ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা
ও শিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে শূন্যপদে জনবল নিয়োগের জন্য
আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা
হয়েছে। বিজ্ঞপ্তিতে সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগের জন্য
বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও সময়সীমা উল্লেখ করা হয়েছে।
পদের বিবরণ:
- সহকারী অধ্যাপক
– ২টি স্থায়ী পদ
- প্রভাষক – ১টি
স্থায়ী পদ
বেতন স্কেল:
- সহকারী অধ্যাপক: ৩৫,৫০০–৬৭,০১০/- টাকা
- প্রভাষক: ২২,০০০–৫৩,০৬০/- টাকা
(জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
সহকারী অধ্যাপক পদের যোগ্যতা:
- এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে প্রথম বিভাগ
অথবা জিপিএ ৫.০০ স্কেলে ৪.২৫।
- অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় ফলিত
পরিসংখ্যান / Applied Statistics & Data Science বিষয়ে প্রথম
শ্রেণি বা সিজিপিএ ৪.০০ স্কেলে ৩.৫০।
- বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ৩ বছরের শিক্ষকতা
অভিজ্ঞতা অথবা
- পোস্টডক্টরাল গবেষণায় ২ বছর অথবা
- স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে ৬ বছরের গবেষণা
অভিজ্ঞতা।
- পিএইচ.ডি ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১
বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে।
- ন্যূনতম ৩টি Indexed/DOI সংবলিত
গবেষণাপত্র প্রকাশিত থাকতে হবে (Predatory journal গ্রহণযোগ্য
নয়)।
প্রভাষক পদের যোগ্যতা:
- এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে প্রথম বিভাগ বা
জিপিএ ৫.০০ স্কেলে ৪.২৫।
- অনার্স ও মাস্টার্সে ফলিত পরিসংখ্যান / Applied Statistics
& Data Science বিষয়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৪.০০
স্কেলে ৩.৫০।
- পিএইচ.ডি ডিগ্রি ও গবেষণাপত্র থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
- অনলাইনে আবেদন করতে হবে: https://jobs.du.ac.bd
- আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৫, রাত
১১:৫৯ মিনিট
- অনলাইন ফর্ম পূরণ করে ৭৫০/- টাকা আবেদন ফি প্রদান
করতে হবে।
- আবেদন ফর্ম ও পেমেন্ট রশিদ PDF আকারে
ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- প্রিন্টকৃত আবেদনপত্র ৮ কপি সহ নিন্ম ঠিকানায়
ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে:
পরিচালক, পরিসংখ্যান
গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
জমাদানের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫, অফিস
চলাকালীন সময়ে
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত
করতে হবে:
- সব সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র,
অভিজ্ঞতার সনদ – সত্যায়িত কপি
- চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে আবেদন করতে হবে
বিস্তারিত তথ্য ও শর্তাবলী জানতে ভিজিট করুন: www.du.ac.bd
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ঢাকা বিশ্ববিদ্যালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়, The Daily
Ittefaq(Thursday, July 31, 2025)
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ, ঢাকা
বিশ্ববিদ্যালয় চাকরি ২০২৫, DU Job Circular 2025, ঢাকা
বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ইনস্টিটিউট নিয়োগ, DU Institute of Statistical
Research and Training job, ঢাবি নিয়োগ বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ ২০২৫, সরকারি
বিশ্ববিদ্যালয় চাকরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ,
সহকারী অধ্যাপক নিয়োগ সার্কুলার, university teacher job in
Bangladesh, পরিসংখ্যান গবেষণা চাকরি, DU Lecturer job
circular, DU Assistant Professor job, DU চাকরির খবর, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়
অনার্স মাস্টার্স জব, সরকারি চাকরি বিজ্ঞপ্তি আগস্ট ২০২৫,
du.ac.bd job apply, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা চাকরি,
অনলাইন আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি, DU ISRT নিয়োগ ২০২৫।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments