নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন education@ এ
পদবী: সেলস এক্সিকিউটিভ
কর্মস্থল: বনানী, ঢাকা
চাকরির ধরন: ফুল-টাইম
প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী
প্রার্থীরা আবেদন করতে পারবেন
পদসংখ্যা: ৭ জন
বেতন: ৪০,০০০ –
৬০,০০০ টাকা (মাসিক)
দায়িত্ব ও কাজের বিবরণ:
নতুন ব্যবসায়িক সুযোগ শনাক্ত
করা:
- সম্ভাব্য ক্লায়েন্ট ও বাজার নিয়ে গবেষণা
- লিড জেনারেট করতে কল, ইমেইল বা নেটওয়ার্কিং করা
ক্লায়েন্ট সম্পর্ক
ব্যবস্থাপনা:
- বিদ্যমান ও নতুন গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে তোলা ও
রক্ষা করা
- ক্লায়েন্টের চাহিদা বোঝা ও উপযুক্ত সেবা/পণ্য অফার করা
পণ্য বা সেবা প্রচার:
- পণ্য বা সেবা উপস্থাপন, প্রচার ও বিক্রয়
- প্রোডাক্ট ডেমো ও মিটিং আয়োজন করা
সেলস টার্গেট অর্জন:
- ব্যবস্থাপনার নির্ধারিত সেলস লক্ষ্য পূরণ করা
- দৈনিক/সাপ্তাহিক/মাসিক রিপোর্ট প্রস্তুত করা
দর কষাকষি ও বিক্রয় সম্পাদন:
- কোটেশন প্রস্তুত, শর্তাবলী আলোচনা ও পেশাদারভাবে বিক্রয়
সম্পন্ন করা
মার্কেট ফিডব্যাক ও
রিপোর্টিং:
- ক্লায়েন্টদের ফিডব্যাক সংগ্রহ এবং ব্যবস্থাপনাকে
রিপোর্ট প্রদান
- CRM বা রিপোর্টিং টুলে কার্যক্রমের রেকর্ড রাখা
পোস্ট-সেলস সাপোর্ট:
- বিক্রয়ের পর সাপোর্ট প্রদান ও প্রয়োজনে সাপোর্ট টিমের
সঙ্গে সমন্বয়
- গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা
দলীয় সহযোগিতা:
- মার্কেটিং, কাস্টমার সার্ভিস ও প্রোডাক্ট টিমের
সঙ্গে সমন্বয়
- মার্কেট ইনসাইট শেয়ার ও কৌশল উন্নয়নে অবদান রাখা
শিক্ষাগত যোগ্যতা:
- স্নাতক/সমমান (Bachelor/Honors)
প্রয়োজনীয় দক্ষতা:
- সেলস ও মার্কেটিং
- ইংরেজিতে যোগাযোগ
- বিজনেস ডেভেলপমেন্ট
- ক্লায়েন্ট রিলেশন ম্যানেজমেন্ট
অভিজ্ঞতা:
- ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
- অভিজ্ঞতা থাকতে হবে: ইমিগ্রেশন ও এডুকেশন কনসালটেন্সি
সার্ভিস খাতে
বয়সসীমা:
- ২২ থেকে ৩২ বছর
আবেদন পদ্ধতি:
আপনার হালনাগাদ সিভি পাঠান এই ঠিকানায়: educationat.job@gmail.com
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি:
education@– নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: education@
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: নারীদের জন্য চাকরি
২০২৫, only female job circular, মহিলা চাকরির বিজ্ঞপ্তি, ঢাকা নারীদের চাকরি,
বনানী চাকরি বিজ্ঞপ্তি, education consultancy job circular,
নারী প্রার্থী চাকরি, মহিলা চাকরি পোস্ট,
ফিমেল সেলস এক্সিকিউটিভ চাকরি, নারী
প্রার্থীদের জন্য ফুলটাইম চাকরি, female job in dhaka, female sales job in
education sector, women friendly office job, চাকরি বনানীতে নারী
প্রার্থীদের জন্য, ফিমেল মার্কেটিং জব, education job
for female, নারী প্রার্থীদের জন্য প্রাইভেট কোম্পানির চাকরি,
মহিলা চাকরির সুযোগ, মহিলা দের জন্য সেলস
মার্কেটিং চাকরি, চাকরি যেখানে শুধু নারী আবেদন করতে পারবে,
education job circular, education consultancy job in Bangladesh, overseas
education job, education@ job apply, study abroad job circular, education
consultancy firm job, female job in education sector, education based job in
Dhaka, student counseling job, counselor job in education sector, foreign
admission job circular, IELTS consultancy job, visa processing job Bangladesh,
job in student consultancy firm, education email apply job, immigration and
education service job, education@ email job circular, চাকরি education
সেক্টরে, বিদেশে পড়াশোনা পরামর্শদাতা চাকরি,
এডুকেশন কনসালটেন্সি চাকরি বিজ্ঞপ্তি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments