Type Here to Get Search Results !

BáoMa – জাতীয় সেলস ম্যানেজার (National Sales Manager) নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



BáoMa – জাতীয় সেলস ম্যানেজার (National Sales Manager) নিয়োগ বিজ্ঞপ্তি

 

পদ: জাতীয় সেলস ম্যানেজার

 

কোম্পানি: BáoMa (EXPORT QUALITY MOSQUITO COIL & Blackmasu – Lemon Flavor, AWARD Shoe & Boot Polish)

 

দায়িত্বসমূহ:

  • ডিস্ট্রিবিউটার, ডিলার, হোলসেলর, রিটেইলার এবং departmental store পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে বিক্রয় লক্ষ্য অর্জন।
  • মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক সেলস পরিকল্পনা প্রস্তুত ও সঠিকভাবে পর্যবেক্ষণ করা।
  • কৌশলগত সেলস, মার্কেটিং ও প্রমোশনাল কার্যক্রম বাস্তবায়ন ও লক্ষ্য অর্জন।
  • সেলস টিম পরিচালনা করে বিকাশ ও বিক্রয় লক্ষ্য অর্জন।
  • প্রাথমিক এবং মাধ্যমিক সেলস নিশ্চিত করা।
  • সেলস ডিস্ট্রিবিউশন, মার্চেন্ডাইজিং, ডিসপ্লে কার্যক্রম পর্যবেক্ষণ।
  • বাজার বিশ্লেষণ অনুযায়ী ভবিষ্যৎ বিক্রয় পূর্বাভাস এবং নিয়মিত রিপোর্ট প্রদান।
  • বিতর্ক ও সমস্যা সমাধান, ডিস্ট্রিবিউটার/ডিলারের সঙ্গে আইনগত ও কমপ্লায়েন্স সম্পর্কিত বিষয় তদারকি।
  • ক্রেডিট কালেকশন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
  • বাজার মূল্য পর্যবেক্ষণ ও প্রতিযোগীদের মূল্য বিশ্লেষণ করে বিক্রয় মূল্য প্রস্তাব।

 

যোগ্যতা ও প্রয়োজনীয়তা:

  • যেকোনো বিষয়ে এমবিএ/মাস্টার্স (Marketing Major থাকলে অগ্রাধিকার)।
  • বয়স: ন্যূনতম ৩৫ বছর।
  • শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০–১২ বছরের অভিজ্ঞতা (কমপক্ষে ৪–৫ বছর Dhaka-তে Regional Sales Manager হিসেবে)।
  • FMCG পণ্যের সেলস ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আইনগত ও কমপ্লায়েন্স বিষয়ক অভিজ্ঞতা।
  • ভালো যোগাযোগ দক্ষতা ও প্রেজেন্টেশন স্কিল। MS Office ব্যবহারে পারদর্শী।
  • সমস্যা সমাধান ও বিশ্লেষণাত্মক ক্ষমতা। চাপের মধ্যে কাজ করতে সক্ষম।

 

কর্মস্থল:

ঢাকা, বাংলাদেশ

 

বেতন ও অন্যান্য সুবিধা:

  • বেতন: প্রাপ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে।
  • গাড়ি সুবিধা।
  • মোবাইল বিল ভাতা।
  • সেলস ইনসেন্টিভ।
  • বছরে ২টি উৎসব বোনাস।
  • প্রতি ১.৫ বছরে বেতন বৃদ্ধি।

 

আবেদন প্রক্রিয়া:

  • আগ্রহী ও যোগ্য প্রার্থীরা তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত cvbank.rcpl@gmail.com-এ পাঠাবে।
  • আবেদন শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৫

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


BáoMa -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: BáoMa, bdjobs

 

আবেদন প্রক্রিয়া: cvbank.rcpl@gmail.com

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

BáoMa National Sales Manager job, BáoMa sales manager vacancy Dhaka, FMCG sales manager job Bangladesh, Mosquito coil company jobs, Blackmasu Lemon flavor sales job, AWARD shoe polish sales vacancy, Dhaka full-time sales manager recruitment, marketing and sales career Bangladesh, sales manager job application email, BáoMa career opportunities, sales team leader position Dhaka, legal compliance sales job Bangladesh, executive sales manager jobs Dhaka

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments