ব্র্যাক এ নিয়োগ, আকর্ষণীয় পদ
ম্যানেজার, টেকনিক্যাল,
ব্র্যাক হেলথ প্রোগ্রাম (BHP); চুক্তিভিত্তিক
নিয়োগ
কর্মস্থল: হেড অফিস
প্রকাশের তারিখ: ২০ জুলাই ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৫
সংস্থার পরিচিতি: ব্র্যাক একটি
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বাংলাদেশে প্রতিষ্ঠিত। বিশ্বব্যাপী ১০ কোটির বেশি দরিদ্র ও
বৈষম্যের শিকার মানুষের সঙ্গে কাজ করে টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করছে।
ব্র্যাক-এ কাজ করা শুধুমাত্র একটি চাকরি নয়—এটি এমন একটি
প্ল্যাটফর্ম, যেখানে আপনি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন
আনতে পারবেন। আমরা কেবল একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছি না, আমরা সেই পৃথিবী গড়তে কাজ করছি।
পদের উদ্দেশ্য: গ্রামীণ
কমিউনিটি-ভিত্তিক প্রকল্পসমূহে টেকনিক্যাল সাপোর্ট এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদান
করা। মাতৃ ও শিশু স্বাস্থ্য, অপুষ্টি, অসংক্রামক রোগ (NCD), চোখের চিকিৎসা ও ডিজিটাল স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে গুণগত মান উন্নয়ন,
সক্ষমতা বৃদ্ধি ও উদ্ভাবন নিশ্চিত করা।
মূল দায়িত্বসমূহ:
- জাতীয় নীতিমালা ও বৈশ্বিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য
রেখে গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে
কারিগরি নির্দেশনা প্রদান।
- কর্মসূচির কর্মী ও অংশীদারদের জন্য ক্লিনিকাল প্রোটোকল, নির্দেশিকা,
SOP ও প্রশিক্ষণ মডিউল তৈরি ও হালনাগাদ করা।
- প্রমাণভিত্তিক পদ্ধতি, ডিজিটাল হেলথ সলিউশন ও
কমিউনিটি-কেন্দ্রিক মডেল যুক্ত করে প্রোগ্রামে উদ্ভাবন আনা।
- ড্যাশবোর্ড ডেটা বিশ্লেষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে
ইনডিকেটরভিত্তিক সংক্ষিপ্ত প্রতিবেদন প্রদান ও প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনমূলক
পরামর্শ প্রদান।
- স্বাস্থ্য হস্তক্ষেপসমূহে ক্লিনিকাল নিরাপত্তা, নৈতিক
মানদণ্ড ও ঝুঁকি ব্যবস্থাপনার নিশ্চয়তা প্রদান।
- মাঠ পরিদর্শন ও কারিগরি মূল্যায়ন পরিচালনা করে
কার্যক্রমের মান পর্যবেক্ষণ করা এবং উন্নয়ন ক্ষেত্র চিহ্নিত করা।
- ট্রেনিং ও কনটেন্ট ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করে SBCC ম্যাটেরিয়াল,
SOP ও গাইডলাইন তৈরি করা।
সেফগার্ডিং দায়িত্ব:
- অংশগ্রহণকারী, সংস্থার সাথে সম্পৃক্ত ব্যক্তি ও
কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা।
- সেফগার্ডিং নীতিমালার বাস্তবায়ন ও রিপোর্টিং প্রক্রিয়া
অনুসরণ করা।
- সুরক্ষার বিষয়গুলো দলীয় সদস্যদের মধ্যে প্রচার ও
বাস্তবায়ন নিশ্চিত করা।
অতিরিক্ত যোগ্যতা:
- জনস্বাস্থ্য বিষয়ে কারিগরি জ্ঞান।
- এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্টে
দক্ষতা।
- আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা।
- বিশ্লেষণ করার সক্ষমতা।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং
পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স (MPH) আবশ্যক।
অভিজ্ঞতা: এনজিও, জনস্বাস্থ্য
বা সংশ্লিষ্ট খাতে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সুবিধাসমূহ:
- উৎসব ভাতা
- স্বাস্থ্য ও জীবন বীমা
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি:
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ব্র্যাক
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: ব্র্যাক নিয়োগ ২০২৫, ব্র্যাক এ চাকরি, brac job circular
2025, brac new job circular, brac ngo job apply, ব্র্যাক এনজিওতে
নিয়োগ বিজ্ঞপ্তি, ব্র্যাক হেলথ প্রোগ্রাম চাকরি, ব্র্যাক এনজিও চাকরি আবেদন, ব্র্যাক নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫, brac health programme job, ব্র্যাক এনজিও
চাকরির খবর, brac ngo job bd, brac ngo job apply online, ব্র্যাক
হেলথ বিভাগে চাকরি, এনজিও চাকরি বাংলাদেশ, brac ngo
chakri, ব্র্যাক এর নতুন চাকরি, brac career opportunity,
brac ngo vacancy 2025, ব্র্যাক হেড অফিস চাকরি, brac dhaka
job, ব্র্যাক এ আকর্ষণীয় পদ, brac job application, ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন, brac job circular apply,
brac recruitment 2025, brac career notice
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments