বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫
বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার
(বিএফসিসি)-এ ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের
নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫
আবেদন শুরু: ২৩ এপ্রিল ২০২৫ইং
আবেদনের শেষ: ২২ মে ২০২৫ইং
নিচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে
উৎপত্তি থেকে শুরু করে ইতিহাস, আইন, সদর দপ্তর ও
শাখা, কার্যক্রম ও বৈশিষ্ট্য, ভবিষ্যৎ
পরিকল্পনা এবং যোগাযোগের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
উৎপত্তি ও ইতিহাস
- প্রতিষ্ঠা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়
৪ জানুয়ারি ১৯৭২ সালে, সদ্য স্বাধীন বাংলাদেশের জাতীয়
পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে।
- প্রথম ফ্লাইট: ১৯৭২ সালের ৪
ফেব্রুয়ারি, একটি ডগলাস DC-3 বিমান দিয়ে ঢাকা
থেকে চট্টগ্রাম, যশোর ও সিলেট রুটে অভ্যন্তরীণ ফ্লাইট
পরিচালনা শুরু হয়।
- আন্তর্জাতিক ফ্লাইট: ১৯৭২ সালের ৪ মার্চ, লন্ডন
রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।
প্রতিষ্ঠানের আইন ও মালিকানা
- আইনি কাঠামো: বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ বিমান কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৭২ (Presidential Order
No. 126) অনুযায়ী।
- মালিকানা: ২০০৭ সালে এটি একটি পাবলিক লিমিটেড
কোম্পানিতে রূপান্তরিত হয়, তবে সম্পূর্ণ মালিকানা বাংলাদেশের
সরকারের অধীনে রয়েছে।
সদর দপ্তর ও শাখা
- সদর দপ্তর: বালাকা ভবন, কুর্মিটোলা,
ঢাকা-১২২৯, বাংলাদেশ
- প্রধান হাব: হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
- সেকেন্ডারি হাব: শাহ আমানত আন্তর্জাতিক
বিমানবন্দর, চট্টগ্রাম এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
- আঞ্চলিক অফিস: দেশের বিভিন্ন শহরে এবং
আন্তর্জাতিকভাবে লন্ডন, জেদ্দা, কুয়েত, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, দোহা, আবুধাবি,
রিয়াদ, ওমান, কলকাতা,
দিল্লি প্রভৃতি শহরে অফিস রয়েছে।
আবেদন করুন: http://bbal.teletalk.com.bd
পদের সংখ্যা: ১৩টি
লোকবল নেবে: ৬৬২ জন
নিয়োগ বিজ্ঞপ্তি:

শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি:
১. বয়সসীমা:
- সকল পদে
আবেদনকারীর বয়স ২৩-০৪-২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে
হবে।
- বয়স প্রমাণের
জন্য এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে।
- বয়স প্রমাণের
ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. নিয়োগের শর্ত:
- নির্বাচিত
প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিতে (শর্তসাপেক্ষে নবায়নযোগ্য) নিয়োগপ্রাপ্ত হবেন।
৩. বিজ্ঞপ্তির সংশোধন/সংযোজন:
- নিয়োগ বিজ্ঞপ্তি
সম্পর্কিত যেকোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ
এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে www.biman.gov.bd এবং
www.biman-airlines.com
প্রকাশ করা হবে।
৪. পদের সংখ্যা এবং সময়সূচির পরিবর্তন:
- বিমান কর্তৃপক্ষ
পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি, পদের নাম সংশোধন, পরীক্ষার সময়-সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল
করার অধিকার সংরক্ষণ করে।
৫. চাকুরিরত প্রার্থীদের আবেদন:
- চাকুরিরত
প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা অনুমতিক্রমে আবেদন করতে
হবে।
৬. নিয়োগ পরীক্ষা:
- বিভিন্ন
পদসমূহের নিয়োগ পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীদের
একাধিক পদে আবেদন করার সময় নিজ দায়িত্বে বিষয়টি বিবেচনা করতে হবে।
৭. সরকারি বিধি-বিধান:
- প্রার্থী
নির্বাচনে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।
এই শর্তাবলি ও নিয়মাবলি নিশ্চিত করে আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদের যথাযথ
প্রস্তুতি নিতে হবে এবং প্রতিটি শর্ত অনুসরণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
১. অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা:
- শুরু:
- অনলাইনে
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ: ২৩-০৪-২০২৫, সকাল
১০:০০টা।
- শেষ:
- অনলাইনে
আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ২২-০৫-২০২৫, বিকাল
০৫:০০টা।
আবেদনকারীরা উল্লিখিত সময়সীমার মধ্যে User ID পেয়ে গেলে, আবেদনপত্র
Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি SMS-এর মাধ্যমে জমা দিতে পারবেন।
২. ছবি এবং স্বাক্ষর আপলোড:
- আবেদনপত্রে
প্রার্থীকে তার স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল)
এবং রঙিন ছবি (৩০০x৩০০
পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
- ছবির সাইজ
সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB
হতে হবে।
৩. তথ্য সঠিকতা নিশ্চিত করা:
- আবেদনপত্র Submit করার আগে,
প্রার্থীকে অবশ্যই পূর্ণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে
নিশ্চিত হতে হবে, কারণ পরবর্তী সকল কার্যক্রম এই তথ্যের
ভিত্তিতে হবে।
৪. প্রিন্ট কপি সংরক্ষণ:
- প্রার্থীকে তার Online আবেদনপত্রের
একটি রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে, যা
পরীক্ষার পরবর্তী যে কোন প্রয়োজনে কাজে আসবে।
৫. পরীক্ষার ফি জমাদান:
- প্রার্থীকে User ID ব্যবহার
করে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে:
- প্রথম SMS: BBAL9User ID
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
- দ্বিতীয় SMS: BBAL9YesPIN
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
- পরীক্ষার ফি: ১১২/-
(একশত বারো টাকা)।
- অনলাইনে
আবেদনপত্র Submit করার পর, যদি পরীক্ষার ফি জমা না হয়
তবে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৬. প্রবেশপত্র প্রাপ্তি:
- প্রবেশপত্র প্রাপ্তির তথ্য
প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে এবং ওয়েবসাইটে (http://bbal.teletalk.com.bd) জানানো হবে।
- প্রার্থীকে
প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে এবং পরীক্ষায়
অংশগ্রহণের সময় অবশ্যই সাথে রাখতে হবে।
৭. User
ID এবং Password পুনরুদ্ধার:
- User ID জানলে: BBAL9
Help User লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
- PIN Number জানলে: BBAL9
Help PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
৮. সাহায্য ও যোগাযোগ:
- Online আবেদন
সংক্রান্ত কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
৯. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রয়োজনীয়
সনদ/দলিল/প্রমাণপত্র:
- অনলাইনে
পূর্ণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি।
- প্রবেশপত্রের
ফটোকপি।
- সদ্য তোলা ৪
(চার) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- শিক্ষাগত
যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি।
- জাতীয় পরিচয়
পত্রের ফটোকপি।
- নিজ জেলার
সমর্থনে সনদ (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের
মেয়র/ওয়ার্ড কাউন্সিলরের প্রদত্ত)।
- অভিজ্ঞতার সনদ (যদি
থাকে)।
এই নিয়মাবলি এবং করণীয় অনুসরণ করে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করতে
হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কার্যক্রম ও বৈশিষ্ট্য
- ফ্লাইট নেটওয়ার্ক: বর্তমানে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে, যার
মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব
এশিয়া, ইউরোপ এবং অভ্যন্তরীণ রুট।
- বহর: বর্তমানে বিমানের বহরে ২১টি বিমান রয়েছে, যার
মধ্যে রয়েছে:
- বোম্বার্ডিয়ার ড্যাশ ৮-Q400 - ৫টি
- বোয়িং ৭৩৭-৮০০ - ৬টি (Biman
Bangladesh Airlines)
- বোয়িং ৭৭৭-৩০০ER - ৪টি
- বোয়িং ৭৮৭-৮ - ৪টি
- বোয়িং ৭৮৭-৯ - ২টি
- সেবা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও
কার্গো পরিবহন, হজ ফ্লাইট, প্রবাসী কর্মী পরিবহন,
এবং বিভিন্ন চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে।
- সহযোগী প্রতিষ্ঠান: বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং, বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার, বিমান পোলট্রি কমপ্লেক্স ইত্যাদি।
ভবিষ্যৎ পরিকল্পনা
- বহর সম্প্রসারণ: ২০২৩ সালে, বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি এয়ারবাস A350 বিমান (৮টি
যাত্রীবাহী ও ২টি কার্গো) ক্রয়ের ঘোষণা দিয়েছে।
- ডিজিটাল রূপান্তর: বিমান SabreSonic Passenger
Service System (PSS) গ্রহণ করেছে, যা
ডিজিটাল ট্রান্সফরমেশন, রাজস্ব বৃদ্ধি এবং যাত্রী
অভিজ্ঞতা উন্নতিতে সহায়তা করবে। (Biman
Bangladesh Airlines adopts comprehensive suite ... - Sabre)
- নতুন গন্তব্য: নতুন আন্তর্জাতিক রুট
চালু এবং পুরাতন রুট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
যোগাযোগের ঠিকানা
- সদর দপ্তর: বালাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
- কল সেন্টার: ১৩৬৩৬ (আন্তর্জাতিক:
+৮৮ ০৯৬১০৯-১৩৬৩৬)
- ইমেইল: ibebiman@biman.gov.bd
(Contact
& Feedback - Biman Bangladesh Airlines)
- ওয়েবসাইট: www.biman-airlines.com
(Privacy
Policy - Biman Bangladesh Airlines)
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments