Type Here to Get Search Results !

আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র (ICIMOD) নেপালে চাকরির সুযোগ

0



আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র (ICIMOD) নেপালে চাকরির সুযোগ

আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র (আইসিমোড) ২০২৫/২০২৬ সালের ইয়াং আইসিমোড প্রফেশনালস প্রোগ্রামের (YIPP) জন্য আবেদন আহ্বান করেছে। আইসিমোডের আঞ্চলিক সদস্য দেশসমূহের (RMCs) তরুণ পেশাজীবীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। বিশেষ ক্ষেত্রে, আইসিমোডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত অ-সদস্য দেশের প্রার্থীদেরও বিবেচনা করা হবে। পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল হিমালয় অঞ্চল গঠনের লক্ষ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।


কেন অংশগ্রহণ করবেন?

  • আধুনিক গবেষণা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ
  • জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে ভূমিকা রাখার সুযোগ
  • পেশাগত দক্ষতা ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
  • গবেষণা, নীতি বিশ্লেষণ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দক্ষতা অর্জন


গুরুত্বপূর্ণ তথ্য:

  • সময়সীমা: ১২ থেকে ১৮ মাস
  • পদসংখ্যা: ১০টি (প্রত্যেক বিভাগের জন্য ১টি করে)
  • অফিস: কাঠমান্ডু, নেপাল
  • আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫


নিয়োগ বিজ্ঞপ্তি:

 


আন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র (ICIMOD) - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্রআন্তর্জাতিক পার্বত্য উন্নয়ন কেন্দ্র (ICIMOD)


যেসব বিভাগে কর্মরত থাকার সুযোগ:

  • ক্রায়োস্ফিয়ার ও পানি
  • বায়ু
  • জীবিকা ও উদ্যোক্তা উন্নয়ন
  • ল্যান্ডস্কেপ
  • আঞ্চলিক কর্মসূচি
  • বৈশ্বিক প্রচারাভিযান
  • মানবসম্পদ ও সংস্থা উন্নয়ন
  • যোগাযোগ
  • কৌশলগত অংশীদারিত্ব ও ব্যবসায় উন্নয়ন
  • লিভিং মাউন্টেন ল্যাব


যোগ্যতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি (পরিবেশবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, নীতি, সামাজিক বিজ্ঞান, ব্যবস্থাপনা ইত্যাদি)
  • ইংরেজিতে সাবলীল
  • গবেষণা, বিশ্লেষণ ও যোগাযোগ দক্ষতা
  • ২-৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • HKH অঞ্চলের স্থানীয় ভাষায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে


বেতন ও সুবিধাদি:

  • বাৎসরিক বেতন: ১৬,৪৮৭ মার্কিন ডলার
  • বাসস্থান ভাতা, বীমা ইত্যাদি সংযুক্ত
  • নেপালে কর অব্যাহতি (বিদেশি নাগরিকদের জন্য)


আবেদন পদ্ধতি:

  • আইসিমোডের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে (www.icimod.org)
  • কাভার লেটারে আগ্রহী বিভাগ বা ইউনিট উল্লেখ করতে হবে

আইসিমোড বিভিন্ন সংস্কৃতি, পটভূমি ও লিঙ্গসমতার ভিত্তিতে আবেদনকারীদের উৎসাহিত করে। বিশেষ করে নারীদের আবেদন করতে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।



প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: আইসিমোড নিয়োগ ২০২৫, আইসিমোড চাকরির বিজ্ঞপ্তি ২০২৫, ICIMOD Job Circular 2025, ICIMOD Career Opportunity, নেপালে আন্তর্জাতিক চাকরি, নেপালে NGO চাকরি, Kathmandu job circular, International NGO jobs in Nepal, Young Professionals Programme ICIMOD, YIPP 2025 apply online, আইসিমোড ক্যারিয়ার ২০২৫, নেপালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চাকরি, ICIMOD recruitment 2025, ICIMOD internship 2025, climate jobs Nepal, ICIMOD Kathmandu vacancy, হিমালয় অঞ্চলে চাকরি, আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ, development sector jobs, ICIMOD online application, আইসিমোড অনলাইনে আবেদন, ICIMOD job portal, international research jobs, environmental jobs Nepal, ICIMOD scientist jobs, regional NGO career, youth leadership jobs ICIMOD.

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments