Type Here to Get Search Results !

মানুষের জন্য ফাউন্ডেশনে (এমজেএফ) নিয়োগ

0



মানুষের জন্য ফাউন্ডেশনে (এমজেএফ) নিয়োগ


মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), একটি মানবাধিকার ও সুশাসন-ভিত্তিক বেসরকারি সংস্থা, "পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএইচটি (পিআরএলসি) রিজিওন" প্রকল্পের জন্য "প্রোকিউরমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার" পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। এটি একটি চুক্তিভিত্তিক পদ, যা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। পদটির কর্মস্থল ঢাকা, তবে ২০% সময় মাঠ পর্যায়ে ভ্রমণের প্রয়োজন হবে।

 

পদের দায়িত্বসমূহ (পণ্য/সেবা ক্রয় সংক্রান্ত):
প্রকিউরমেন্ট সংক্রান্ত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা।
প্রকিউরমেন্ট রিকুইজিশন গ্রহণ করে অনুমোদন গ্রহণের পর ক্রয় কার্যক্রম শুরু করা।
প্রকিউরমেন্ট কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন, দরপত্র আহ্বান, দরপত্র বিশ্লেষণ, দর আলোচনা করে মানসম্মত পণ্য ও সেবা নির্ধারণ করা।
সরকারি নীতিমালার আলোকে প্রয়োজনীয় চুক্তি ও ওয়ার্ক অর্ডার প্রস্তুত করা।
ক্রয় সংক্রান্ত ট্যাক্স ও ভ্যাট বিষয়ক নিয়মাবলী অনুসরণ করা।
পণ্য সরবরাহের পর মান যাচাই করে বিল পরিশোধের সুপারিশ করা।
নতুন সরবরাহকারী তালিকা হালনাগাদ ও সংরক্ষণ করা।
সরবরাহকারী/কনসালটেন্টদের তালিকা হালনাগাদ ও সংরক্ষণ করা।
অডিট চলাকালে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা।

 

সেবা/কনসালটেন্ট নিয়োগ সংক্রান্ত দায়িত্ব:
কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে দরপত্র আহ্বান, দর বিশ্লেষণ ও ওয়ার্ক অর্ডার ইস্যু করা।
উপযুক্ত প্রস্তাবনার মান যাচাইয়ের জন্য উপস্থাপনার ব্যবস্থা করা।
কনসালটেন্টদের তালিকা হালনাগাদ করা।

 

ভ্রমণ ও আবাসন সংক্রান্ত দায়িত্ব:
স্টাফ ও নির্বাহী পরিচালকের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের জন্য টিকিট, ভিসা ও বিমা ব্যবস্থা করা।
ভ্রমণ সংশ্লিষ্ট বিলসমূহ যাচাই ও পরিশোধ নিশ্চিত করা।
ক্ষেত্র পর্যায়ে যানবাহন ও আবাসনের ব্যবস্থা করা।

 

যানবাহন ব্যবস্থাপনা:
রোড ট্যাক্স, ফিটনেস, রুট পারমিট, বীমা ইত্যাদি হালনাগাদ করা।
গাড়ি মেরামত ও সেবার জন্য দরপত্র গ্রহণ ও ওয়ার্ক অর্ডার প্রদান করা।

 

অন্যান্য প্রশাসনিক কাজ:
অফিস রক্ষণাবেক্ষণ, স্টোর ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সভা আয়োজন ইত্যাদি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

মানুষের জন্য ফাউন্ডেশন - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



সূত্রমানুষের জন্য ফাউন্ডেশন


যোগ্যতা ও অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
ভালো যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ৩০ থেকে ৪৫ বছর।

 

বেতন ও সুযোগ-সুবিধা:
মাসিক মোট বেতন ৪১,৭৬৩ টাকা।
বোনাস, বার্ষিক ইনক্রিমেন্টসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

 

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://manusherjonno.org/ecircular/ লিংকের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ জুলাই ২০২৫।

 

নিরাপত্তা ও সুরক্ষা নীতিমালা: মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শোষণ, দুর্নীতি, আর্থিক অনিয়ম প্রতিরোধসহ শিশু ও দুর্বল ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠানের কোড অব কন্ডাক্ট অনুসরণ করা বাধ্যতামূলক। নারীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

 

নোট: নিয়োগের ক্ষেত্রে সন্তোষজনক রেফারেন্স ও নিরাপত্তা যাচাই অপরিহার্য।


প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: এমজেএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, মানুষের জন্য ফাউন্ডেশন চাকরির খবর, MJF job circular 2025, MJF new job circular, Manusher Jonno Foundation job apply, মানবাধিকার সংস্থায় নিয়োগ, NGO job Bangladesh, ঢাকায় এনজিও চাকরি, procurement officer job Bangladesh, administrative officer job, NGO job apply online, এনজিও চাকরির আবেদন, মানবাধিকারে চাকরি, ম্যানেজমেন্ট অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিও সেক্টরে ভালো চাকরি, বাংলাদেশ NGO job circular, NGO jobs 2025, international NGO job news, MJ Foundation job circular, NGO bd jobs news, মানবাধিকারে কাজের সুযোগ, Dhaka NGO jobs

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments