কটন গ্রুপে ডাইং এ অফিসার পদে যোগ দিন
Cotton Group বাংলাদেশের অন্যতম স্বনামধন্য
নিট কম্পোজিট গার্মেন্টস প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেটি ১৯৯১ সাল থেকে
বিশ্ববাজারে মানসম্পন্ন পোশাক রপ্তানির মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মান বজায় রেখে পরিবেশবান্ধব উৎপাদন
প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ মানের পোশাক সরবরাহ করা। Cotton
Group আধুনিক প্রযুক্তি, সুদক্ষ জনবল এবং শক্তিশালী
ব্যবসায়িক নেটওয়ার্কের সমন্বয়ে গ্লোবাল ব্র্যান্ড ও রিটেইলারের নির্ভরযোগ্য
অংশীদার হিসেবে কাজ করে চলেছে।
আমরা একটি দ্রুত বর্ধনশীল ১০০% রপ্তানিমুখী নিট
গার্মেন্টস প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর
জন্য উচ্চমানের পোশাক সরবরাহ করে আসছে। আমাদের সম্প্রসারিত ব্যবসার সাপোর্ট করার
জন্য, আমরা একজন গতিশীল ও অভিজ্ঞ সিনিয়র মার্চেন্ডাইজার নিয়োগ করতে চাই, যিনি দলের সঙ্গে কাজ করে গ্রাহক ব্যবস্থাপনা এবং পণ্যের কার্যকর বাস্তবায়ন
নিশ্চিত করবেন।
প্রতিষ্ঠাকাল: ১৯৯১
প্রকৃতি: ১০০% রপ্তানিমুখী নিট কম্পোজিট পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান
সকল পদের বিবরণ নিচে
পর্যায়ক্রমে তুলে ধরা হলো:
পদ: ডাইং প্রধান
কটন গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং
দ্রুত বর্ধনশীল ১০০% রপ্তানিমুখী কম্পোজিট নিট পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী।
আমাদের অব্যাহত অগ্রগতি এবং উৎকর্ষতার প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা
স্থানীয় বা বিদেশি যোগ্য পেশাজীবীদের কাছ থেকে ডাইং বিভাগের প্রধান পদের জন্য
আবেদন আহ্বান করছি।
কেন যোগ দেবেন?
- কৌশলগত নেতৃত্ব প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা
- আকর্ষণীয় বেতন ও সুবিধা প্যাকেজ
- বিশ্বমানের ক্রেতা ও অত্যাধুনিক কারখানার সঙ্গে কাজের
সুযোগ
- গতিশীল ক্যারিয়ার উন্নয়নের সুযোগ
- উদ্ভাবনী কর্মপরিবেশ
প্রধান দায়িত্বসমূহ:
- সম্পূর্ণ ডাইং ও ফিনিশিং বিভাগের পরিকল্পনা, গবেষণা,
ডাইং, ফিনিশিং ও উৎপাদন তত্ত্বাবধান
- রাইট ফার্স্ট টাইম (RFT), নির্দিষ্ট সময়ে পণ্য
ডেলিভারি এবং ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করা
- জটিল কারিগরি ও পরিচালনাগত সমস্যার সমাধানে দলকে
দিকনির্দেশনা প্রদান
- অগ্রাধিকার ও রপ্তানি সময়সীমা বিবেচনায় উৎপাদন
শিডিউল পরিকল্পনা ও বাস্তবায়ন
- ডাইং কার্যক্রমের ব্যয় বিশ্লেষণ, রাসায়নিক
ব্যবহার, যন্ত্রের ব্যবহার পর্যবেক্ষণ ও সম্পূর্ণ বাজেট
নিয়ন্ত্রণ
- অপচয় হ্রাস ও সম্পদ ব্যবহার দক্ষতার মাধ্যমে
খরচ-কার্যকর কৌশল বাস্তবায়ন
- সফট ফ্লো, জেট, ওভারফ্লো,
উইঞ্চ ইত্যাদি বিভিন্ন ডাইং মেশিন পরিচালনা ও কর্মদক্ষতা
নিশ্চিত করা
- বিভিন্ন ফ্যাব্রিকের জন্য ডাই ও কেমিক্যাল ব্যবহারে
বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োগ
- ইটিপি (Effluent Treatment Plant) পরিচালনা ও
পরিবেশগত মান বজায় রাখা
- টিম বিল্ডিং ও কার্যক্ষম সংস্কৃতি গড়ে তোলা
- ক্রেতা ও গুণগত মান দলগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে
ল্যাব ডিপ,
টেস্ট ও কোয়ালিটি অ্যাপ্রুভাল নিশ্চিত করা
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল টেকনোলজিতে
বি.এসসি বা এম.এসসি ডিগ্রি
অভিজ্ঞতা ও দক্ষতা:
- ২০-২৫ বছরের ডাইং ও ফিনিশিং সংক্রান্ত অভিজ্ঞতা
- বৃহৎ স্কেল কারখানার বড় দল পরিচালনা ও মাল্টি-শিফট
কার্যক্রম ব্যবস্থাপনায় অভিজ্ঞ
- তুলা, পলিয়েস্টার, রিঅ্যাকটিভ,
ডিসপার্সসহ সকল ডাইং কৌশলে অভিজ্ঞ
- আধুনিক ডাইং মেশিন, অটো ডোজিং সিস্টেম
পরিচালনায় দক্ষ
- খরচ নিয়ন্ত্রণ, স্টক পরিকল্পনা ও উৎপাদন দক্ষতা
উন্নয়নে অভিজ্ঞ
- প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত প্রতিবেদন প্রস্তুত করতে
সক্ষম
অতিরিক্ত শর্তাবলী:
- বয়স: ৪০ থেকে ৫৫ বছর
- শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা
হচ্ছে
- শক্তিশালী বিশ্লেষণী ক্ষমতা, আন্তঃব্যক্তিক
দক্ষতা ও সিদ্ধান্তগ্রহণ দক্ষতা
- তথ্য বিশ্লেষণ ও রিপোর্ট প্রস্তুতিতে পারদর্শী
- অভ্যন্তরীণ টিম ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে চমৎকার
যোগাযোগ দক্ষতা
আবেদনের সময়সীমা: ২ আগস্ট ২০২৫
আবেদন করুন: আপনার জীবনবৃত্তান্ত
পাঠান অথবা এখনই আবেদন করুন।
নিয়োগ বিজ্ঞপ্তি:
কটন গ্রুপ- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: কটন গ্রুপ,
bdjobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: কটন গ্রুপ চাকরি, কটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি, কটন গ্রুপে ডাইং অফিসার নিয়োগ, ডাইং বিভাগে চাকরি,
১০০% রপ্তানিমুখী কারখানায় চাকরি, নিট পোশাক
শিল্পে চাকরি, ডাইং সেক্টরে চাকরি ২০২৫, বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি, কটন গ্রুপ
ডাইং বিভাগে নিয়োগ, গার্মেন্টস ডাইং সুপারভাইজার চাকরি,
গার্মেন্টস সেক্টরে চাকরির সুযোগ, গার্মেন্টস
ফ্যাক্টরিতে উচ্চ বেতনের চাকরি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ডিপ্লোমা চাকরি, নিট ফ্যাব্রিক ডাইং কারখানায় চাকরি,
এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসে চাকরি, অভিজ্ঞ
ডাইং অফিসার নিয়োগ, কটন গ্রুপ চাকরির সার্কুলার, গার্মেন্টসে ডাইং সুপারভাইজার নিয়োগ ২০২৫, ডাইং
ডিপার্টমেন্টে চাকরি, গার্মেন্টস ফ্যাক্টরিতে স্থায়ী চাকরি,
ডাইং মেশিন অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি, গার্মেন্টস
সেক্টরে ম্যানেজমেন্ট লেভেলের চাকরি, ডাইং ফ্যাক্টরিতে
অভিজ্ঞদের চাকরি, টেক্সটাইল সেক্টরে উন্নত ক্যারিয়ার সুযোগ,
গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মসংস্থান, বাংলাদেশে
গার্মেন্টস জব সার্কুলার ২০২৫, কটন গ্রুপের নতুন নিয়োগ ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments