Type Here to Get Search Results !

আরকে আইটি সাপোর্ট এ অনলাইন মার্কেটার নিয়োগ

0



আরকে আইটি সাপোর্ট অনলাইন মার্কেটার নিয়োগ

 

পদবী: কম্পিউটার অপারেটর কাম অনলাইন মার্কেটার (নাইট শিফট)

পদসংখ্যা: ২০ জন

 

চাকরির বিবরণ / দায়িত্বসমূহ:

  • কোম্পানির নীতিমালা অনুসারে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে।
  • অফিসের সকল ফাইল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
  • সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নিতে হবে।
  • প্রতিদিনের কাজের সারসংক্ষেপ রিপোর্ট ইনচার্জকে জমা দিতে হবে।
  • দৈনন্দিন নিয়মিত কার্যক্রম সম্পন্ন করতে হবে।
  • টিমের সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে।
  • ভদ্রতা ও ভালো ব্যবহার বজায় রাখতে হবে।
  • শৃঙ্খলাবদ্ধ, ইতিবাচক মানসিকতা সম্পন্ন ও আত্মপ্রণোদিত হতে হবে।
  • অন্যান্য কর্তব্যসমূহ।

 

কর্মঘণ্টা: পূর্ণকালীন নাইট শিফট

 

শিক্ষাগত যোগ্যতা:

  • উচ্চ মাধ্যমিক
  • কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা
  • স্নাতক / সম্মান

 

দক্ষতা:

  • সেলস ও মার্কেটিং
  • মার্কেট রিসার্চ
  • ডিজিটাল মার্কেটিং (সোশ্যাল মিডিয়া মার্কেটিং)
  • ইংরেজিতে কমিউনিকেশন
  • কম্পিউটার পরিচালনা
  • ইংরেজিতে লিখিত দক্ষতা
  • ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং
  • সৃজনশীল চিন্তাভাবনা ও মাল্টিটাস্কিং করার দক্ষতা

 

অতিরিক্ত যোগ্যতা:

  • বয়স ১৮ থেকে ৩২ বছর
  • পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন
  • ইংরেজিতে দ্রুত টাইপ করার দক্ষতা
  • ওয়েব ব্রাউজিং, ইমেইল ব্যবহারে দক্ষতা
  • কঠোর পরিশ্রম করার মানসিকতা
  • ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী ও বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে প্রাথমিক ধারণা থাকতে হবে
  • চমৎকার যোগাযোগ ও সামাজিক দক্ষতা
  • চাপে কাজ করার মানসিকতা ও সক্ষমতা
  • কম্পিউটার ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে
  • মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ফেসবুক, ইউটিউব ব্যবহারে দক্ষ হতে হবে

 

কর্মস্থল: ঢাকা (লালমাটিয়া)

 

বেতন:

  • ১০,০০০ টাকা (প্রথম মাস)
  • ১২,৫০০ টাকা (দ্বিতীয় মাস থেকে)
  • সর্বোচ্চ ২০,০০০ টাকা (মাসিক)

 

অন্যান্য সুবিধা:

  • প্রতিষ্ঠানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ
  • বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ
  • গ্লোবাল ডিজিটাল সার্ভিস খাতে ক্যারিয়ার গড়ার বাস্তব সুযোগ
  • পারফরমেন্স বোনাস
  • ওভারটাইম ভাতা
  • অর্ধ-বার্ষিক বেতন মূল্যায়ন
  • ২টি উৎসব বোনাস (বছরে)

 

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫

 

Apply Procedure: https://hotjobs.bdjobs.com/jobs/rkitsupport/rkitsupport.htm


নিয়োগ বিজ্ঞপ্তি:

 


আরকে আইটি সাপোর্ট - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: আরকে আইটি সাপোর্ট, bdjobs

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: আরকে আইটি সাপোর্ট চাকরি, RK IT Support job circular, অনলাইন মার্কেটার নিয়োগ ২০২৫, কম্পিউটার অপারেটর চাকরি, Night shift job Dhaka, digital marketing job Bangladesh, online marketing job bd, computer operator job in Dhaka, part time online marketer job, full time IT job Bangladesh, RK IT Support online marketer job, latest IT job circular 2025, digital marketer job circular, ফেসবুক মার্কেটিং জব, content writer job bd, IT sector job bd, English typing job in Dhaka, online marketing company jobs, RK IT job vacancy, RK IT Support চাকরি ২০২৫, social media marketing job in Bangladesh, IT job in Lalmatia Dhaka, online marketer jobs night shift, online job opportunities Bangladesh, career in digital marketing bd, online based marketing job circular, night shift IT job circular, RK IT Support latest vacancy

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments