স্মার্ট সলিউশনে টেকনিশিয়ান ও ডিজিটাল মার্কেটার নিয়োগ
প্রতিষ্ঠানের নাম: স্মার্ট সলিউশন
ঠিকানা: হাউজ: ০৮, রোড: ৮/এ, নিকুঞ্জ ১, খিলক্ষেত,
ঢাকা-১২২৯
ওয়েবসাইট: www.smartbd.biz
সকল পদের বিবরণ নিচে
পর্যায়ক্রমে তুলে ধরা হলো:
১. পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান /
ইঞ্জিনিয়ার
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মস্থল: ঢাকা
প্রধান দায়িত্বসমূহ:
- গ্যাসের চুলা, ওভেন, ফ্রিজ,
রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ, কফি মেশিন, ওয়াশিং মেশিন, কিচেন হুড ইত্যাদি বিভিন্ন কিচেন ও ইলেকট্রনিক ইকুইপমেন্টস এর ত্রুটি
নির্ণয় ও সার্ভিস প্রদান করা।
- যন্ত্রাংশ পরিবর্তন, সার্কিট, মোটর, কন্ট্রোল প্যানেল, গ্যাস
কিট ইত্যাদির সমস্যা সমাধান ও সার্ভিসিং করা।
- ইলেকট্রিক ওয়ারিং, এসি/ডিসি সার্কিট, পাওয়ার বক্স, ওয়েল্ডিং, প্লাম্বিং সংক্রান্ত কাজ করতে হবে।
- নির্ধারিত সময়ে ওয়ারেন্টি সার্ভিস ও প্রজেক্ট
ইকুইপমেন্টস ইনস্টলেশন সম্পন্ন করা।
- নিয়মিত কাজের রিপোর্ট তৈরি ও সংরক্ষণ করা।
- কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস / ইলেকট্রিক্যাল / এসএসসি
(ভোকেশনাল) / জেএসসি।
- সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
- অটোক্যাড জানা থাকলে অগ্রাধিকার।
- টিম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে।
- মাল্টিটাস্কিং, আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হতে হবে।
- বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুবিধাসমূহ:
- আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।
- মোবাইল বিল, লাঞ্চ, স্ন্যাকস,
টিএ/ডিএ, দুইটি উৎসব বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি, বিদেশ প্রশিক্ষণের সুযোগ
থাকবে।
আবেদনের নিয়মাবলী:
- পিডিএফ ফরম্যাটে জীবনবৃত্তান্ত (সিভি) ও রঙিন ছবি
সংযুক্ত করে ই-মেইলে পাঠাতে হবে:
ই-মেইল: hrtech.smartbd@gmail.com
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫
২. পদের নাম: ডিজিটাল
মার্কেটিং অফিসার
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মস্থল: কর্পোরেট অফিস, ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির সার্বিক ডিজিটাল মার্কেটিং পরিকল্পনা ও
বাস্তবায়ন।
- ডিজিটাল মার্কেট রিসার্চ ও নতুন মার্কেটিং সুযোগ
খোঁজা।
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল
মার্কেটিং, এসইও, অনলাইন বিজ্ঞাপন
ব্যবস্থাপনা।
- ফেসবুক, ব্লগ, ওয়েবসাইট
কন্টেন্ট, ক্লায়েন্ট কোয়েরি ম্যানেজমেন্ট।
- গুগল বিজ্ঞাপন ও সোশ্যাল কনটেন্ট অপ্টিমাইজ করা।
- ব্র্যান্ড উন্নয়ন ও গ্রাহক সম্পর্ক বজায় রাখা।
- ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন মূল্যায়ন ও রিপোর্ট
তৈরি।
- ব্র্যান্ড পরিচিতি এবং বিক্রয় বৃদ্ধিতে কৌশল নির্ধারণ।
- ব্রোশার, লিফলেট, ব্যানার,
ক্যাটালগ ইত্যাদি প্রস্তুত করা।
- কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য কার্য সম্পাদন।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা:
- ডিজিটাল মার্কেটিং/মার্কেটিং/গ্রাফিক ডিজাইন/যোগাযোগ
বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি।
- ডিজিটাল মার্কেটিংয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা
(অগ্রাধিকারযোগ্য)।
- ই-কমার্স, এফ-কমার্স, মিডিয়া
ফার্মে কাজের অভিজ্ঞতা।
- ফেসবুক বিজনেস স্যুট, গুগল অ্যানালিটিক্স,
ইউটিউব, হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের
দক্ষতা।
- কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ক্যানভা/ফিগমা/ফটোশপ/ইলাস্ট্রেটর
ব্যবহারে দক্ষতা।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কন্টেন্ট লেখার সক্ষমতা।
বেতন ও সুবিধাসমূহ:
- বেতন আলোচনা সাপেক্ষে।
- মোবাইল বিল, লাঞ্চ, স্ন্যাকস,
টিএ/ডিএ, দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি।
- প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ।
আবেদনের নিয়ম:
- রঙিন ছবি সহ পিডিএফ ফরম্যাটে জীবনবৃত্তান্ত ইমেইল করতে
হবে:
ইমেইল:
gmd.smartbd@gmail.com
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.smartbd.biz অথবা
Smart
Solution Facebook Page
নিয়োগ বিজ্ঞপ্তি:
স্মার্ট সলিউশন- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত
অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: স্মার্ট সলিউশন, bdjobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: স্মার্ট সলিউশন
নিয়োগ বিজ্ঞপ্তি, টেকনিশিয়ান
নিয়োগ ২০২৫, ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি, ডিজিটাল মার্কেটিং জব, ঢাকা তে ডিজিটাল মার্কেটার
চাকরি, ফেসবুক মার্কেটিং চাকরি, SEO চাকরি
বাংলাদেশ, গুগল অ্যাডওয়ার্ডস চাকরি, সোশ্যাল
মিডিয়া মার্কেটিং জব, কিচেন ইকুইপমেন্ট সার্ভিস টেকনিশিয়ান
চাকরি, সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২৫, এসি ফ্রিজ সার্ভিসিং চাকরি, ইলেকট্রিক্যাল
ইঞ্জিনিয়ার চাকরি, স্মার্ট সলিউশন ডিজিটাল মার্কেটিং অফিসার
নিয়োগ, ঢাকা ভিত্তিক টেকনিশিয়ান জব, ইলেকট্রনিক্স
পণ্যে চাকরি, ফ্রেশার ও অভিজ্ঞদের চাকরি, বেকারি ইকুইপমেন্ট মেরামত টেকনিশিয়ান নিয়োগ, সার্ভিস
টেকনিশিয়ান চাকরি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কোম্পানিতে
চাকরি, স্মার্ট সলিউশন চাকরি সার্কুলার ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments