বিজিবিতে সিপাহী পদে
নিয়োগ বিজ্ঞপ্তি
বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিয়ে সীমান্ত রক্ষায়
গর্বের অংশীদার হোন। ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচের অতিরিক্ত সিপাহী (জিডি) পদে
অনলাইনে আবেদন শুরু হবে ২৩ জুলাই ২০২৫ থেকে ০১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
পদ ও যোগ্যতা:
- পদ: সিপাহী (জিডি)
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা:
- এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০
- এইচএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০
- বয়স: ১৮ থেকে ২৩ বছর (০৫/১০/২০২৫ তারিখে)
- উচ্চতা ও ওজন: পুরুষ ১.৬৭৬ মিটার (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
১.৬২৫ মিটার), মহিলা ১.৫৭৪ মিটার (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১.৫২৪ মিটার) এবং
প্রযোজ্য ওজনের সীমা অনুসরণ।
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য
নয়)।
আবেদন প্রক্রিয়া:
- আবেদন করতে হবে অনলাইনে: https://joinborderguard.bgb.gov.bd
- আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৫, সকাল
১০:০০
- আবেদন শেষ: ০১ আগস্ট ২০২৫, সকাল
১০:০০
- আবেদন ফি: ৫৬ টাকা (ডিজিটাল পেমেন্টের মাধ্যমে)
প্রয়োজনীয় কাগজপত্র:
- এসএসসি ও এইচএসসি বা সমমানের সনদপত্র ও মূলপত্রের
সত্যায়িত কপি
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
- চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণির গেজেটেড অফিসারের
সত্যায়িত)
- বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র
- অবিবাহিত সনদপত্র (যদি প্রযোজ্য হয়)
- সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি (১ কপি ইউপি
চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত)
নির্বাচন প্রক্রিয়া:
- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা
- লিখিত ও ব্যবহারিক পরীক্ষা
- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (Fasting Sugar, HbA1C,
HBs Ag, Anti HCV, Serum Creatinine, Dope Test)
- নির্বাচিত প্রার্থীদেরকে নিয়োগপত্র প্রদান পূর্বে
সরকারের অনুমোদিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- আবেদন ফি ফেরতযোগ্য নয়।
- মোবাইল নম্বর যাচাই এবং আবেদন শেষে ইউজার আইডি ও
পাসওয়ার্ড সংরক্ষণ বাধ্যতামূলক।
- আবেদনকালে বা নিয়োগের সময় ভুল তথ্য প্রদান করলে বা নকল
কাগজপত্র দাখিল করলে প্রার্থীকে চাকরির সুযোগ থেকে বাতিল করা হবে।
- ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রার্থী অযোগ্য।
- মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা
কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
- নিয়োগের ক্ষেত্রে কোনো ধরণের ভ্রমণ ভাতা প্রদান করা
হবে না।
- নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট
দেখুন।
সহায়তা: অভিযোগ ও তথ্যের জন্য
২৩ জুলাই থেকে ০১ আগস্ট ২০২৫ পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত
হেল্পলাইন নম্বর: ০১৬৬৯৬০০৮০০, ০১৮৬৯৬০০৮৮৮
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: https://joinborderguard.bgb.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি:
বিজিবি- নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত
অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বিজিবি, The Daily Naya
Diganta(Wednesday, July 23, 2025)
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: বিজিবি সিপাহী নিয়োগ, বিজিবি সিপাহী পদ, বিজিবি
সিপাহী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, বিজিবি জিডি পদে নিয়োগ,
বিজিবি জিডি নিয়োগ বিজ্ঞপ্তি, বিজিবি সিপাহী
আবেদনের সময়, বিজিবি সিপাহী যোগ্যতা, বিজিবি
সিপাহী বেতন, বিজিবি অনলাইন আবেদন, বিজিবি
সিপাহী পরীক্ষা, বিজিবি সিপাহী ফরম, বিজিবি
নিয়োগ বিজ্ঞপ্তি, বিজিবি নতুন নিয়োগ, বিজিবি
রিক্রুটমেন্ট, বিজিবি সিপাহী ভর্তির খবর, বিজিবি সিপাহী আবেদন পদ্ধতি, বিজিবি সিপাহী শারীরিক
যোগ্যতা, বিজিবি চাকরি, বিজিবি সরকারি
চাকরি, বাংলাদেশ বিজিবি নিয়োগ, বিজিবি
সিপাহী স্বাস্থ্য পরীক্ষা, বিজিবি সিপাহী বয়স সীমা, বিজিবি আবেদন ফি, বিজিবি সিপাহী নিয়োগ প্রক্রিয়া,
বিজিবি অফিসিয়াল ওয়েবসাইট, বিজিবি নিয়োগ তথ্য,
বিজিবি সিপাহী ভর্তি তথ্য, বিজিবি চাকরির
সুযোগ, বিজিবি সিপাহী নিয়োগ নোটিশ, বিজিবি
নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ, বিজিবি সিপাহী পদ আবেদন, বিজিবি চাকরি ২০২৫, বিজিবি সিপাহী পদে অনলাইন আবেদন
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments