বাংলাদেশ নৌবাহিনী - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫
সরাসরি কমিশন্ড অফিসার পদে
যোগদানের সুযোগ - ২০২৬ সালের ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ব্যাচ
বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার
হিসেবে যোগ দিয়ে দেশসেবার গর্বিত অংশীদার হবার সুবর্ণ সুযোগ! ২০২৬ সালের ডাইরেক্ট
এন্ট্রি অফিসার (ডিইও) ব্যাচে যোগদানের মাধ্যমে আপনি একটি চ্যালেঞ্জিং, সম্মানজনক
এবং সেবামূলক ক্যারিয়ারের সূচনা করতে পারবেন। শারীরিক ও মানসিকভাবে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে
আবেদন আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশ: ৯ মে ২০২৫
আবেদন শুরু: ১০ মে ২০২৫
আবেদনের শেষ: ০৫ জুলাই ২০২৫
বাংলাদেশ নৌবাহিনী - উৎপত্তি ও
ইতিহাস
- উৎপত্তি: বাংলাদেশ নৌবাহিনীর সূচনা হয় ১৯৭১
সালে মুক্তিযুদ্ধের সময়। যুদ্ধ চলাকালীন সময়ে "নৌ কমান্ডো" হিসেবে
পরিচিত একদল বীর যোদ্ধা পাকিস্তানি জাহাজ ও স্থাপনায় আক্রমণ চালিয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- পূর্বনাম: পাকিস্তান নৌবাহিনীর অংশ হিসেবে যারা
কর্মরত ছিলেন, তাদের অনেকে স্বাধীনতার সময় বাংলাদেশে
যোগ দেন।
- আধুনিক রূপ: স্বাধীনতার পর ১৯৭২ সালে
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় এবং ধাপে ধাপে তা আধুনিক ও
শক্তিশালী বাহিনীতে পরিণত হয়।
২. প্রতিষ্ঠানের আইন ও
নীতিমালা
- প্রধান আইন: বাংলাদেশ নৌ আইন, ১৯৫৩ (Navy Ordinance, 1961), যা সময় সময়
সংশোধন ও হালনাগাদ করা হয়।
- বিধিবিধান: নিয়োগ, পদোন্নতি,
শৃঙ্খলা, নৌ-আদালত, এবং প্রশিক্ষণের জন্য নির্ধারিত বিধিমালা রয়েছে।
- প্রশাসনিক নীতি: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
অধীন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে নৌবাহিনী পরিচালিত
হয়।
৩. সদর দপ্তর ও শাখা
- সদর দপ্তর: নৌ সদর (Naval Headquarters), বনানী, ঢাকা।
- প্রধান ঘাঁটি ও ইউনিট:
- বিএনএস ঈশা খাঁ – চট্টগ্রাম
- বিএনএস তিতুমীর – খুলনা
- বিএনএস বানৌজা হানসা – কক্সবাজার
- বিএনএস শেখ হাসিনা – পটুয়াখালী
- বিএনএস শহীদ মোয়াজ্জেম – কুমিল্লা
আবেদন করুন: http://joinnavy.navy.mil.bd
পদের সংখ্যা: বিজ্ঞপ্তিতে দেখুন
লোকবল নেবে: বিজ্ঞপ্তিতে দেখুন
নিয়োগ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নৌবাহিনী - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
বাংলাদেশ নৌবাহিনী - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
উপযুক্ততা (Eligibility Criteria)
১. শিক্ষা শাখা (বিবিধ বিষয়)
– পুরুষ ও মহিলা
ক) শিক্ষাগত যোগ্যতা:
- সরকার স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে স্নাতক
(সম্মান) এবং মাস্টার্স ডিগ্রি।
- প্রযোজ্য বিষয়সমূহ:
- বাংলা
- ইংরেজি
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
গ্রেড সংক্রান্ত শর্তাবলী:
- বাংলা মাধ্যম প্রার্থীদের জন্য:
- এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 (5.00 স্কেলে)।
- স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম CGPA 3.00 (4.00 স্কেলে)।
- ইংরেজি মাধ্যম (O/A Level) প্রার্থীদের জন্য:
- O-level: যেকোনো ২টি বিষয়ে A গ্রেড এবং যেকোনো ৪টি বিষয়ে B গ্রেড।
- A-level: যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড।
- স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় CGPA ≥ ৩.০০ (৪ স্কেলে)।
খ) নিয়োগ:
- চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের ‘অ্যাক্টিং
সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন দেওয়া
হবে।
- পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী
করা যেতে পারে।
২. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)
– পুরুষ ও মহিলা
ক) শিক্ষাগত যোগ্যতা:
- সরকার স্বীকৃত পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে
ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রি নিচের যেকোনো বিষয়ের উপর:
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
- অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE)
গ্রেড সংক্রান্ত শর্তাবলী:
- বাংলা মাধ্যম প্রার্থীদের জন্য:
- এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 4.50 (5.00 স্কেলে)।
- স্নাতক (সম্মান) পরীক্ষায় CGPA 3.00 (4.00 স্কেলে)।
- ইংরেজি মাধ্যম (O/A Level) প্রার্থীদের জন্য:
- O-level: ৩টি বিষয়ে A গ্রেড ও ৩টি বিষয়ে B গ্রেড।
- A-level: ১টি বিষয়ে A গ্রেড এবং ২টি বিষয়ে B গ্রেড।
- স্নাতক (সম্মান) পরীক্ষায় CGPA ≥ ৩.০০ (৪ স্কেলে)।
খ) নিয়োগ:
- চূড়ান্ত মনোনয়নের পর ‘অ্যাক্টিং
সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন।
- পরবর্তীতে নিয়মানুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী হতে
পারে।
৩। শিক্ষা শাখা (মেডিকেল) –
শুধুমাত্র পুরুষ প্রার্থী
ক) শিক্ষাগত যোগ্যতা:
- সরকার স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি প্রাপ্ত এবং Internship সম্পন্নকারী হতে হবে।
গ্রেড সংক্রান্ত শর্তাবলি:
- বাংলা মাধ্যম প্রার্থীদের জন্য:
- এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA ৪.৫০
(৫ স্কেলে)।
- ইংরেজি মাধ্যম (O/A Level) প্রার্থীদের জন্য:
- O-level: যেকোনো ৩টি বিষয়ে A গ্রেড,
যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড।
- A-level: যেকোনো ১টি বিষয়ে A গ্রেড এবং যেকোনো ২টি বিষয়ে B গ্রেড।
খ) চেম্বার টেস্ট:
- প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও
চেম্বার টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।
গ) নিয়োগ:
- চূড়ান্ত মনোনয়নের পর ‘অ্যাক্টিং
লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান
করা হবে।
- পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি স্থায়ী/বর্ধিত হতে
পারে।
সকল শাখার জন্য সাধারণ
যোগ্যতা:
৪। বয়স:
- ০১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স অনূর্ধ্ব
৩০ বছর হতে হবে।
- এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৫। বৈবাহিক অবস্থা:
- প্রার্থী বিবাহিত বা অবিবাহিত — উভয়ই
হতে পারবেন।
৬। শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
উচ্চতা
ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর স্কেলের চেয়ে অতিরিক্ত ওজন থাকলে প্রার্থী অযোগ্য
বিবেচিত হবে। |
৭। জাতীয়তা:
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
৮। পশ্চাৎ প্রবীণতা (Backward Class Benefits):
- বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী পশ্চাৎ
প্রবীণতা প্রদান করা হবে।
অযোগ্যতা (Disqualification Criteria):
প্রার্থীরা নিম্নোক্ত যেকোনো শর্তে আবেদন করতে অযোগ্য বলে বিবেচিত
হবেন:
১. সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত হয়ে থাকলে।
২. আইএসএসবি (Inter Services Selection Board)
কর্তৃক দুইবার স্ক্রীন আউট বা প্রত্যাখ্যাত হলে।
- তবে, যারা একবার
স্ক্রীন আউট এবং একবার প্রত্যাখ্যাত, তারা
আবেদন করতে পারবেন।
- যদি কোনো
প্রার্থী গ্র্যাজুয়েট/মাস্টার্স ডিগ্রি অর্জনের পূর্বে ২ বার স্ক্রীন
আউট/প্রত্যাখ্যাত হয়ে থাকেন, তাহলে তারা ডিগ্রি অর্জনের ৫ বছর
পর পুনরায় আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবেন।
৩. সেনা, নৌ বা বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ডে অযোগ্য ঘোষিত হলে।
- কোনো আদালত
কর্তৃক দণ্ডিত হয়ে থাকলে।
৫. কোনো বিদেশি নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িত বা এমন সম্পর্কের অঙ্গীকার করলে।
৬. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, অথবা একাধিক নামে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
মনোনয়ন পদ্ধতি (Selection Process):
১০। প্রাথমিক ধাপসমূহ:
ধাপ |
কেন্দ্র/স্থান |
প্রযোজ্য
শাখা |
তারিখ |
প্রাথমিক
স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার |
নৌবাহিনী
ঢাকা, ঢাকা কলেজ, মিরপুর-১৪ |
বাংলা, ইংরেজি,
পদার্থবিজ্ঞান, রসায়ন, CSE, EEE,
Civil, Aeronautical |
২০-২৩
জুলাই ২০২৫ (পুরুষ), ২৪ জুলাই ২০২৫ (মহিলা) |
লিখিত
পরীক্ষা |
একই
কেন্দ্র |
উল্লিখিত
বিষয়সমূহ |
২৬
জুলাই ২০২৫ |
চেম্বার
টেস্ট (শুধু মেডিকেল শাখা) |
বানৌজা
ঈসা খান, নিউমুরিং, চট্টগ্রাম |
মেডিকেল |
২০-২৪
জুলাই ২০২৫ |
১১। আইএসএসবি পরীক্ষা ও
সাক্ষাৎকার:
- লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি-র মাধ্যমে মানসিক, বুদ্ধিমত্তা, নেতৃত্ব ও সামগ্রিক দক্ষতা যাচাই করা হবে।
- এই পরীক্ষা ও
সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে:
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB), ঢাকা সেনানিবাস।
১২। চূড়ান্ত স্বাস্থ্য
পরীক্ষা:
- আইএসএসবি চলাকালীন প্রার্থীদের চূড়ান্ত
মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৩। চূড়ান্ত মনোনয়ন:
- নৌবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎকার গ্রহণের পর সর্বশেষভাবে
মনোনয়ন প্রদান করা হবে।
১৪। বেতন ও ভাতা
- প্রার্থীরা সরকার নির্ধারিত বেতনক্রম ও অন্যান্য
আর্থিক সুবিধাসহ সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য
হবেন।
১৫-২০। অন্যান্য বিশেষ
সুযোগ-সুবিধা
১৫। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা
- মেধাবী অফিসারদের জন্য দেশ-বিদেশে সরকারী খরচে বিভিন্ন
ক্যাটাগরিতে বিশেষায়িত ও উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা।
১৬। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
- জাতিসংঘ মিশনে অংশগ্রহণের সুযোগ, যা
একদিকে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং অন্যদিকে উচ্চ আর্থিক
স্বচ্ছলতা নিশ্চিত করে।
১৭। সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা সুবিধা
- যোগ্যতার ভিত্তিতে সন্তানদের:
- ক্যাডেট কলেজ,
- আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC),
- মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এবং
- নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ-এ
অধ্যয়নের সুযোগ।
১৮। বাসস্থান সুবিধা
- নিরাপদ, মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত
কোয়ার্টার/বাসস্থান প্রাপ্তির সুযোগ।
১৯। প্লট সুবিধা
- ঢাকা ও অন্যান্য শহরে প্লট বরাদ্দের সুবিধা, যা
দীর্ঘমেয়াদে আর্থিক স্থায়িত্বে সহায়তা করে।
২০। চিকিৎসা সুবিধা
- সামরিক হাসপাতালসমূহে উন্নত চিকিৎসা,
- দূরারোগ্য ব্যাধির ক্ষেত্রে বিদেশে চিকিৎসার সুযোগ ও
আর্থিক সহায়তা।
২১। অনলাইনে আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়া:
১. ওয়েবসাইট:
প্রবেশ করুন 👉 https://joinnavy.navy.mil.bd
২. APPLY NOW বাটনে ক্লিক করুন।
৩. নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম পূরণ করুন।
৪. আবেদন ফি:
- ১০০০/- টাকা
(অফেরৎযোগ্য),
- অনলাইন পেমেন্ট
করা যাবে:
- ডেবিট/ক্রেডিট
কার্ড (VISA, MasterCard, American Express)
- মোবাইল
ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউক্যাশ,
নেক্সাস, এমক্যাশ, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদি)
৫. আবেদন জমা দেওয়ার পর: - Call-up Letter এবং
- Form Commission-2A (পূরণকৃত আবেদন ফরম)
ডাউনলোড করে প্রিন্ট করুন। - এগুলো প্রাথমিক
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।
সহায়তা প্রয়োজন হলে:
- ওয়েবসাইটে থাকা Bulletin এর সাপোর্ট নম্বর ব্যবহার
করুন
- অথবা কল করুন: ০১৭৯১৯৯৯০০২
বিশেষ নির্দেশাবলী
১. সরকারি, আধাসরকারি ও
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই নিজ নিজ
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২. নৌসদর এই নিয়োগ বিজ্ঞপ্তির যেকোন
অংশ সংশোধন, সংযোজন বা পরিমার্জন করার পূর্ণ অধিকার সংরক্ষণ
করে।
৩. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ/যোগদানপত্র
প্রদান বা বাতিল করার ক্ষমতাও নৌসদর সংরক্ষণ করে।
বাংলাদেশ নৌবাহিনী - কার্যক্রম ও
বৈশিষ্ট্য
- সামরিক কার্যক্রম:
- সামুদ্রিক সীমান্ত ও এক্সক্লুসিভ ইকোনমিক জোন (EEZ) রক্ষা
- উপকূলীয় টহল ও অভিযান পরিচালনা
- বহিরাগত হুমকি মোকাবিলা এবং নৌযুদ্ধে প্রস্তুতি
- বেসামরিক সহায়তা:
- দুর্যোগে ত্রাণ তৎপরতা (সাইক্লোন, বন্যা
ইত্যাদি)
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ
- সমুদ্র গবেষণা ও হাইড্রোগ্রাফিক সার্ভে
- প্রশিক্ষণ ও শিক্ষা:
- বাংলাদেশ নৌ একাডেমি (BNA) – অফিসারদের প্রশিক্ষণ
কেন্দ্র
- নৌ স্কুল ও কলেজ (উচ্চ মাধ্যমিক শিক্ষা)
- কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান
বাংলাদেশ নৌবাহিনী - বৈশিষ্ট্য ও সক্ষমতা
- স্বয়ংসম্পূর্ণ জাহাজ নির্মাণ: খুলনায়
নিজস্ব ডকইয়ার্ড ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস রয়েছে।
- নবীন থেকে আধুনিক: সাবমেরিন (সুবর্জয় ও
নোবোজয়), কর্ভেট, প্যাট্রোল
ভেসেলসহ আধুনিক যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত।
- আইটি ও সাইবার সক্ষমতা: নৌবাহিনী আধুনিক যোগাযোগ
প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও রাডার ব্যবস্থায়
প্রশিক্ষিত।
- সমুদ্রসীমায় আধিপত্য: ১,১৮১
কিমি সমুদ্র উপকূলীয় এলাকায় টহল ও নিয়ন্ত্রণ।
বাংলাদেশ নৌবাহিনী - ভবিষ্যৎ পরিকল্পনা
- “ফোর্সেস গোল ২০৩০” অনুযায়ী নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক
শক্তিতে রূপান্তর করা হচ্ছে।
- নতুন ঘাঁটি ও সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলমান।
- জলসীমা রক্ষা ও ব্লু ইকোনমি ব্যবস্থাপনা সংক্রান্ত
সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
- আন্তর্জাতিক অংশগ্রহণ: বিভিন্ন নৌমহড়া ও যৌথ
সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ।
যোগাযোগের ঠিকানা
- নৌ সদর দপ্তর:
Bangladesh Navy Headquarters
Naval Headquarters, Banani, Dhaka-1213
ফোন: +88-02-9836111
ওয়েবসাইট: www.navy.mil.bd - নৌ একাডেমি (BNA):
Bangladesh Naval Academy, Patenga, Chattogram - চাকুরির তথ্য:
www.joinnavy.mil.bd – বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি ও নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments