লুমিনারিজ রিসার্চ-এ
ক্যারিয়ার গড়ুন
লুমিনারিজ রিসার্চ দেশের বাজার ও সামাজিক গবেষণা
খাতে জাতীয় পর্যায়ে সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। ক্লায়েন্টদের ব্যবসায়িক
সমস্যার সমাধানে আমরা বিভিন্ন গবেষণা সমাধান প্রদান করে থাকি। এফএমসিজি, সফট ড্রিংকস,
তামাক, টেলিকম, আন্তর্জাতিক
এনজিও ও দাতা সংস্থাসহ বিভিন্ন খাতের ক্লায়েন্টদের আস্থা অর্জন করে আমরা আট বছরের
পথ চলায় সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজের
অভিজ্ঞতা রয়েছে এমন দক্ষ পেশাজীবীদের নিয়ে গঠিত আমাদের টিম। বিশ্বমানের গবেষণা
পদ্ধতি অনুসরণ করে আমরা ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সমাধান দিয়ে থাকি।
প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণে
নিম্নবর্ণিত পদে গতিশীল, উদ্যমী ও যোগ্য পেশাজীবীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে:
পদবী:
গবেষণা নির্বাহী (Research Executive)
জ্যেষ্ঠ গবেষণা নির্বাহী (Senior Research Executive)
শিক্ষাগত যোগ্যতা: ভালো ফলাফলসহ
এমবিএ/বিবিএ/অর্থনীতি/পরিসংখ্যান/গণিত বিষয়ে মাস্টার্স ডিগ্রি। (শিক্ষা সম্পন্ন না
করা প্রার্থীদের আবেদন না করার অনুরোধ করা যাচ্ছে।)
চাকরির ধরণ: স্থায়ী/পূর্ণকালীন
লিঙ্গ: পুরুষ/নারী
জাতীয়তা: বাংলাদেশী
অভিজ্ঞতা ও দক্ষতা: সংশ্লিষ্ট বিষয়ে
বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগ ও
উপস্থাপনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে পারদর্শী
হতে হবে। জ্যেষ্ঠ গবেষণা নির্বাহী পদে আবেদনকারীদের গবেষণা খাতে কমপক্ষে ২ বছরের
অভিজ্ঞতা থাকতে হবে।
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের
সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতনভাতা ও অন্যান্য
সুবিধা প্রদান করা হবে।
গবেষণার প্রতি আগ্রহ এবং নিজেকে
যোগ্য মনে করলে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে ১৫ আগস্ট ২০২৫
তারিখের মধ্যে আপনার জীবনবৃত্তান্ত পাঠান এই ঠিকানায়: career@luminariesbd.com
লুমিনারিজ রিসার্চ লিমিটেড
বাড়ি-৫, ফ্ল্যাট-ডি৪, রোড-২১,
গুলশান-১, ঢাকা-১২১২
ফোন: +৮৮০১৭০৩৪৬৬৬৬৬
ইমেইল: info@luminariesbd.com
ওয়েবসাইট: www.luminariesresearch.com
নিয়োগ বিজ্ঞপ্তি:
লুমিনারিজ রিসার্চ – নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: লুমিনারিজ
রিসার্চ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: লুমিনারিজ রিসার্চ
চাকরি, Luminaries Research Job
Circular, Luminaries Research career opportunity, গবেষণা নির্বাহী
পদে চাকরি, Senior Research Executive job in Bangladesh, Market Research
job in Dhaka, Social Research চাকরি বিজ্ঞপ্তি, গবেষণা সংস্থায় চাকরি, Research agency job Bangladesh, MBA পাসে গবেষণা সংস্থায় চাকরি, BBA পাসে গবেষণা
প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি, Private research company job, Analyst job
circular Bangladesh, Luminaries Research চাকরির খবর, গবেষণা প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ুন, ঢাকা ভিত্তিক
গবেষণা সংস্থায় চাকরি, Research executive job apply, Research career
opportunity Bangladesh, চাকরির খবর Luminaries Research,
Private company job circular 2025.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments