Type Here to Get Search Results !

বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরি

0



বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরি

 

প্রেক্ষাপট: বিবিসি মিডিয়া অ্যাকশন হলো বিবিসির আন্তর্জাতিক দাতব্য সংস্থা। আমরা গণমাধ্যম ও যোগাযোগের মাধ্যমে গণতন্ত্রের উন্নয়ন, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করি। আমাদের কর্মপ্রক্রিয়ায় সাংবাদিকতা, সৃজনশীলতা, গবেষণা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা, স্থানীয় শ্রোতাদের ব্যাপারে গভীর জ্ঞান এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে শক্তিশালী নেটওয়ার্ক বিদ্যমান। বিবিসি এবং তার মূল্যবোধের সঙ্গে আমাদের সংযোগও একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

আমরা এমন মানুষের জন্য নির্ভরযোগ্য তথ্য ও গণমাধ্যম উপস্থাপন করি, যারা বিভ্রান্তিকর তথ্য, ভুল তথ্য ও তথ্যের অভাবে ভুগছে। আমাদের কার্যক্রমে তরুণরা একটি প্রধান ফোকাস, যাদের আমরা পরিবর্তনের বাহক হিসেবে দেখি।

 

সকল পদের বিবরণ নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো:

১. পদের নাম: মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার

কর্মস্থল: ঢাকা

প্রতিবেদন প্রদান করবেন: মিডিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার

চুক্তির সময়কাল: জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত মেয়াদ

কর্মস্থলে যোগদানের তারিখ: দ্রুততম সময়ের মধ্যে

 

পদের উদ্দেশ্য: বিভিন্ন প্রকল্পের অধীনে মিডিয়া হাউজ, মিডিয়া পেশাজীবী, সিএসও প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং খাতভিত্তিক অংশীদারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও মেন্টরিং প্রদান করবেন। মিডিয়া ডেভেলপমেন্ট ম্যানেজারের তত্ত্বাবধানে মিডিয়া খাতের বিভিন্ন অংশীদারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ রক্ষা করবেন। এছাড়া প্রজেক্ট, গবেষণা, প্রশাসন ও প্রোডাকশন সংক্রান্ত সহায়তা প্রদান করবেন।

 

মূল দায়িত্ব ও কর্তব্য:

  • মিডিয়া ল্যান্ডস্কেপ বিশ্লেষণ করে মিডিয়া ডেভেলপমেন্ট ম্যানেজারকে সহায়তা করা।
  • প্রশিক্ষণ সেশন ও কন্টেন্ট ডিজাইন করা।
  • প্রশিক্ষণ, মেন্টরিং ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • ডোনার, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
  • প্রশাসনিক, অর্থনৈতিক ও ভ্রমণ সংক্রান্ত বিষয় সমন্বয় করা।
  • মিডিয়া আইন সংস্কার, অধিকার, নীতিনির্ধারণ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা করা।
  • নির্ধারিত প্রকল্প এলাকায় ভ্রমণ করে প্রশিক্ষণ পরিচালনা করা।
  • বিবিসির সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা।
  • উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা।

 

নিরাপত্তা ও সুরক্ষা:

শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিবিসি মিডিয়া অ্যাকশনের সেফগার্ডিং নীতিমালা অনুসরণ করতে হবে। এই পদের জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া হতে পারে।

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সংবাদমাধ্যম বা কনটেন্ট প্রোডাকশনের অভিজ্ঞতা।
  • সংবাদের জন্য রিপোর্টিং ও প্রোডাকশন টেকনিকের জ্ঞান।
  • মাল্টিমিডিয়া ফরম্যাটে কাজের অভিজ্ঞতা।
  • সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা।
  • বিবিসি সম্পাদকীয় নীতিমালা ও নীতিমালার বাস্তবায়নের দক্ষতা।
  • সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে কাজের অভিজ্ঞতা (ইচ্ছাকৃত)।
  • চমৎকার আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা।
  • বাংলা ও ইংরেজিতে দক্ষতা।
  • শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিরাপদে কাজ করার নীতির প্রতি সচেতনতা।
  • লিঙ্গ ও অন্তর্ভুক্তি বিষয়ে সচেতনতা।

 

২. পদের নাম: জুনিয়র গ্রাফিক ডিজাইনার

কর্মস্থল: ঢাকা
প্রতিবেদন প্রদান করবেন: ক্রিয়েটিভ ম্যানেজার
চুক্তির মেয়াদ: ৩০ জুন ২০২৬ (সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে)
যোগদানের সময়: দ্রুততম

 

পদের উদ্দেশ্য: ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় ও মানসম্মত ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করা। পোস্টার, ইনফোগ্রাফিকস, ব্র্যান্ডিং উপকরণসহ বিভিন্ন স্থিরচিত্র ডিজাইন করার পাশাপাশি ব্র্যান্ড গাইডলাইন ও সম্পাদকীয় মান অনুসরণ করে উচ্চমানের কনটেন্ট তৈরি করতে হবে।

 

মূল দায়িত্ব ও কর্তব্য:

  • সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় ইলাস্ট্রেশন, পোস্টার, ইনফোগ্রাফিক্স ও অন্যান্য স্থিরচিত্র তৈরি করা।
  • গবেষণা প্রতিবেদন, ট্রেনিং মডিউল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ব্রোশিউর ডিজাইন করা।
  • ব্র্যান্ড গাইডলাইন অনুসরণ করে কনসিস্টেন্ট ভিজ্যুয়াল আইডেন্টিটি বজায় রাখা।
  • ক্রিয়েটিভ দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কনটেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ভিজ্যুয়াল তৈরি করা।
  • ভিজ্যুয়াল এসেট লাইব্রেরি তৈরি করা ও তা রক্ষণাবেক্ষণ করা।
  • ধারণা থেকে চূড়ান্ত কনটেন্ট ডেলিভারি পর্যন্ত ডিজাইন প্রক্রিয়া পরিচালনা করা।
  • সম্পাদনা ও কারিগরি মান বজায় রেখে সকল আউটপুট তৈরি করা।
  • ডিজাইন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা এবং প্রয়োজনে নতুন কৌশল প্রয়োগ করা।
  • ব্রেনস্টর্মিং সেশনে অংশগ্রহণ করা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং উন্নয়নে অবদান রাখা।
  • উচ্চমানের স্থিরচিত্র ও মোশন গ্রাফিক্স তৈরি করা।

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মিডিয়া বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি (অগ্রাধিকারযোগ্য)।
  • অ্যাডোব ক্রিয়েটিভ সুইট (ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস, ইনডিজাইন ইত্যাদি) ব্যবহারে দক্ষতা।
  • ফ্রি-হ্যান্ড ড্রয়িং দক্ষতা।
  • ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্সে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।
  • ডিজাইন ও লেআউটে প্রমাণিত দক্ষতা।
  • জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • ডিজিটাল কনটেন্ট তৈরির কৌশল সম্পর্কে ধারণা।
  • সোশ্যাল মিডিয়ার জন্য স্থিরচিত্র, ব্যানার ও মোশন গ্রাফিক্স ডিজাইনের পূর্ব অভিজ্ঞতা।
  • সমান সুযোগ ও স্বাস্থ্য-নিরাপত্তা নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
  • স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা, সমস্যা সমাধানের মনোভাব।

 

নিরাপত্তা ও সুরক্ষা: এই পদে কাজের সময় ঝুঁকিপূর্ণ শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে। বিবিসি মিডিয়া অ্যাকশনের সেফগার্ডিং নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীর জন্য পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া হতে পারে।

 

আবেদন করার নিয়ম:

  • https://hotjobs.bdjobs.com/jobs/bbcmediaaction/bbcmediaaction309.htm অথবা https://hotjobs.bdjobs.com/jobs/bbcmediaaction/bbcmediaaction310.htm ওয়েবসাইট থেকে বিবিসি মিডিয়া অ্যাকশনের সর্বশেষ আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রে আপনার নাম ও পদের নাম উল্লেখ করতে হবে।
  • ইমেইলের সাবজেক্ট লাইনে সঠিকভাবে পদের নাম লিখতে হবে।
  • পূরণকৃত আবেদনপত্র applications@bd.bbcmediaaction.org ঠিকানায় ইমেইল করতে হবে।
  • সিভি/কভার লেটার/ছবি পাঠানোর প্রয়োজন নেই।
  • একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে আলাদাভাবে আবেদন করতে হবে।
  • আবেদন করার শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫

 

বিবিসি একটি সমান সুযোগের নিয়োগকর্তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশযোগ্য নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


বিবিসি মিডিয়া অ্যাকশন- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: বিবিসি মিডিয়া অ্যাকশন, bdjobs

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরি, বিবিসি মিডিয়া অ্যাকশন নিয়োগ বিজ্ঞপ্তি, BBC Media Action Job Circular 2025, BBC Media Action Bangladesh Career, বিবিসি মিডিয়া অ্যাকশন জব নিয়োগ, ঢাকা বিবিসি মিডিয়াতে চাকরি, এনজিও চাকরি ২০২৫, আন্তর্জাতিক এনজিওতে চাকরি, মিডিয়া সংস্থায় চাকরি, বিবিসি মিডিয়া একশন রিক্রুটমেন্ট, junior graphic designer job in dhaka, মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি, BBC Media Action job application, বিবিসি মিডিয়াতে ক্যারিয়ার গড়ুন, NGO job in Dhaka, international NGO job circular, মিডিয়া সেক্টরে চাকরি, সাংবাদিকতার চাকরি, কনটেন্ট প্রোডাকশন চাকরি, বিবিসি মিডিয়া একশনের নতুন চাকরি, NGO job 2025 Bangladesh, latest NGO job in Dhaka, আন্তর্জাতিক দাতব্য সংস্থায় চাকরি

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments