমূহ

  • সদর দপ্তর: ৩০/৩ উমেশ দত্ত রোড, বকশি বাজার, ঢাকা-১২১১।
  • বিভাগীয় কার্যালয়: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অবস্থিত।
  • কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট: বকশি বাজার, ঢাকা। এখানে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

পদের সংখ্যা:  ১৫ টি

 

লোকবল নেবে: ১৭৪ জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

কারা অধিদপ্তর - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



সূত্র: কারা অধিদপ্তর ও Teletalk Jobs

 

আবেদন করুন: http://prison.teletalk.com.bd

 

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী:

১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং তার জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য অনলাইনে করা আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।

 

২। ১৯ মে ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ (এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইনে আবেদনকৃত স্লিপ অবশ্যই দাখিলযোগ্য) জমা দিতে হবে।

 

৩। যারা সরকারী, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

 

৪। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণভাবে পূরণ করা আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

 

৫। নিয়োগ কার্যক্রমে সরকার ঘোষিত কোটা নীতিমালা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

 

৬। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনরূপ যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

 

৭। নিয়োগ কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন, পরিবর্তন অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এই বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

 

৮। পদের সংখ্যা কমানো বা বাড়ানোর বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

 

৯। এ নিয়োগসংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধন থাকলে তা কারা অধিদপ্তরের ওয়েবসাইট (www.prison.gov.bd) এ প্রকাশ করা হবে।

 

কারা অধিদপ্তর - প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য:

প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য

  • বন্দি ব্যবস্থাপনা: বন্দিদের নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসন।
  • সংশোধনমূলক কার্যক্রম: বন্দিদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ।
  • নিরাপত্তা ব্যবস্থা: কারাগারের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিতকরণ।
  • ই-সেবা: বন্দি তথ্য ব্যবস্থাপনা, অনলাইন ওকালতনামা স্বাক্ষর, আদালতে হাজিরা ইত্যাদি।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • কারাগার আধুনিকায়ন: নতুন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন।
  • সংশোধনমূলক কার্যক্রম সম্প্রসারণ: বন্দিদের পুনর্বাসনের জন্য নতুন প্রশিক্ষণ ও কর্মসূচি।
  • মানবাধিকার নিশ্চিতকরণ: বন্দিদের মৌলিক অধিকার রক্ষা।

 

যোগাযোগের ঠিকানা

  • ঠিকানা: কারা অধিদপ্তর, ৩০/৩ উমেশ দত্ত রোড, বকশি বাজার, ঢাকা-১২১১।
  • ফোন: 025-7300466, 025-7300514
  • ই-মেইল: dighq@prison.gov.bd
  • ওয়েবসাইট: www.prison.gov.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments