Type Here to Get Search Results !

প্রতিরক্ষা মন্ত্রণালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

0



প্রতিরক্ষা মন্ত্রণালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লিখিত যোগ্যতা ও শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে

অনলাইন আবেদনপত্র পূরণ ও জমাদানের ঠিকানা: http://mod.teletalk.com.bd

বিঃদ্রঃ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫


আবেদন শুরু: ৩০ এপ্রিল ২০২৫


আবেদনের শেষ: ১৪ মে ২০২৫

 

প্রতিরক্ষা মন্ত্রণালয় (Ministry of Defence - MoD) বাংলাদেশের সামরিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান। এটি সশস্ত্র বাহিনী, আন্তঃবাহিনী দপ্তর এবং প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দপ্তর ও সংস্থার সমন্বয়ের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

উৎপত্তি ও ইতিহাস

১৯৭১ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠিত হয়। প্রথমে এটি সচিবালয়ে কার্যক্রম শুরু করে, পরে ১৯৭২ সালে হাইকোর্ট ভবনে স্থানান্তরিত হয় এবং ১৯৯৩ সালে শের-ই-বাংলা নগরের গণভবন কমপ্লেক্সে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। প্রাথমিকভাবে ১৪টি দপ্তর/সংস্থা নিয়ে গঠিত হলেও বর্তমানে ২৫টি দপ্তর/সংস্থা নিয়ে এ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।  

 

প্রতিষ্ঠানের আইন ও নীতিমালা

প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক নীতি প্রণয়ন এবং কার্যকর করার প্রধান প্রশাসনিক প্রতিষ্ঠান। এই মন্ত্রণালয়টি একজন মন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সশস্ত্র বাহিনী, আন্তঃবাহিনী দপ্তর এবং প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দপ্তর ও সংস্থার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব।

 

সদর দপ্তর ও শাখা

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত। মন্ত্রণালয়টি বিভিন্ন শাখা ও অধিশাখার মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে:

  • বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম
  • বিভিন্ন সামরিক বিধি-বিধান প্রণয়ন ও সংশোধন
  • সামরিক কর্মকর্তাদের এলপিআর/অবসর মঞ্জুরি ইত্যাদি

 

আবেদন করুন: https://mod.teletalk.com.bd  

 

পদের সংখ্যা:  টি

 

লোকবল নেবে:   জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:


শর্ত ও নিয়মাবলী

১। জেলা ভিত্তিক আবেদন

  • বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

 

২। বয়স সংক্রান্ত শর্তাবলী (০১/০৫/২০২৫ তারিখ অনুযায়ী)

  • সাধারণ প্রার্থীদের বয়স: ১৮-৩২ বছর।
  • ক্রমিক নং ১ (সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

বিভাগীয় প্রার্থী বলতে বোঝাবে:

  • যিনি আইএসপিআরের রাজস্ব খাতে সৃষ্ট পদে ন্যূনতম ২ (দুই) বছর স্থায়ী বা অস্থায়ীভাবে কর্মরত

গুরুত্বপূর্ণ:

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়

 

৩। চাকরিরত প্রার্থীদের জন্য শর্ত

  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
  • আবেদন ফরম পূরণের সময় “Departmental Candidate” অপশনটি নির্বাচন করতে হবে।
  • মৌখিক পরীক্ষায় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।

 

৪। মৌখিক পরীক্ষায় প্রমাণপত্র উপস্থাপন

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত একসেট কপি জমা দিতে হবে:

(ক) সাধারণ দলিল

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ (যদি প্রযোজ্য হয়)
  • নাগরিকত্ব ও চারিত্রিক সনদ
  • ২ (দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি

(খ) আবেদন ফরম ও প্রবেশপত্র

  • পূরণকৃত Application Form
  • Admit Card

(গ) কোটা সংশ্লিষ্ট প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)

  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের জন্য সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত সনদ
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদ
  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য প্রমাণপত্র

 

৫। অনলাইন আবেদন সংক্রান্ত নির্দেশনা

(ক) আবেদন ওয়েবসাইট:

(খ) সময়সীমা:

  • আবেদন শুরু: ৩০ এপ্রিল ২০২৫, সকাল ১০:০০ টা
  • আবেদন শেষ: ২০ মে ২০২৫, বিকাল ৫:০০ টা

Note: নির্ধারিত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

 

৬। পরীক্ষার ফি

পদের ক্রমিক

পরীক্ষার ফি (৳)

সার্ভিস চার্জ (৳)

সর্বমোট (৳)

১ - ৩

১০০

১২

১১২

৪ - ৫

৫০

৫৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ

৫০

৫৬

ফি অফেরতযোগ্য, এবং Teletalk এর মাধ্যমে SMS এর মাধ্যমে জমা দিতে হবে।

 

কার্যক্রম ও বৈশিষ্ট্য

প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যেমন:

  • সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন
  • আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ
  • প্রতিরক্ষা ক্রয় ও সরঞ্জামাদি ব্যবস্থাপনা
  • সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা
  • এছাড়াও, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহের দায়িত্ব পালন করে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে:

  • সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি
  • নতুন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন
  • আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম উন্নয়ন
  • বেসামরিক ও সামরিক সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি

এই পরিকল্পনাগুলোর মাধ্যমে একটি স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

যোগাযোগের ঠিকানা

  • প্রতিরক্ষা মন্ত্রণালয়
    শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ
    ওয়েবসাইট: https://mod.gov.bd

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments